পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

দীপিকার কন্যা সন্তানকে দেখতে মধ্যরাতেই হাসপাতালে কিং খান - Shah Rukh Visits Deepika Padukone - SHAH RUKH VISITS DEEPIKA PADUKONE

Shah Rukh Khan meets Deepika and Her Newborn: তাঁর হাত ধরেই বড়পর্দায় এসেছিলেন দীপিকা পাড়ুকোন ৷ আজ তিনি কন্যা সন্তানের মা হয়েছেন ৷ প্রিয় সহ-অভিনেত্রীকে দেখতে হাসপাতালে যান শাহরুখ খান ৷

Shah Rukh Khan meets Deepika and Her Newborn
দীপিকা ও তাঁর সন্তানকে দেখতে হাসপাতালে বাদশা (এএনআই/পিটিআই)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 13, 2024, 12:10 PM IST

মুম্বই, 13 সেপ্টেম্বর:শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের গভীর বন্ধুত্বের কথা ইন্ডাস্ট্রির সকলেই জানেন ৷ এসআরকে-র হাত ধরেই সিলভার স্ক্রিনে জার্নি শুরু করেছিলেন দীপিকা পাড়ুকোন ৷ তাঁর প্রথম ছবি 'ওম শান্তি ওম' বক্সঅফিসে সুপারহিট ৷ সেই থেকে এই জুটি যতবার পর্দায় এসেছেন দর্শকদের নিরাশ করেননি ৷ এহেন বন্ধু জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন ৷ 8 তারিখ রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের কোল আলো করে এসেছে ফুটফুটে কন্যা সন্তান ৷ নবজাতককে দেখতে মধ্যরাতেই হাসপাতালে পৌঁছলেন কিং খান ৷

দীপিকার কন্যা সন্তানকে হাসপাতালে শাহরুখ খান (পিটিআই)

বৃহস্পতিবার রাতে বাদশাকে দেখা যায় এইচএন রিলায়েন্স হাসপাতালে ৷ সেখানেই দীপিকা, প্রথম সন্তানের জন্ম দিয়েছেন ৷ জানা গিয়েছে, খুদের সঙ্গে হাসপাতালে বেশ কিছুক্ষণ সময় কাটান শাহরুখ ৷ কড়া নিরাপত্তার ঘেরাটোপে বাদশা এদিন হাসপাতালে পৌঁছন ৷ শাহরুখের আগে দীপিকা ও সদ্যজাত শিশুকে দেখে গিয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানি ৷

কন্যা সন্তানের আগমনে খুশির হাওয়া দীপবীরের জীবনে ৷ সন্তান জন্মের আগে মুম্বইয়ের বিখ্যাত সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন বলিউডের স্টার কাপল ৷ সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ নিয়েই গণেশ চতুর্থীর দিন হাসপাতালে ভর্তি হন দীপিকা ৷ এর আগে রণবীর ও দীপিকা তাঁদের মেটারনিটি ফটোশুটের ছবি শেয়ার করে তাক লাগান অনুরাগীদের ৷ চলতি বছর ফেব্রুয়ারি মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আনেন দীপিকা ৷

2018 সালের 14 নভেম্বর ইতালিতে রণবীরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী ৷ এখন কন্যা সন্তানকে নিয়ে বাবা-মা হিসাবে নতুন জীবন শুরু করছেন বলিউডের পাওয়ার কাপল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন ৷

ABOUT THE AUTHOR

...view details