পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'বেঁচে আছি...', সোশাল মিডিয়ায় মৃত্যুর গুজবে কড়া জবাব শ্রেয়স তলপড়ের - Shreyas Talpade Death Rumours - SHREYAS TALPADE DEATH RUMOURS

Shreyas Talpade reacts to death Rumours: সোশাল মিডিয়ায় পোস্ট করে তিনি প্রমাণ করিলেন যে মরেন নাই ৷ অভিনেতা শ্রেয়স তলপড়ে দীর্ঘ পোস্টে জানালেন, তিনি বেঁচে আছেন, সুস্থ আছেন ৷ পাশাপাশি, কড়া জবাব দিলেন যাঁরা এই ধরনের গুজব ছড়ান ৷

Shreyas Talpade reacts to death Rumours
মৃত্যুর গুজবে কড়া জবাব দিলেন শ্রেয়স তলপড়ে (এএনআই)

By ANI

Published : Aug 20, 2024, 3:32 PM IST

Updated : Aug 20, 2024, 3:43 PM IST

মুম্বই, অগস্ট 20: ফের ভুয়ো মৃত্যুর খবর ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ এবার অভিনেত্রী শ্রেয়স তলপড়েকে মৃত বলে ঘোষণা করা হয় সোশাল মিডিয়ায় ৷ আজব কাণ্ড কারখানা দেখে বিরক্ত অভিনেতা শ্রেয়স ৷ এই ধরনের গুজব তাঁর সন্তান ও পরিবারের জন্য ক্ষতিকর বলে সোশাল মিডিয়ায় মত প্রকাশ করেছেন তিনি ৷

সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে শ্রেয়স লেখেন, "আমি প্রত্যেকেই নিশ্চিত করতে চাই যে আমি বেঁচে আছি ৷ ভালো আছি, হেলদি আছি ৷ আমার মৃত্যুর খবর নিয়ে একটা পোস্ট ভাইরাল হয়েছে নজরে এসেছে ৷ আমি হাস্যরস বিষয়টা বুঝি, কিন্তু যদি সেটার অসৎ ব্যবহার হয় তাহলে তা সত্যিই ক্ষতিকর ৷ হয়তো কেউ মজার ছলেই বানিয়েছেন ৷ তবে রটে যাওয়া এই গুজবে আমার পরিবারের সদস্যদের অনুভূতি নিয়ে খেলা করা হচ্ছে ৷"

তিনি জানান, এই ধরনের গুজবের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে তাঁর ছোট মেয়ের মনে ৷ যে সবসময় তার বাবার স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকে ৷ এই ধরনের ভাইরাল পোস্ট মেয়েকে আরও উদ্বিগ্ন করে তুলছে বলে পোস্টে জানিয়েছেন শ্রেয়স ৷ এমনকী, তাকে শিক্ষক-বন্ধু মহলে নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বলে পোস্টে জানান অভিনেতা ৷ কিছুমাস আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শ্রেয়স ৷ তারপর অভিনেতার স্ত্রী দীপ্তি সোশাল মিডিয়ায় শ্রেয়সের স্বাস্থ্য সংক্রান্ত আপডেট দেন সামাজিক মাধ্যমে ৷

অভিনেতা বলেন, "আমার ছোট্ট মেয়ে প্রতিদিন স্কুলে যায় ৷ তবে আমার স্বাস্থ্য নিয়ে সবসময় সে চিন্তিত থাকে ৷ এই ধরনের মিথ্যা রটনা তাকে আরও ভয় পাইয়ে দেয় ৷ আবেগ নিয়ে ছিনিমিনি খেলা উচিত নয় ৷ আমার পরিবার প্রতিনিয়ত এই বিষয়টা নিয়ে চিন্তিত ৷" এরপর তিনি সকলের কাছে অনুরোধ করেছেন বিশেষ করে যাঁরা এই ধরনের কন্টেন্ট বানিয়ে ভাইরাল করেন ৷ তাঁদের উদ্দেশ্যে অভিনেতা জানিয়েছেন তাঁকে নিয়ে যেন ভুল খবর ছড়ানো না হয় ৷

শ্রেয়স লেখেন, "আমি অনুরোধ জানাচ্ছি সেই সকল কনকেন্ট ক্রিয়েটারদের কাছে দয়া করে এটা বন্ধ করুন ৷ এটার প্রভাবটা বুঝুন ৷ অনেক মানুষ, অনুরাগী আমার স্বাস্থ্য নিয়ে ভগবানের কাছে প্রার্থণা করেছেন ৷ আমার সুস্থতা কামনা করেছেন ৷ তাঁদের আবেগকে আঘাত করবেন না ৷ আপনি যখন এই ধরনের গুজব ছড়ান, তখন এটি শুধুমাত্র একজন ব্যক্তিকে প্রভাবিত করে না, তাঁদের পরিবারকেও প্রভাবিত করে, বিশেষ করে ছোট বাচ্চারা যারা পরিস্থিতি পুরোপুরি বুঝতে পারে না কিন্তু মানসিক যন্ত্রণা অনুভব করে।" অভিনেতার কাজের দিকে নজর দিলে দেখা যায়, কঙ্গনা রানাওয়াত পরিচালিত 'এমারজেন্সি' ও 'করতম ভুগতাম' ছবিতে দেখা যাবে শ্রেয়স তলপড়েকে ৷

Last Updated : Aug 20, 2024, 3:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details