হায়দরাবাদ, 21 অগস্ট:সাফল্যের জোয়ারে ভাসছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ৷ সম্প্রতি মুক্তি পাওয়া 'স্ত্রী 2' শ্রদ্ধাকে বিশ্বদরবারে আরও জনপ্রিয় করে তুলেছে ৷ ফলে সোশাল মিডিয়ায় দিন দিন বেড়ে চলেছে শ্রদ্ধার ফলোয়ার সংখ্যা ৷ যার ফলে জনপ্রিয়তার দিক থেকে ইন্সটাগ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ছাপিয়ে গেলেন অভিনেত্রী ৷ সোশাল এই প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি ফলোয়ার সংখ্যার নিরিখে তৃতীয় স্থান দখল করলেন শক্তি তনয়া ৷ মোদি রইলেন চতুর্থ স্থানে ৷
এই মুহূর্তে ইন্সটাগ্রামে শ্রদ্ধার ফলোয়ার সংখ্যা 91.4 মিলিয়ন ৷ এদিকে, প্রধানমন্ত্রী ফলোয়ার সংখ্যা সেই তুলনায় একটু কম৷ মাত্র 91.3 মিলিয়ন ফলোয়ার রয়েছে মোদির ৷ তবে মজার বিষয় হল, ইন্সটাগ্রামে মোদিকে ছাপিয়ে গেলেও এখনও পর্যন্ত এক্স হ্যান্ডেলে (টুইটার) সবচেয়ে বেশি ফলো করা হয় সেই তালিকায় প্রথম স্থানে রয়েছে প্রধানমন্ত্রী মোদি ৷ এই মুহূর্তে এক্স হ্যান্ডেলে তাঁকে ফলো করেন 101.2 মিলিয়ন মানুষ ৷