পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

পুজোয় 'তোমার জন্য পাহাড়ের গান' আনলেন রূপঙ্কর - Durga Puja Song

Rupankar Bagchi Releases Durga Puja Song: এবারের দুর্গাপুজোর গান প্রকাশ করলেন রূপঙ্কর বাগচী ৷ এবার তাঁর উপহার 'তোমার জন্য পাহাড়ের গান'৷

ETV BHARAT
পুজোয় 'তোমার জন্য পাহাড়ের গান' আনলেন রূপঙ্কর (নিজস্ব চিত্র)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 29, 2024, 11:57 AM IST

কলকাতা, 29 সেপ্টেম্বর:সামনেই শারদোৎসব । আরজি কর-কাণ্ডের প্রতিবাদের মাঝেই শহরে চলছে বাঙালির সবচেয়ে বড় উৎসবের শেষ লগ্নের প্রস্তুতি । শহরে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে । পুজো আসবে আর পুজোর গান আসবে না, তা তো হয় না । রূপঙ্কর বাগচী নিয়ে এলেন তাঁর পুজোর গান । জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী এবার পুজোয় প্রকাশ করলেন পাহাড়ের গান ।

27 সেপ্টেম্বর গিয়েছে বিশ্ব পর্যটন দিবস ৷ আর সেই সেদিনই তিনি নিয়ে এলেন 'তোমার জন্য পাহাড়ের গান'। গানের সুরকার ও গীতিকার সুদীপ্ত চন্দ । গান প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপঙ্কর বাগচী, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, সিধু, সুরজিৎ কালা, সুনীল প্রামাণিক, সুদীপ্ত চন্দ, দেবাশিস বসু । পুজোর ছুটিতে পাহাড়ে ঘুরতে যাওয়া বাঙালির এবার উপরি পাওনা রূপঙ্করের কণ্ঠে পাহাড়ের গান ।

প্রসঙ্গত, পাহাড় রূপঙ্করেরও খুব প্রিয় । সুযোগ পেলেই পরিবার নিয়ে চলে যান ঘুরতে । তাঁর এবারের পুজোর গান নিয়ে রূপঙ্কর বলেন, "অনেকদিন পর একটা অন্য রকমের গান গাইলাম । গানটা শুনতে শুনতে মনে মনে ঘুরতে বেড়িয়ে পড়া যায় । খুব সুন্দর গান হয়েছে । সুদীপ্ত এর আগেও গান বানিয়েছেন আমার জন্য । ওঁর সঙ্গে অনেক কাজই আগে করেছি । তবে এই গানটা খুব সুন্দর লিখেছেন ও সহজ, সরল সুর । আশা করি এই ট্রাভেল সংটা সবার ভালো লাগবে ।"

সুদীপ্ত চন্দ বলেন, "এটা আমাদের পুজোর গান । পাহাড়ে বেড়াতে যেতে যাঁরা ভালোবাসেন, বিশেষ করে এই গানে তাঁরা পাহাড়ে ঘুরতে যাওয়ার আমেজ পাবেন ।" মিউজিক ভিডিয়ো নির্দেশনায় সুদীপ্ত স্বয়ং । গানটা নিবেদন করেছেন সুরজিৎ কালা, সুনীল প্রামাণিক । সঙ্গীত আয়োজনে শুভঙ্কর চট্টোপাধ্যায়, আদিত্য ঘোষাল । সিনেমাটোগ্রাফি সৌরভ বন্দ্যোপাধ্যায় এবং হাবিবের ।

ABOUT THE AUTHOR

...view details