পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

মিউজিক কনসার্টে অঝোরে কাঁদছেন তরুণী, কী করলেন অরিজিৎ সিং? - Arijit Singh concert video - ARIJIT SINGH CONCERT VIDEO

Arijit Singh Reacts towards female fan: মেয়েদের মনে রাজত্ব করা অত সহজ নয় ৷ কিন্তু অরিজিৎ সিং, শুধু গান নয়, মেয়ে অনুরাগীদের তিনি যেভাবে ট্রিট করেন, তাতে প্রেমে পড়তে বাধ্য হন সকলেই ৷ তেমনই এক ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে নেটপাড়ায় ৷ আপনি কি দেখেছেন অরিজিৎ সিং-য়ের কীর্তি?

Arijit Singh Reacts towards female fan
মহিলা অনুরাগীকে হাসালেন অরিজিৎ সিং (সোশাল মিডিয়া)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 17, 2024, 6:31 PM IST

হায়দরাবাদ, 17 সেপ্টেম্বর: বিভিন্ন সময়ে শোনা গিয়েছে, মেয়েদের মুখে যাঁরা হাসি ফোটাতে পারেন তাঁরাই নাকি আসল হিরো ৷ এমন কথা রূপোলি পর্দায় মোহিত করলেও বাস্তব জীবনে নানা মুনির নানা মত উঠে আসবে ৷ তবে নামটা যদি অরিজিৎ সিং হয়, তাহলে থমকে যেতে হয় ৷ অনুরাগীদের মন কীভাবে ভালো করতে হয়, সেই ম্যাজিকটা দারুণভাবে জানেন সঙ্গীতশিল্পী অরিজিৎ ৷ ঠিক যেমনটা দেখা গিয়েছে এই ভাইরাল হওয়া ভিডিয়োটিতে ৷

কী রয়েছে সেই ভিডিয়োয়?

এক মাস অসুস্থ থাকার পর ফের মিউজিক কনসার্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন অরিজিৎ ৷ সম্প্রতি তিনি রয়েছেন লন্ডনে ৷ সেখানে এড শিরিনের সঙ্গে শেয়ার করেছেন মঞ্চ ৷ যে ছবি ও ভিডিয়ো আগেই দেখে নিয়েছেন অনুরাগীরা ৷ মঙ্গলবার ভাইরাল হয়েছে আরও একটি ভিডিয়ো ৷ যেখানে দেখা যাচ্ছে অরিজিৎ আপন মনে গান করছেন ৷ আচমকাই ভিড়ে থাকা এক মহিলাকে নোটিস করেন তিনি ৷ দেখেন তাঁর গান শুনে ওই মহিলা কাঁদছেন ৷

তারপর আর কী... ব্যস নিমেষে গানের সেই মহলে আনলেন পরিবর্তন ৷ তৈরি করলেন ম্যাজিক ৷ তখন অরিজিৎ সিংয়ের কণ্ঠে শোনা যাচ্ছে 'ও সজনি রে...' ৷ গানটা গাইতে গাইতেই স্টেজে সামনের দিকে বসে পড়লেন অরিজিৎ ৷ তারপর ইশারায় বুঝিয়ে দিলেন মুছে ফেলো চোখের জল ৷ ঠোঁটে আনো হাসি ৷ তারপর তিনি বলেন, "ফরগিভ অ্যান্ড ফরগেট ৷ অর্থাৎ ক্ষমা করে দাও আর ভুলে যাও ৷"

কয়েক সেকেন্ডের সেই ভিডিয়ো এখন তোলপাড় করেছে নেটদুনিয়া ৷ অরিজিৎ সিং বরাবরই মাটির মানুষ ৷ তাঁর সাক্ষাতে যাঁরা এসেছেন স্বীকার করেছেন ৷ তাঁর গান মনের কোন সে গোপন ছুঁয়ে যায়, তাও অজানা নয় ৷ এবার ভালোবাসার আরও এক নতুন শিক্ষা দিলেন অরিজিৎ সিং ৷

ABOUT THE AUTHOR

...view details