মুম্বই, 15 ফেব্রুয়ারি:গত বছর ক্রিসমাসে মুক্তি পায় রাজকুমার হিরানি পরিচালিত 'ডাঙ্কি' ৷ অবৈধ অনুপ্রবেশ নিয়ে শাহরুখ খানের এই ছবি দর্শক দরবারে প্রশংসিত হয় ৷ পরপর দুটি অ্যাকশন ছবি উপহার দেওয়ার পর শাহরুখ খানের ইমোশনাল এই জার্নিতে ভাবুক হন সিনেপ্রেমীরা ৷ কিং খানের সেই ছবি এবার আসছে ওটিটি-তে ৷ 2023 সালের হাইয়েস্ট-গ্রসিং ছবি 'ডাঙ্কি' মুক্তি পাচ্ছে নেটফ্লিক্সে ৷
'ডাঙ্কি' মনের খুব কাছের ছবি বলে জানিয়েছেন বাদশা ৷ তিনি বলেন, "ডাঙ্কি আমার কেরিয়ারের বিশেষ ছবি এবং এটা মনের খুব কাছের ৷ সত্যি আমার ভালো লাগছে, নেটফ্লিক্সের মাধ্যমে সুন্দর এই গল্প দর্শকদের সঙ্গে শেয়ার করতে পেরে ৷ অনুভূতি ও আবেগের চড়াই-উতরাইয়ের সাক্ষী থাকবেন দর্শকরা ৷ আশা করি বন্ধুদের এক্সট্রাঅর্ডিনারি এই জার্নি গ্লোবালি চলচ্চিত্রপ্রেমীদের মন জয় করবে ৷"
অন্যদিকে, নেটফ্লিক্সের তরফেও এই খবর সোশাল প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছে ৷ ক্যাপশনে লেখা, "নিজেদের ব্যাগ প্যাক করে নিন ৷ একজন ডাঙ্কি হিসাবে বিশ্ব ভ্রমণের পর শাহরুখ খান ফিরছেন ঘরে ৷ ডাঙ্কি এবার নেটফ্লিক্সে ৷" এই খবরে উচ্ছ্বসিত অনুরাগীরা ৷ কেউ যেমন এটিকে ভ্যালেন্টাইনস ডে উপহার হিসাবে উল্লেখ করেছেন আবার কেউ বলেছেন 2023-এর সেরা ছবি 'ডাঙ্কি' ৷
এর আগে এক সাক্ষাৎকারে পরিচালক রাজকুমার বলেন, "একজন পরিচালক হিসাবে সবসময় দর্শকদের ভালো গল্প বলার তাগিদ থাকে ৷ শাহরুখ প্রথম থেকে এই ছবির চিত্রনাট্য পছন্দ করেছে ৷ অ্যাকশন ছবি করার পাশাপাশি, অন্য ধরনের চরিত্রও সে করতে চেয়েছে ৷ পাশাপাশি শাহরুখের সঙ্গে কাজ করার ইচ্ছাও অনেকদিনের ৷ ফলে কাজ করতে গিয়ে ভীষণ মজা হয়েছে ৷"