হায়দরাবাদ, 17 জুন: ঈদের দিন পরিবারের সঙ্গে নিজস্ব সময় কাটাতে ব্যস্ত সলমন খান ৷ এদিন সোশাল মিডিয়ায় তিনি একটি ছবি শেয়ার করেছেন, যা ভাইরাল নেটদুনিয়ায় ৷ সেই ছবির মধ্য দিয়েই সকল অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভাইজান ৷ পাশাপাশি, অ্যাটলীর সঙ্গে সলমনের পরবর্তী ছবি নিয়েও শুরু হয়েছে জল্পনা ৷
সলমন খানের বহু প্রতীক্ষীত ছবি 'সিকন্দর'-এর শুটিং শুরু হতে চলেছে 18 জুন থেকে ৷ এআর মুরুগাদোসের সঙ্গে জুটি বেঁধেছেন ভাইজান ৷ এই ছবির পাশাপাশি 'জওয়ান' খ্যাত পরিচালক অ্যাটলীর সঙ্গেও জুটি বাঁধবেন বলে খবর ছড়িয়েছে নেটপাড়ায় ৷ সূত্রের খবর, জওয়ান ছবির হাত ধরে বলিউডে ব্যাপক ছাপ ফেলেছেন অ্যাটলী ৷ শোনা যাচ্ছে, অ্যাটলীর পরবর্তী ছবি দক্ষিণী তারকা আল্লু অর্জুনের সঙ্গে হওয়ার কথা থাকলেও এই মুহূর্তে তা পিছিয়ে গিয়েছে ৷