পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

প্রকাশ্যে 'সিংঘম এগেইন' ট্রেলার, ধুন্ধুমার অ্যাকশনে মজে নেটপাড়া - singam Again trailer out - SINGAM AGAIN TRAILER OUT

Singham Again Trailer: কথা রাখলেন রোহিত শেঠ্ঠী ৷ ধুন্ধুমার অ্যাকশন ও মশালাদার সংলাপে জমে গেল 'সিংঘম এগেইন' ট্রেলার ৷

Singham Again Trailer
'সিংঘম এগেইন' ট্রেলার (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Oct 7, 2024, 1:55 PM IST

হায়দরাবাদ, 7 অক্টোবর: চলল গুলি, উলটালো একের পর এক গাড়ি ৷ শত্রুদের উপর থাবা বসালেন সিংঘম ৷ প্রত্যেকবারের মতো এবার পরিচালক রোহিত শেঠ্ঠীর কপ ইউনিভার্সের নতুন সংযোজন সিংঘম এগেইন ঝড় তুলল নেটপাড়ায় ৷ 4 মিনিটের ট্রেলারে নজর কাড়লেন প্রত্যেক তারকা ৷

নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে একঝাঁক তারকাদের উপস্থিতিতে সামনে আনা হল 'মোস্ট ওয়ান্টেড' ট্রেলার ৷ অ্যাকশনে ভরপুর পাওয়ার প্যাকড ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন, করীনা কাপুর খান, টাইগার শ্রফ, অর্জুন কাপুর, জ্যাকি শ্রফ, রণবীর সিং ও অক্ষয় কুমার ৷

চলতি বছর দিওয়ালিতে মুক্তি পাবে 'সিংঘম এগেইন' ৷ শেঠ্ঠীর কপ ইউনিভার্সের একের পর এক ছবি ব্লকব্লাস্টার হিট করার পর আশা করা যায়, পর্দায় এই ছবি ঝড় তুলবে ৷ এর আগে 2021 সালে মুক্তি পেয়েছে রোহিত শেঠ্ঠীর 'সূর্যবংশী' ৷ মুখ্যচরিত্রে দেখা যায় অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফকে ৷

ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে নজর কাড়েন রণবীর সিং, করিনা কাপুর খান, অর্জুন কাপুর-সহ অনান্য তারকারা ৷ এদিন রণবীর পাপারাৎজিদের সামনে পোজ দেওয়ার আগে পোস্টারে দীপিকা দেখে মজাদার অঙ্গভঙ্গি করেন ৷ যা ভাইরাল নেটপাড়ায় ৷ অন্যদিকে, অনুষ্ঠানে যখন অজয় দেবগণ আসেন তখন তাঁর লুক ছিল চোখে পড়ার মতো ৷ সাদা রঙের অফ শোল্ডারে নজরে কাড়েন করিনা ৷ প্রথমবার রোহিত শেঠ্ঠীর কপ ইউনিভার্সে খাতা খুললেন অভিনেতা টাইগার শ্রফ ৷ এদিন অনুষ্ঠানে তাঁর উপস্থিতিও ছিল স্টাইলিশ ও ফ্যাশনেবল ৷

এদিন ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে বসেছিল তারকাদের হাট ৷ ট্রেলার সামনে আসতেই বাড়তে থাকে ভিউয়ার সংখ্যা ৷ নিমেষে ভিউয়ার সংখ্যা পৌঁছে যায় লাখের ঘরে ৷

ABOUT THE AUTHOR

...view details