মুম্বই, 13 সেপ্টেম্বর:শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের গভীর বন্ধুত্বের কথা ইন্ডাস্ট্রির সকলেই জানেন ৷ এসআরকে-র হাত ধরেই সিলভার স্ক্রিনে জার্নি শুরু করেছিলেন দীপিকা পাড়ুকোন ৷ তাঁর প্রথম ছবি 'ওম শান্তি ওম' বক্সঅফিসে সুপারহিট ৷ সেই থেকে এই জুটি যতবার পর্দায় এসেছেন দর্শকদের নিরাশ করেননি ৷ এহেন বন্ধু জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন ৷ 8 তারিখ রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের কোল আলো করে এসেছে ফুটফুটে কন্যা সন্তান ৷ নবজাতককে দেখতে মধ্যরাতেই হাসপাতালে পৌঁছলেন কিং খান ৷
বৃহস্পতিবার রাতে বাদশাকে দেখা যায় এইচএন রিলায়েন্স হাসপাতালে ৷ সেখানেই দীপিকা, প্রথম সন্তানের জন্ম দিয়েছেন ৷ জানা গিয়েছে, খুদের সঙ্গে হাসপাতালে বেশ কিছুক্ষণ সময় কাটান শাহরুখ ৷ কড়া নিরাপত্তার ঘেরাটোপে বাদশা এদিন হাসপাতালে পৌঁছন ৷ শাহরুখের আগে দীপিকা ও সদ্যজাত শিশুকে দেখে গিয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানি ৷