কলকাতা, 4 জুলাই: ওপার বাংলায় 'তুফান' তোলার পর এবার বাংলায় সুনামি তোলার অপেক্ষা শাকিব-মিমির নতুন ছবি ৷ 5 জুলাই মুক্তি পেতে চলেছে রায়হান রফি পরিচালিত 'তুফান' ৷ প্রিমিয়ারের আগে সাংবাদিক সম্মেলনে মন কাড়লেন বাংলাদেশের অভিনেতা শাকিব খান এবং এপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী ৷ সাংবাদিকদের আবদার রাখতে স্টেজে 'উরা ধুরা' নাচে কোমর দোলালেন শাকিব-মিমি ৷
তুফান ছবির প্রেস মিটে ইটিভি ভারত (ইটিভি ভারত) কলকাতায় উপস্থিত হয়ে শাকিব বলেন, "মিমির সঙ্গে এই ছবিতে কাজ আমার কাছে উরা ধুরা ছিল। 'উরা ধুরা' মানে 'ফাটাফাটি'। 'তুফান' শুধু মিমির কিংবা শাকিবের কিংবা রায়হান রফির ছবি নয়। এই ছবি দর্শকের। ছবিটা বাংলাদেশে গত 18 বছরের রেকর্ড ভেঙেছে। এবার আমার প্রিয় শহর কলকাতায় মুক্তি পাচ্ছে। এটা আমার কাছে বড় প্রাপ্তি।"
তিনি আরও বলেন, "তুফান থেকে যে তুফান উঠেছে তা আর থামবে না। বাংলা জানিয়ে দেবে বলি-হলির পাশে আমরাও আছি।" কলকাতায় 'হাওয়া' এবং 'সুরঙ্গ' প্রশংসিত হলেও ব্যবসা করতে সেভাবে পারেনি। 'তুফান' নিয়ে শাকিব কতটা আশাবাদী? এর উত্তরে প্রশ্নে শাকিব এবং রায়হান দু'জনেই সহমত পোষণ করে বলেন, "এই প্রশ্নটা জনগণকে জিজ্ঞেস করতে হবে। তাঁরা কেন দেখেননি। আর তুফান কেন, সব ছবি নিয়েই সব নির্মাতা আশাবাদী থাকেন অনেকখানি। কুড়িটা দেশে চলছে এই ছবি। এর থেকে বড় কী হতে পারে।" এই প্রসঙ্গে শাকিব খান আরও একটি দিক তুলে ধরেন। তিনি বলেন, "উত্তম কুমারের শহরে কেন বাংলা ছবি চলবে না? এ তো লজ্জার।"
মিমি বলেন, "উরা ধুরা আর দুষ্টু কোকিল গানের সঙ্গে রিল বানিয়েছেন সবাই। এটাই পাওয়া। অনেকদিন পর এই সিনেমার জন্য এত সাজতে পেরেছি, ডান্স নম্বর করতে পেরেছি এটাই উরাধুরা মোমেন্ট আমার জন্য এই ছবিতে।" তিনিও বাংলা সিনেমা এই শহরে কম প্রেক্ষাগৃহ পাওয়া প্রসঙ্গে বলেন, "অনেকেই আমার সঙ্গে ছবি তুলতে এসে বলেন, বাংলা ছবি দেখি না ৷ তাও আপনার সঙ্গে ছবি তুলব। এটা একমাত্র এই শহরেই হয়। অনর্গল ইংরেজিতে কথা বললেও সমালোচনা হবে, কেন বাংলায় কথা বললাম না। ফেসবুকের কমেন্ট বক্স ভরে যাবে। আমার মতে বাংলার প্রতি ভালোবাসা কমেন্ট বক্সে না দেখিয়ে সিনেমা হলে দেখান। তাতে সবার মঙ্গল।"
উল্লেখ্য, এদিন সাংবাদিক বৈঠক শেষে উরাধুরা গানে মজলেন সকলেই ৷ সিগনেচার স্টেপে নজর কাড়লেন শাকিব-মিমি ৷ এই মুহূর্তে ইউটিউবে এই গানের ভিউয়ার সংখ্যা 67 মিলিয়ন ৷ এদিন শাকিব-মিমির পাশাপাশি উপস্থিত ছিলেন পরিচালক রায়হান রফি, প্রযোজক মহেন্দ্র সোনি। গানের মতো ছবি বক্সঅফিসে তুফান তুলতে পারবে কি? উত্তর দেবে সময় ৷