ETV Bharat / entertainment

সিবিএফসি কাঁটায় ঝুলে রইল 'পাঞ্জাব 95' ! বিতর্কে দিলজিতের সিনেমা - DILJIT DOSANJH PUNJAB 95

মুক্তির দিন স্থির হয়েও ঝুলে রইল দিলজিৎ দোসাঞ্জ অভিনীত 'পাঞ্জাব 95' সিনেমার ভাগ্য ৷ সেন্সর কোপে গায়কের সিনেমা ৷

diljit dosanjh punjab 95 movie
বিতর্কে দিলজিতের সিনেমা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 21, 2025, 3:24 PM IST

Updated : Jan 21, 2025, 3:39 PM IST

হায়দরাবাদ, 21 জানুয়ারি: সত্যি ঘটনা অবলম্বনে ছবি তৈরি হলেই তা পড়ছে রোষের মুখে ৷ কঙ্গনা রানাওয়াতের এমারজেন্সি ছবি তার জ্বলন্ত উদাহরণ ৷ ছবি মুক্তির আগে সার্টিফিকেট বের করতে কালঘাম ছুটছে পরিচালক-প্রযোজকদের ৷ এবার সেন্সর বোর্ডের কোপে দিলজিৎ দোসাঞ্জের ছবি ৷

একবছর ধরে সিবিএফসি বোর্ডে ঝুলে রইল ভাগ্য ৷ 7 তারিখ প্রেক্ষাগৃহে মুক্তির কথাও ছিল দিলজিৎ দোসাঞ্জ অভিনীত 'পাঞ্জাব 95' ৷ কিন্তু সেই ছবি এবারও মুক্তি পাবে না ৷ মানবাধিকার কর্মী যসবন্ত সিং খালরার জীবনী অবলম্বনে তৈরি ছবি সেন্সর বোর্ডে পাশ করতে পারেনি ৷ ফলে দুর্ভাগ্যবশত এবারও ছবির ভাগ্যে শিকে ছিঁড়ল না ৷ সোশাল মিডিয়ায় পোস্ট করে অনুরাগীদের সঙ্গে এই খবর শেয়ার করে নেন গায়ক-অভিনেতা দিলজিৎ ৷

কী লিখেছেন দিলজিৎ?

পাঞ্জাবি গায়ক-অভিনেতা ইন্সটাগ্রাম ও ফেসবুকে লেখেন, কিছু খারাপ পরিস্থিতির জন্য 'পাঞ্জাব 95' এবারও প্রেক্ষাগৃহে মুক্তি পাবে না ৷ তার জন্য তারা দুঃখিত ৷ তিনি লেখেন, "আপনাদের সঙ্গে এই খবর শেয়ার করে খুব খারাপ লাগছে যে 'পাঞ্জাব 95' 7 ফেব্রুয়ারি মুক্তি পাবে না আমাদের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতির কারণে ৷"

diljit dosanjh punjab 95 movie
দিলজিতের পোস্ট (ইন্সটাস্টোরি)

ট্রেলার মুক্তির পরেও সোশাল মিডিয়ায় ডিলিট

এক সপ্তাহ আগেই সোশাল মিডিয়ায় ছবির ট্রেলার শেয়ার করেছিলেন দিলজিৎ ৷ তিনি অনুরাগীদের আশস্ত করেছিলেন ছবির মুক্তি নিয়ে ৷ পাশাপাশি, তিনি জানিয়েছিলেন পুরো সিনেমা কোনও কাট ছাড়াই মুক্তি পাবে ৷ কিন্তু মজার বিষয়, ভারতে ইউটিউব থেকে পরবর্তী সময়ে সেই ট্রেলার ডিলিট হয়ে যায় ৷ এরপর জানানো হয়, ভারতে এই সিনেমা মুক্তি পাবে না ৷ একমাত্র বিদেশে এই ছবি মুক্তি পাবে ৷ ট্রেলার মুক্তির 20 ঘণ্টার মধ্যে প্রায় 3 লাখ ভিউয়ারর্স দেখে নেয় দিলজিৎ-এর সিনেমার ঝলক ৷

ছবির পরিচালক হানি ত্রিহান ৷ প্রযোজক রনি স্ক্রিউওয়ালা ৷ দিলজিৎ-এর পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অর্জুন রামপাল, সুরিন্দর ভিকি, বরুণ বদোলা ও গীতিকা বিদ্যা ওহলান ৷ প্রায় তিন বছর ধরে এই ছবির সঙ্গে দ্বন্দ্ব সিবিএফসির ৷

