কলকাতা, 11 জুলাই: 'আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে', হাতে মাত্র চার দিন ৷ তারপরই চার হাত এক হতে চলেছে গায়ক আর নায়িকার। প্রেমিক গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী সোহিনী সরকার ৷ তাঁদের প্রেমের গুঞ্জন আজ আর গুঞ্জনে থেমে নেই ৷ সম্পর্কে সিলমোহর পড়েছে অনেক দিন আগেই ৷ তবে বিয়ের ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন এই কপোত-কপোতী ৷
শোনা যাচ্ছে, 15 জুলাই বিয়ে করছেন সোহিনী আর শোভন ৷ শহর থেকে কিছুটা দূরে একটি ফার্ম হাউজে অনুষ্ঠান হবে বিয়ের। তবে, বিয়ের আগের দিন আছে ব্যাচেলার্স পার্টি ৷ যদিও এও গুঞ্জন ৷ কারণ বিয়ে নিয়ে নায়ক-গায়ক দু'জনেই একেবারে চুপ ৷ ব্যাচেলার্স পার্টির পরের দিন সকালে বাঙালি আচার অনুষ্ঠান আছে ৷ তারপর রেজিস্ট্রি ম্যারেজ ৷ উপস্থিত থাকবেন পরিবারের মানুষ আর কাছের বন্ধুরা। লালরঙা বেনারসিতেই নাকি কনে রূপে দেখা যাবে সোহিনীকে ৷ অন্যদিকে শোভন সাজবেন বাঙালি বাবুর সাজেই ধুতি-পাঞ্জাবিতে ৷