পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'চ্যাপলিন-ভিঞ্চিদাকে সিস্টেম সময় দেয়নি!' টলিউডের কোন মুখোশ কৌশিককে দেখালেন রুদ্রনীল ? - RUDRANIL GHOSH ON KAUSHIK GANGULY

'দু-একটা মিথ্যে বিশ্বাসে আটকে নয় কি ভয়ের পরিবেশ নিয়ে?' টলিউডে কাজ পাওয়া নিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায়কে কী উত্তর দিলেন রুদ্রনীল ঘোষ ?

Kaushik Ganguly-Rudranil Ghosh
টলিউডের কোন মুখোশ কৌশিককে দেখালেন রুদ্রনীল ? (ফাইল ছবি)

By ETV Bharat Entertainment Team

Published : Jan 7, 2025, 3:07 PM IST

হায়দরাবাদ, 7 জানুয়ারি: একটা সময়ে রুদ্রনীল ঘোষ অভিযোগ তুলেছিলেন, রাজনীতির আঙিনা পরিবর্তন করায় তিনি নাকি কাজ পাচ্ছেন না ৷ এরপর অনেকটাই সময় পার হয়েছে ৷ এখন কম-বেশি বেশ কিছু ছবিতে কাজ করছেন রুদ্রনীল ৷ কিন্তু অভিনেতার জন্মদিনে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পোস্ট দাগ কাটল অনুরাগীদের মনে ৷

রুদ্রনীলকে নিয়ে কি আজও টলিউডের অন্দরে কোনও অলিখিত সমস্যা রয়েছে ? কারণ পরিচালকের পোস্টে অভিনেতার উত্তর যেন কিছুটা সেই দিকই নির্দেশ করছে ৷ আসলে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক অভিনেতা রুদ্রনীল ঘোষের ৷ 'কেদারা' বা 'খাদ'-এর মতো সিনেমায় কখনও পরিচালক হিসাবে আবার কখনও সহ-অভিনেতা হিসাবে রুদ্রর সঙ্গে কাজ করেছেন কৌশিক ৷

নিজে জাত অভিনেতা হয়ে কৌশিক জানেন রুদ্রনীলের মধ্যে কতটা গুণ রয়েছে ৷ আর তাই তাঁর জন্মদিনে পরিচালক অনরোধ জানালেন অভিনেতা হিসাবে কাজে আরও সময় দেওয়ার জন্য ৷ কৌশিক লেখেন, "শুভ জন্মদিন রুদ্র। তোর নেমন্তন্ন পেয়ে রাত হলেও পৌঁছে গেছিলাম সেই সতীর্থের সাথে দেখা করতে যার সাথে আমার ছোট পর্দা থেকে বড় পর্দায় দীর্ঘ এক সম্পর্ক!"

এরপর পরিচালক লেখেন, "খাদের এই ছবিটা পেলাম। বিনোদনের ভার আমরা মন দিয়ে যেন এভাবেই বহন করে নিয়ে যেতে পারি। তুই অভিনয় ও রাজনীতির দুই জগতে ব্যস্ত মানুষ হলেও প্রাথমিকভাবে আমার কাছে তুই আজও সেই ছিপছিপে রসিক নবাগত এক গুনী অভিনেতা, যে নিজের জীবনটা শূন্য থেকে শুরু করেছিল। ভালো থাক রুডি, অভিনেতা রুদ্রনীলকে আরও সময় দে প্লিজ ৷"

'গুরু'র এই পোস্টের নীচে মন্তব্যও করেন 'শিষ্য' রুদ্রনীল ৷ তারপরেই একটা কঠিন প্রশ্ন তোলেন ৷ অভিনেতা লেখেন, "ধন্যবাদ দাদা। আমি তো দিতেই চেয়েছি। কিন্তু চ্যাপলিন ভিঞ্চিদাকে সিস্টেম সময় দেয়নি যে ! 99% পরিচালক প্রযোজক বলতে পারবেন না যে রুদ্রনীলকে কাস্ট করেছিলাম,ডেট দেয়নি। সিস্টেমগুলো কোন দু-একটা মিথ্যে বিশ্বাসে আটকে নয় কি ভয়ের পরিবেশ নিয়ে? আমার আশা অনেক ভুল ধারণা বা বিশ্বাস মুক্ত হবে দ্রুত।"

একদিন আগেই জন্মদিন গিয়েছে অভিনেতা রুদ্রনীল ঘোষের ৷ অনেকেই তাঁকে শুভেচ্ছা-অভিনন্দন জানিয়েছেন ৷ কিন্তু পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের একজন দাদা হয়ে ইন্ডাস্ট্রির ভাইয়ের প্রতি যে অনুরাগ, যে ভালোবাসা দেখিয়েছেন তা মুগ্ধ করেছে নেটিজেনদের ৷ পাশাপাশি, টলিউড ইন্ডাস্ট্রিতে ভয়ের পরিবেশ নিয়ে ফের একবার প্রশ্ন তুললেন রুদ্রনীল ঘোষ ৷

ABOUT THE AUTHOR

...view details