'পাঞ্জাব 95' ও বিতর্ক

সত্য ঘটনাকে অবলম্বন করেে তৈরি ছবির নাম রাখা হয়েছিল ঘালুঘারা ৷ 2022 সালে সেই নামেই সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনে ছবি পাঠানো হয় সার্টিফিকেটের জন্য ৷ সেখানে ছবির টাইটেল নিয়ে আপত্তি তোলে সেন্সর বোর্ড ৷ পাশাপাশি, 120টি ছবির আপত্তিকর বিষয় বাদ দিতে বলা হয় ৷ শীর্ষ শিখ ধর্মীয় সংস্থা, শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটিও (এসজিপিসি) এই বিষয়ে হস্তক্ষেপ করে ৷ পরবর্তী সময়ে সিবিএফসি কাটছাঁট থেকে সরে আসলেও সিনেমার নাম পরিবর্তন করতে বলে। অবশেষে, ছবিটির নাম পরিবর্তন করে 'পাঞ্জাব 95' রাখা হয়।

কে এই মানবাধিকার কর্মী যসবন্ত সিং খালরা ?

এর আগে পাঞ্জাবের বিতর্কিত গায়ক 'চমকিলা' জীবনী সিলভার স্ক্রিনে তুলে ধরেন দিলজিৎ ৷ ইমতিয়াজ আলি পরিচালিত এই ছবি মুক্তি পায় ওটিটি-তে ৷ তারপর সেই সিনেমা ট্রেন্ড করে বিভিন্ন জায়গায় ৷ এরপর দিল-লুমিনাতি ট্যুর নিয়ে ব্যস্ত হয়ে পড়েন দিলজিৎ ৷ এরই মধ্যে 'পাঞ্জাব 95' মুক্তির কথা সামনে আসে ৷ এই সিনেমা তৈরি হয়েছে মানবাধিকার কর্মী যসবন্ত সিং খালরার জীবনীকে কেন্দ্র করে ৷ যিনি 1995 সালে আচমকাই গায়েব হয়ে যান ৷

Diljit movie
দিলজিৎ দোসাঞ্জ (ইটিভি ভারত)

এর পিছনে কী রহস্য জড়িয়ে রয়েছে, সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট কী ছিল, শিখদের আন্দোলন ও পাঞ্জাবে মানবাধিকার লঙ্ঘন ইত্যাদি একাধিক বিষয় তুলে ধরা হয়েছে ছবির চিত্রনাট্যে ৷ একাধিক বিতর্কের কারণে সিবিএফসি জটে কাটে যায় ছবি ৷ এরপর জানানো হয়, ভারতে নয়, বিদেশে মুক্তি পাবে 'পাঞ্জাব 95' ৷

হায়দরাবাদ, 21 জানুয়ারি: সত্যি ঘটনা অবলম্বনে ছবি তৈরি হলেই তা পড়ছে রোষের মুখে ৷ কঙ্গনা রানাওয়াতের এমারজেন্সি ছবি তার জ্বলন্ত উদাহরণ ৷ ছবি মুক্তির আগে সার্টিফিকেট বের করতে কালঘাম ছুটছে পরিচালক-প্রযোজকদের ৷ এবার সেন্সর বোর্ডের কোপে দিলজিৎ দোসাঞ্জের ছবি ৷

একবছর ধরে সিবিএফসি বোর্ডে ঝুলে রইল ভাগ্য ৷ 7 তারিখ প্রেক্ষাগৃহে মুক্তির কথাও ছিল দিলজিৎ দোসাঞ্জ অভিনীত 'পাঞ্জাব 95' ৷ কিন্তু সেই ছবি এবারও মুক্তি পাবে না ৷ মানবাধিকার কর্মী যসবন্ত সিং খালরার জীবনী অবলম্বনে তৈরি ছবি সেন্সর বোর্ডে পাশ করতে পারেনি ৷ ফলে দুর্ভাগ্যবশত এবারও ছবির ভাগ্যে শিকে ছিঁড়ল না ৷ সোশাল মিডিয়ায় পোস্ট করে অনুরাগীদের সঙ্গে এই খবর শেয়ার করে নেন গায়ক-অভিনেতা দিলজিৎ ৷

কী লিখেছেন দিলজিৎ?

