কলকাতা, 15 জানুয়ারি: রাজ্যজুড়ে পাসপোর্ট জালিয়াতি-কাণ্ডে এবার রাষ্ট্রদ্রোহিতার যোগ খুঁজে পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । ইতিমধ্যেই পাসপোর্ট কেলেঙ্কারিতে ভবানীপুর থানায় দায়ের হওয়া এফআইআরের কপি এবং রাজ্য পুলিশের একাধিক থানায় অভিযোগের বিভিন্ন নথিপত্র সংগ্রহ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । পাশাপাশি পাসপোর্ট জালিয়াতি-কাণ্ডে প্রাথমিক অনুসন্ধানের কাজও শুরু করেছে ইডি ।
এই নিয়ে ইতিমধ্যেই সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডি আধিকারিকদের একটি বৈঠক হয়েছে বলে সূত্রের খবর । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানা গিয়েছে, আবার একটি ইডি কমিটির বৈঠক রয়েছে । ততদিন রাজ্যজুড়ে জাল পাসপোর্ট-কাণ্ডের প্রাথমিক অনুসন্ধানের কাজ চালিয়ে যে সকল তথ্য সামনে আসবে, তা পর্যালোচনা করা হবে ওই বৈঠকে । এরপরেই সিদ্ধান্ত নেওয়া হবে, কোন কোন ধারায় এফআইআরের মাধ্যমে পাকাপোক্তভাবে তদন্তে নামবে ইডি ।
এছাড়াও খতিয়ে দেখা হচ্ছে পাসপোর্ট জাল করে বিদেশে গিয়ে কেউ দেশবিরোধী কাজে লিপ্ত হয়েছে কি না ৷ শুধু রাষ্ট্রদ্রোহিতা নয়, বরং জাল পাসপোর্ট-কাণ্ডের লভ্যাংশের টাকা দিয়ে বেআইনি কার্যকলাপ হয়েছে বলে অনুমান করছে ইডি ৷ তাই বিদেশে সেই টাকা পাচার হয়েছে কি না, সেই বিষয়গুলিও খতিয়ে দেখছেন ইডির গোয়েন্দারা ।
জাল পাসপোর্ট-কাণ্ডের তদন্তে নেমে ইতিমধ্যেই কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তাদেরই এক প্রাক্তন সাব ইন্সপেক্টর । ইডি সূত্রের খবর, এখনও পর্যন্ত রাজ্যজুড়ে যত জন গ্রেফতার হয়েছেন তাঁদের নাম ঠিকানা-সহ একাধিক নথিপত্র স্থানীয় প্রশাসনের কাছ থেকে সংগ্রহ করেছে ইডি । তবে এই বিষয়ে লালবাজারের আধিকারিকরা কোনও প্রকারের মন্তব্য করতে চাননি । তবে ইডির তরফে জানা গিয়েছে, প্রয়োজনে সেই সকল গ্রেফতার হওয়া ব্যক্তিদের সঙ্গেও কথা বলবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ।
এছাড়াও অভিযোগ, স্থানীয় নেতা নেত্রীদের কথা একাধিক থানার পুলিশ আধিকারিকরা ভালোভাবে খতিয়ে না দেখেই রেশন ও আধার কার্ডের চুরি যাওয়ার ঘটনায় জিডি দায়ের করেছে । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের মতে, একবার এই জিডি হয়ে গেলেই তা ভাঙিয়ে অতি সহজেই নকল রেশন কার্ড ও আধার কার্ড বানিয়ে নেওয়া সম্ভব । এখানেই রাষ্ট্রদ্রোহিতার যোগ থাকতে পারে বলে সন্দেহ করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ।
উল্লেখ্য, গত বছরে ভবানীপুর থানায় প্রথম পাসপোর্ট জালিয়াতি-কাণ্ডের অভিযোগ দায়ের হয় । পরে রাজ্য পুলিশের অন্তর্গত বিভিন্ন থানায় পরপর অভিযোগ দায়ের হতে থাকে । এই ঘটনায় এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদের মাধ্যমে একাধিক তথ্য পেয়েছেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা । এবার জাল পাসপোর্ট-কাণ্ডে রাষ্ট্রদ্রোহিতা এবং জাল পাসপোর্টের মাধ্যমে কোটি কোটি টাকা বাইরের দেশে পাঠানোর অভিযোগে প্রাথমিক তদন্ত শুরু করেছে ইডি ।