হায়দরাবাদ, 20 জানুয়ারি: পরনে নেভি ব্লু টি-শার্ট, ছেঁড়া ডেনিম জিন্স, পায়ে ট্রেন্ডি সাদা স্নিকার্সের সঙ্গে চোখে গাঢ় রঙের সানগ্লাস ৷ শনিবার এই ড্যাসিং লুকে মুম্বই বিমানবন্দর ছাড়লেন সুপারস্টার শাহরুখ খান ৷ উড়ান ধরার জন্য তাড়াহুড়োয় ছিলেন তিনি ৷ তবুও পাপারাজ্জিদের নজর এড়াননি বাদশা ৷ সাদা গাড়ি বিমানবন্দরের সামনে এসে দাঁড়াতেই ভিড় জমান পাপারাজ্জিরা ৷ এরপর স্বভাবভঙ্গিতেই গাড়ি থেকে নেমে আসেন কিং খান ৷ তাঁর সঙ্গে ছিলেন ম্যানেজার পূজা দাদলানিও ৷ সোজা মুম্বই বিমানবন্দরে ঢুকে যান তাঁরা ৷ তবে সকাল সকাল শাহরুখের ঝলক দেখে মন ভালো হয়ে গিয়েছে ভক্তকূলের ৷ বাদশার এই ভিডিয়ো দেখে নানান মন্তব্য করেছেন নেটিজেনেরা ৷
তবে শুধু কিং খানকে নয়, তাঁর বিমানবন্দর ছাড়ার কয়েক ঘণ্টা আগে সেখানে ক্যামেরাবন্দি হয়েছেন শাহরুখ কন্যা সুহানা ও স্ত্রী গৌরী খানও ৷ সুহানা বরাবরই ভীষণ স্টাইলিশ ৷ ট্রেন্ড ফলো করে চলেন তিনি ৷ তবে নিজের পোশাকে সময় সাদামাটা ব্যাপারটা বজায় রাখেন ৷ শুক্রবার রাতে এই আর্চিস অভিনেত্রী খুব সিম্পেল এয়ারপোর্ট লুকে ধরা দিয়েছেন ৷ সুহানার গায়ে ছিল একটি কালো টপ, তার উপর সাদা ফুলহাতা জিপার, নীচে ধূসর ট্র্যাক প্যান্ট এবং পায়ে স্টাইলিশ সাদা স্নিকার্স ৷ গৌরী খানকে সাদা প্রিন্টেড ওয়ান পিস ড্রেসের উপর একটি অলিভ গ্রিন ব্লেজারে পরতে দেখা গিয়েছে ৷ সঙ্গে পায়ে ছিল সাদা স্নিকার্স এবং কাঁধে একটি পিচ রঙের হ্যান্ডব্যাগ । গৌরী না দাঁড়ালেও সুহানা বিমানবন্দরের ভিতরে যাওয়ার আগে পাপারাজ্জিদের সামনে পোজ দিয়েছেন । তবে শাহরুখ, সুহানা ও গৌরী কোথায় গিয়েছেন সে নিয়ে কিছু জানা যায়নি ৷ তিনজনের একসঙ্গে বাইরে যাওয়া নিয়ে জল্পনা বেড়েছে নেটমহলে ৷