পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

সাহিত্যে তিন বাঙালি কন্যার জয়, আকাদেমি পুরস্কারজয়ীদের তালিকায় উচ্ছ্বসিত বাংলার পাঠক - Sahitya Akademi Award - SAHITYA AKADEMI AWARD

Sahitya Akademi Announces Winners Name: 'দেরাজে হলুদ ফুল, গতজন্ম', বা 'মহীদাদুর অ্যান্টিডোট' গল্পের বই পড়েছেন? যদি না পড়ে থাকেন আজই সংগ্রহে রাখুন ৷ কারণ এই দুই বাঙালি কন্যা উজ্জ্বল করেছে বাংলার মুখ ৷ তালিকায় রয়েছেন বাংলার আরও এক লেখিকা ৷

Sahitya Akademi Awards
সাহিত্য আকাদেমি পুরস্কার (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 15, 2024, 8:26 PM IST

নয়াদিল্লি, 15 জুন: সাহিত্য আকাদেমি পুরস্কার পেলেন বাঙালি তিন নারী ৷ সুতপা চক্রবর্তী, দীপান্বিতা রায় ও নন্দিনী সেনগুপ্ত'র হাত ধরে সাহিত্যের বড় পুরস্কার এল বাংলায় ৷ শনিবার সাহিত্য আকাদেমির তরফ থেকে 23 জন যুব পুরস্কারজয়ী বিভিন্ন ভাষার লেখক-লেখিকাদের নাম ঘোষণা করা হয়েছে ৷ পাশাপাশি, 24 জন বাল সাহিত্য পুরস্কারজয়ীর তালিকাও সামনে আনা হয়েছে ৷ যদিও সংস্কৃতে যুব পুরস্কার কে পেয়েছেন, তা আকাদেমির তরফে পরে জানানো হবে বলে ঘোষণা করা হয়েছে ৷

সুতপা চক্রবর্তীর 'দেরাজে হলুদ ফুল, গতজন্ম', দীপান্বিতা রায়ের 'কিশোর কাহিনী সিরিজ মহীদাদুর অ্যান্টিডোট' ও নন্দিনী সেনগুপ্ত'র ছোটদের বই 'দ্য ব্লু হর্স অ্যান্ড আদার অ্যামেজিং অ্যানিমাল স্টোরিজ ফ্রম ইন্ডিয়ান হিস্ট্রি' সাহিত্য জগতে ছাপ ফেলেছে ৷ পাশাপাশি, সাহিত্য আকাদেমি জুরিতে যাঁরা রয়েছেন, তাঁদের মন জয় করে নিয়েছে বাঙালি কন্যাদের এই প্রয়াস ৷ ফলে সম্মানজনক এই পুরস্কারের ঘোষণা হতেই উচ্ছ্বসিত বাঙালি পাঠকরা ৷

এদিন সাহিত্য আকাদেমির তরফ থেকে একাধিক এক্স (টুইট) বার্তায়, জয়ী সাহিত্যিক, কবি ও লেখকদের নাম ঘোষণা করা হয়েছে ৷ বলা হয়েছে, "সাহিত্য আকাদেমির কার্যনির্বাহী বোর্ডের সভাপতি শ্রীমাধব কৌশিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় 23 জন লেখককে নির্বাচন করা হয়েছে ৷ যাঁরা সংশ্লিষ্ট ভাষায় তিনজন সদস্যের সমন্বয়ে গঠিত জুরির করা সুপারিশের ভিত্তিতে নিয়ম মেনে নির্বাচিত হয়েছেন ৷ কে বৈশালীকে তাঁর স্মৃতিকথা বা আত্মজীবনী 'হোমলেস: গ্রোয়িং আপ লেসবিয়ান অ্যান্ড ডিসলেক্সিক ইন ইন্ডিয়া'র জন্য সম্মানিত করা হবে ৷ গৌরব পাণ্ডে তাঁর কবিতা সংকলন "স্মৃতিও কে বিচ ঘিরি হ্যায় পৃথ্বী'র জন্য সম্মানজনক পুরস্কার পেয়েছেন ৷"

