মুম্বই, 26 নভেম্বর: বছর ঘুরলেও ক্যালেন্ডারের পাতায় আজকের দিনটা মনে করিয়ে দেয় মুম্বইয়ের ভয়ঙ্কর রাতের কথা ৷ রক্তমাখা শহরের কয়েকটা দিন কেটেছিল ভয়ে-আতঙ্কে ৷ 26/11 মুম্বই হামলার আজ 16 বছর ৷ প্রতিবছর এইদিন শহীদদের স্মরণ করা হয় ৷
আজকের দিনেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই দিনের ঘটনাকে কেন্দ্র করে সলমন খানের এক বিতর্কিত মন্তব্য ৷ ট্রাজিক মুহূর্ত নিয়ে 2010 সালে ভাইজান যা বলেছেন, তা আরও একবার ফিরে এসেছে নেটপাড়ায় ৷ 2010 সালে অভিনেতা মুম্বই অ্যাটাক নিয়ে এমন কিছু কথা বলেছিলেন যা ছিল অসংবেদনশীল ৷ পাকিস্তানি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে মুম্বই হামলায় পাকিস্তানকে 'ক্লিনচিট' দিয়েছিলেন সলমন ৷ তিনি সেই সাক্ষাৎকারে জানিয়েছিলেন, 26/11-এর ঘটনায় পাকিস্তান সরকারের কোনও ভূমিকা ছিল না ৷ সেই ভিডিয়ো আজকের দিনে ফের ভাইরাল হয়েছে ৷
সেই সাক্ষাৎকারে সলমনকে বলতে শোনা যায়, "26/11-র ঘটনা নিয়ে অত্যধিক আলোচনা করা হয়েছে ৷ কারণ সেখানে এলিট মানুষরা টার্গেটে ছিলেন ৷ হামলা ট্রেন এমনকী, ছোট শহরেও হয় ৷ কিন্তু কেউ সেই হামলা নিয়ে খুব বেশি কথা বলেন না ৷"
অভিনেতা আরও বলেন, "প্রত্যেকেই জানেন, এই ঘটনার পিছনে পাকিস্তান সরকারের কোনও হাত ছিল না ৷ এটা সন্ত্রাসবাদীদের হামলা ছিল ৷ তার থেকেও বড় বিষয়, আমাদের নিরাপত্তা ব্যবস্থা ফেল করেছিল ৷ এর আগেও একাধিকবার ভারতের ওপর হামলা হয়েছে সেখানে সবসময় পাকিস্তান ছিল না ৷ এই সময় আলোচনা হচ্ছে কারণ তা তাজ-এ হয়েছে ৷ ওবেরয় হোটেলেও হামলা হয়েছিল ৷ সকলে এর বিরুদ্ধে দাঁড়িয়েছিল ৷ এর আগেও বম্ব ব্লাস্ট হয়েছে ৷ বাসে-ট্রেনে বম্ব ব্লাস্ট হয়েছে ৷"
16 বছর পর সলমন খানের পুরনো সাক্ষাৎকারের সেই ভিডিয়ো আবার ভাইরাল হয়েছে নেটপাড়ায় ৷ ফের একবার নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন সলমন ৷ যদিও এই সাক্ষাৎকারের পরে এক্স হ্যান্ডেলে ক্ষমাও চেয়েছিলেন ভাইজান ৷
উল্লেখ্য, 2008 সালের 26 নভেম্বর লস্কর-ই-তৈবার 10 জন সন্ত্রাসবাদী মুম্বইয়ের একাধিক জায়গায় হামলা চালায় ৷ তাজ হোটেল, ওবেরয় ট্রিডেন্ট হোটেল, ছত্রপতি শিবাজী টার্মিনাস, লিওপোল্ড ক্যাফে, মুম্বই ছাবড হাউস, নারিমান হাউস, কামা হসপিটাল ও মেট্রো সিনেমায় হামলা চালানো হয় ৷ এই ঘটনায় প্রাণ যায় 166 জনের ৷ যার মধ্যে 20 জন ছিলেন পুলিশ আধিকারিক ৷ 26 জন বিদেশি ৷ আহত হয়েছিল 300-র বেশি মানুষ ৷