কলকাতা, 9 ফেব্রুয়ারি: জ্বরে কাবু অভিনেত্রী রুক্মিণী মৈত্র । ভর্তি রয়েছেন শহরের এক বেসরকারি হাসপাতালে । চলছে স্যালাইন । হাসপাতালের কেবিন থেকে নিজের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী ৷ তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন বিনোদিনীর পরিচালক ।
গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি অভিনেত্রী রুক্মিণী মৈত্র । সূত্রের খবর, কয়েকদিন আগে থেকেই জ্বরে কাবু রামকমল মুখোপাধ্যায়ের বিনোদিনী । সদ্য মুক্তি পেয়েছে রুক্মিণী মৈত্র অভিনীত রামকমল মুখোপাধ্যায়ের পরিচালনায় বাংলা ছবি 'বিনোদিনী-একটি নটীর উপাখ্যান'। আর তার প্রচারে প্রতিদিন নানা জায়গায় ঘুরেছেন অভিনেত্রী । প্রচণ্ড ঠাণ্ডা থেকে হঠাৎ গরম, রোদ, মেঘ তোয়াক্কা না করে ছুটে গিয়েছেন পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণে । গিয়েছেন মুম্বইতেও । অত্যধিক ধকলের পরই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে ৷
হাসপাতালের বেড থেকে ছবি পোস্ট করলেন রুক্মিণী মৈত্র (চিত্র: সোশাল মিডিয়া) শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৷ বর্তমানে বেসরকারি হাসপাতালের কেবিনে শুয়ে রয়েছেন অভিনেত্রী । স্যালাইন চলছে তাঁর । তাঁকে মনের জোর দিয়ে পরিচালক রামকমল সামাজিক মাধ্যমে লিখেছেন, "রুক্মিণী তুমি একজন ফাইটার, আমাদের ছবির এই সংলাপটা মনে আছে তো, এই জেদটা কোনওদিন ছাড়িস নে…হরি গুরু, গুরু হরি !"
ওদিকে রুক্মিণীও হাসপাতালের কেবিন থেকে নিজের ছবি সামাজিক মাধ্যমে দিয়ে লেখেন, "হাল ছাড়ছি না, লড়াই চলছে ।" তবে এই ছবি দেখেই বিনোদিনীকে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন তাঁর অনুরাগীরা । অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করছেন তাঁর ভক্তকূল ।
বিনোদিনীকে ভালোবেসেছে দর্শক । রামকমলও বলেছেন, "রুক্মিণী ছাড়া বিনোদিনী আর কে হতেন ? বিনোদিনী দেবী একজন স্পষ্টবক্তা, স্বতন্ত্র নারী ছিলেন । সেই সময়ে দাঁড়িয়ে উনি অনেক কিছুর পরিবর্তন করেছেন । রুক্মিণীও স্পষ্টবাদী, সাহিত্যপ্রেমী, গানটা বোঝে, শিক্ষা আছে । বিনোদিনী ওর মধ্যে ছিলই । তাই রুক্মিণীই বিনোদিনী হয়েছে এই ছবিতে ।"