যুব পুরস্কার প্রদান করা হয়েছে 10টি কবিতার বই, সাতটি ছোটগল্পের সংকলন, দু'টি প্রবন্ধ এবং একটি প্রবন্ধের সংকলন, একটি উপন্যাস, একটি গজলের বই এবং একটি আত্মজীবনীমূলক বইয়ের জন্য। যুব পুরস্কারের অন্য বিজয়ীরা হলেন নয়নজ্যোতি শর্মা (অসমীয়া), সুতপা চক্রবর্তী (বাঙালি), হিনা চৌধুরী (ডোগরি) ৷ রয়েছেন রিঙ্কু রাঠোড় (গুজরাতি), শ্রুতি বি আর (কন্নড়), মোহাম্মদ আশরাফ জিয়া (কাশ্মীরি), অদ্বৈত সালগাঁওকর (কোঙ্কানি), রিঙ্কি ঝা ঋষিকা (মৈথিলি), এবং শ্যামকৃষ্ণান আর (মালয়ালম) ৷ যুব পুরস্কারের আরও বিজয়ীরা হলেন অঞ্জন কর্মকার (সাঁওতালি), গীতা প্রদীপ রূপানি (সিন্ধি), লোকেশ রঘুরামন (তামিল), রমেশ কার্তিক নায়ক (তেলেগু) এবং জাভেদ আম্বার মিসবাহি (উর্দু) ৷ যুব পুরস্কারজয়ীদের হাতে স্মারকের পাশাপাশি 50 হাজার টাকার চেক তুলে দেওয়া হবে ৷

বাল সাহিত্য পুরস্কার পাচ্ছেন ইংরেজি লেখিকা নন্দিনী সেনগুপ্ত ও দেবেন্দর কুমার ৷ 'দ্য ব্লু হর্স অ্যান্ড আদার অ্যামেজিং অ্যানিমাল স্টোরিজ ফ্রম ইন্ডিয়ান হিস্ট্রি'র জন্য পুরস্কার পাচ্ছেন নন্দিনী ৷ পাশাপাশি দেবেন্দর কুমারের ছোটদের গল্পের সংকলন '৫১ বাল কাহানিয়াঁ'- পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে। মোট সাতটি উপন্যাস, ছয়টি কবিতার বই, চারটি গল্প, পাঁচটি ছোটগল্প, একটি নাটক এবং একটি ঐতিহাসিক কথাসাহিত্যের জন্য বাল সাহিত্য পুরস্কার দেওয়া হয়েছে।

জয়ীদের মধ্যে রয়েছেন, রঞ্জু হাজারিকা (অসমিয়া), দীপান্বিতা রায় (বাঙালি), বির্গিন জেকোভা মাচাহারি (বোড়ো), বিশান সিং 'দরদি' (ডোগরি), গিরা পিনাকিন ভট্ট (গুজরাতি) এবং কৃষ্ণমূর্তি বিলিগেরে (কন্নড়) ৷ মুজাফ্ফর হুসেন দিলবর (কাশ্মীরি), হর্ষ সদগুরু শেত্যে (কোঙ্কনি), নারায়ঙ্গী (মৈথিলি), উন্নি আম্মায়ম্বলাম (মালয়ালম), ক্ষেত্রমায়ুন সুবাদানি (মণিপুরি), ভারত সাসানে (মারাঠি), বসন্ত থাপা (নেপালি) এবং মানস রঞ্জন সামল (ওড়িয়া) ৷ সাহিত্য পুরস্কারজয়ীদের হাতেও তুলে দেওয়া হবে 50 হাজার টাকার চেক-সহ স্মারক ৷ কবে পুরস্কার হাতে তুলে দেওয়া হবে তা পরবর্তী ঘোষণায় জানাবে সাহিত্য আকাদেমি ৷

ABOUT THE AUTHOR

...view details