মুম্বই, 6 ফেব্রুয়ারি: শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন ৷ সইফ আলি খানের ওপর হামলাকারীকে চিহ্নিত করলেন ঘটনার প্রত্যক্ষদর্শীরা ৷ বৃহস্পতিবারই সেই খবর সামনে এনেছে ৷ মুম্বই পুলিশের তরফে জানা গিয়েছে, শরিফুল ইসলাম শেহজাদকে শনাক্ত করেছেন অভিনেতা সইফের ওপর হামলার সময় উপস্থিত প্রত্যক্ষদর্শীরা ৷
এই মুহূর্তে আর্থার রোড সংশোধনাগারে বন্দি শরিফুল ৷ সেখানেই শনাক্তকরণ করা হয়েছে অভিযুক্তকে ৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে কড়া প্রমাণ রয়েছে ৷ তাঁদের দাবি সিসিটিভি ফুটেজের সঙ্গে অভিযুক্তের মুখের মিল ইতিমধ্যেই প্রমাণ হয়েছে ‘ফেশিয়াল রিকগনিশন টেস্ট’-এ।ফলে সইফের ওপর হামলাকারী যে শেহজাদ, তা প্রমাণ করা আরও সহজ হয়েছে ৷
জানা গিয়েছে, আদালতের নির্দেশ অনুসারে আর্থার রোড সংশোধনাগারের সিনিয়র জেলরের অফিসে একজন তহশিলদারের উপস্থিতিতে শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। উপস্থিত ছিলেন সইফ আলি খান ও করিনা কপুর খানের বাড়ির সহায়ক কর্মী আরিয়ামা ফিলিপ এবং জেহ্-র দেখভালের দায়িত্বপ্রাপ্ত আয়া জুনু। এই দুই মহিলাই ঘটনার রাতে শেহজাদকে দেখেছিলেন জেহ-র ঘরের বাইরে। 31 জানুয়ারি অভিযুক্তের ‘ফেশিয়াল রিকগনিশন টেস্ট’ সম্পন্ন করেছে মুম্বই পুলিশ ৷
এক পুলিশ আধিকারিক বলেন, "গ্রেফতার হওয়া অভিযুক্ত মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদের ফেসিয়াল রিকগনিশন টেস্ট পজিটিভ এসেছে ৷ সিসিটিভি ফুটেজে যে ব্যক্তিকে দেখা গিয়েছে সেই ব্যক্তিই আসলে শরিফুল তা পরীক্ষায় প্রমাণিত ৷" পুলিশের তরফে দাবি করা হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক তথ্যপ্রমাণ রয়েছে ৷ পাশাপাশি বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে শরিফুল ৷ মুম্বইয়ে আসার আগে কলকাতার বেশ কিছু জায়গায় কিছুদিন থেকেছে ৷ তারও সত্যতা প্রমাণিত হয়েছে ৷