পাঞ্জাবি গায়ক-অভিনেতা ইন্সটাগ্রাম ও ফেসবুকে লেখেন, কিছু খারাপ পরিস্থিতির জন্য 'পাঞ্জাব 95' এবারও প্রেক্ষাগৃহে মুক্তি পাবে না ৷ তার জন্য তারা দুঃখিত ৷ তিনি লেখেন, "আপনাদের সঙ্গে এই খবর শেয়ার করে খুব খারাপ লাগছে যে 'পাঞ্জাব 95' 7 ফেব্রুয়ারি মুক্তি পাবে না আমাদের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতির কারণে ৷"

diljit dosanjh punjab 95 movie
দিলজিতের পোস্ট (ইন্সটাস্টোরি)

ট্রেলার মুক্তির পরেও সোশাল মিডিয়ায় ডিলিট

এক সপ্তাহ আগেই সোশাল মিডিয়ায় ছবির ট্রেলার শেয়ার করেছিলেন দিলজিৎ ৷ তিনি অনুরাগীদের আশস্ত করেছিলেন ছবির মুক্তি নিয়ে ৷ পাশাপাশি, তিনি জানিয়েছিলেন পুরো সিনেমা কোনও কাট ছাড়াই মুক্তি পাবে ৷ কিন্তু মজার বিষয়, ভারতে ইউটিউব থেকে পরবর্তী সময়ে সেই ট্রেলার ডিলিট হয়ে যায় ৷ এরপর জানানো হয়, ভারতে এই সিনেমা মুক্তি পাবে না ৷ একমাত্র বিদেশে এই ছবি মুক্তি পাবে ৷ ট্রেলার মুক্তির 20 ঘণ্টার মধ্যে প্রায় 3 লাখ ভিউয়ারর্স দেখে নেয় দিলজিৎ-এর সিনেমার ঝলক ৷

ছবির পরিচালক হানি ত্রিহান ৷ প্রযোজক রনি স্ক্রিউওয়ালা ৷ দিলজিৎ-এর পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অর্জুন রামপাল, সুরিন্দর ভিকি, বরুণ বদোলা ও গীতিকা বিদ্যা ওহলান ৷ প্রায় তিন বছর ধরে এই ছবির সঙ্গে দ্বন্দ্ব সিবিএফসির ৷

'পাঞ্জাব 95' ও বিতর্ক

সত্য ঘটনাকে অবলম্বন করেে তৈরি ছবির নাম রাখা হয়েছিল ঘালুঘারা ৷ 2022 সালে সেই নামেই সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনে ছবি পাঠানো হয় সার্টিফিকেটের জন্য ৷ সেখানে ছবির টাইটেল নিয়ে আপত্তি তোলে সেন্সর বোর্ড ৷ পাশাপাশি, 120টি ছবির আপত্তিকর বিষয় বাদ দিতে বলা হয় ৷ শীর্ষ শিখ ধর্মীয় সংস্থা, শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটিও (এসজিপিসি) এই বিষয়ে হস্তক্ষেপ করে ৷ পরবর্তী সময়ে সিবিএফসি কাটছাঁট থেকে সরে আসলেও সিনেমার নাম পরিবর্তন করতে বলে। অবশেষে, ছবিটির নাম পরিবর্তন করে 'পাঞ্জাব 95' রাখা হয়।

কে এই মানবাধিকার কর্মী যসবন্ত সিং খালরা ?

এর আগে পাঞ্জাবের বিতর্কিত গায়ক 'চমকিলা' জীবনী সিলভার স্ক্রিনে তুলে ধরেন দিলজিৎ ৷ ইমতিয়াজ আলি পরিচালিত এই ছবি মুক্তি পায় ওটিটি-তে ৷ তারপর সেই সিনেমা ট্রেন্ড করে বিভিন্ন জায়গায় ৷ এরপর দিল-লুমিনাতি ট্যুর নিয়ে ব্যস্ত হয়ে পড়েন দিলজিৎ ৷ এরই মধ্যে 'পাঞ্জাব 95' মুক্তির কথা সামনে আসে ৷ এই সিনেমা তৈরি হয়েছে মানবাধিকার কর্মী যসবন্ত সিং খালরার জীবনীকে কেন্দ্র করে ৷ যিনি 1995 সালে আচমকাই গায়েব হয়ে যান ৷

Diljit movie
দিলজিৎ দোসাঞ্জ (ইটিভি ভারত)

এর পিছনে কী রহস্য জড়িয়ে রয়েছে, সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট কী ছিল, শিখদের আন্দোলন ও পাঞ্জাবে মানবাধিকার লঙ্ঘন ইত্যাদি একাধিক বিষয় তুলে ধরা হয়েছে ছবির চিত্রনাট্যে ৷ একাধিক বিতর্কের কারণে সিবিএফসি জটে কাটে যায় ছবি ৷ এরপর জানানো হয়, ভারতে নয়, বিদেশে মুক্তি পাবে 'পাঞ্জাব 95' ৷

Last Updated : Jan 21, 2025, 3:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.