কলকাতা, 11 ডিসেম্বর: উৎসবের শেষ বেলা বুধবার। বিকেল সাড়ে 4টেয় অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে আনুষ্ঠানিকভাবে। তার আগে দুপুর দেড়টায় তপন সিনহার জন্মশতবর্ষ উপলক্ষে রবীন্দ্র সদনে রয়েছে একটি বিশেষ অনুষ্ঠান ৷ যেখানে তপন সিনহার ছবির অভিনেতা এবং কলাকুশলীদের সম্মাননা জানানো হবে বলে জানা গিয়েছে ৷
KIFF 2024: সিনেমার উৎসবের সমাপ্তি লগ্ন উপস্থিত, শেষ বেলায় কোথায় কোন ছবি? - KIFF 2024
বুধবার ফিল্ম ফেস্টিভ্যালের শেষদিন ৷ রবীন্দ্র সদনে বসবে সমাপ্তি আসর ৷ তার আগে দেখে নেওয়া যাক শহরের বুকে কোথায় কোন সিনেমা দেখার সুযোগ থাকছে ৷
By ETV Bharat Entertainment Team
Published : Dec 11, 2024, 12:50 PM IST
এই বছর 2459টি ছবির নমিনেশনের মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে 175টি ছবিকে। এর মধ্যে প্রতিযোগিতার জন্য ছিল 42টি ফিচার ফিল্ম ও 30টি স্বল্পদৈর্ঘের ছবি ও তথ্যচিত্র। যে ছ’টি বিভাগে পুরস্কার দেওয়া হবে সেগুলি হলো আন্তর্জাতিক প্রতিযোগিতা, ভারতীয় ভাষার প্রতিযোগিতা, এশিয়ান সিলেক্ট, বেঙ্গলি প্যানোরামা, ভারতীয় শর্ট ফিল্ম ও ভারতীয় ডকুমেন্টরি। আজ অর্থাৎ বুধবার দেখার পালা কোন কোন ছবি পায় সেরার শিরোপা। তার আগে এদিন কোথায় কোন ছবি দেখানো হবে নজর দেওয়া যাক সেইদিকে ৷
নন্দন 1
দুপুর 2টো- ব্লিক সানডে আফটারনুনস
বিকেল সাড়ে 4টে- মার্সেলো মিও
সন্ধে 7টা- বেস্ট ফিল্ম- ইন্টারন্যাশনাল কম্পিটিশন
নন্দন 2
দুপুর 1:30 মিনিট - সাসপেন্ডেড টাইম
বিকেল 4টে- মটেল ডেস্টিনো
সন্ধে সাড়ে 6টা- বেস্ট ফিল্ম- কম্পিটিশন অফ ইন্ডিয়ান ল্যাঙ্গোয়েজ ফিল্মস
নন্দন 3
দুপুর 2টো- চিউয়িং, দ্য লাস্ট জেনারেশন, বাংলার শিল্পী গোষ্ঠীর ধারা প্রবাহ
বিকেল 5টা- দ্য ভেলভেট কুইন
শিশির মঞ্চ
সন্ধে 6:30টা- ফ্রান্স ডকুমেন্টরি ফিল্মস- আইসব্রেকার
নজরুল তীর্থ
দুপুর 1:30 মিনিট- আনডুয়িং টাইম (ইন্টারন্যাশনাল কম্পিটিশন)
বিকেল 4টে- বিটিং হার্টস
সন্ধে সাড়ে 6টা- দ্য রুম নেক্সট ডোর
নিউ এম্পায়ার
দুপুর 1:30 মিনিট- ডগ অন ট্রায়াল
রাধা স্টুডিও
দুপুর 1:30 মিনিট- পুতুলনামা
বিকেল 4টে- অ্যাবভ ওয়াটার
সন্ধে সাড়ে 6টা- দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো
রবীন্দ্র ওকাকুরা ভবন
দুপুর 1:30 মিনিট: ঢোলি
বিকেল 4টে- এভরিবডি লাভস তৌরা
সন্ধে সাড়ে 6টা- পার্থনোপ
নজরুল তীর্থ 2
দুপুর 2টো- ফ্যান্টোসমিয়া