পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

দিদিমা সুচিত্রা সেনের ছবি দেখে নস্ট্যালজিক রিয়া, আরও কাজ চান বাংলায় - Riya Sen - RIYA SEN

Riya Sen in Kolkata: মহানায়িকা সুচিত্রা সেনের জন্মবার্ষিকীতে কলকাতার আইসিসিআর-এ বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন সুচিত্রা কন্যা মুনমুন সেন ও নাতনি রিয়া সেন ৷ দিদিমার ছবি দেখে নস্ট্যাসজিক রিয়া ৷

Riya Sen in Kolkata
বাংলা ছবিতে কাজ করতে চান রিয়া

By ETV Bharat Bangla Team

Published : Apr 7, 2024, 4:40 PM IST

Updated : Apr 7, 2024, 5:09 PM IST

কলকাতায় রিয়া সেন

কলকাতা, 7 এপ্রিল: তিনি মহানায়িকার নাতনি। দিদিমা সুচিlত্রা সেনের জন্মদিনে শহরে এসেছিলেন। তবে, একা নয় স্বামী শিবমকে সঙ্গে নিয়ে। আর তাঁর হাত ধরেই দিদিমার জন্মদিনে আইসিসিআর-এ পা রাখেন মুনমুন কন্যা। সেখানে 'সুচিত্রা' শীর্ষক প্রদর্শনী দেখে আনন্দিত রিয়া। শিবম তিওয়ারিকে ঘুরে ঘুরে দেখান মহানায়িকার বিভিন্ন ছবি।

রিয়ার স্বভাব মহানায়িকার মতোই। এমনটাই জানিয়েছেন মুনমুন। রিয়ার আজও মনে পড়ে দিদিমার সঙ্গে কাটানো নানা মুহূর্ত। তাঁর মতে, প্রত্যেকটা মুহূর্তই স্পেশাল। তিনি বলেন "আমি প্রথমবার দেখছি দিদার ছবির পোস্টার কালেকশন ৷ এখানে এসে ভালো লাগছে ৷ বাংলা ছবিতে যদি কোনও ভালো অফার আসে নিশ্চয় করব ৷"একসঙ্গে আড্ডা থেকে দিদাকে জড়িয়ে থাকা সব স্মৃতিই আজও টাটকা তাঁর কাছে।

নায়িকা হিসেবে রিয়ার খ্যাতি কম নয়। বাংলা, হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম ভাষায় অভিনয় করেছেন। মাত্র পাঁচ বছর বয়সে হিন্দি ছবি 'বিষকন্যা'তে অভিনয় করেন শিশু শিল্পী হিসেবে। বাংলা ছবির তালিকায় রয়েছে 'মনে পড়ে তোমাকে', 'নৌকাডুবি', 'রোগা হওয়ার সহজ উপায়', 'কলকাতা কলিং' 'আবহমান'-এর মতো ভালো কাজ ৷ সাম্প্রতিককালে কোনও বাংলা ছবিতে অভিনয় করতে দেখা যায়নি তাঁকে।

রিয়া সেন বরাবরই বেছে সিনেমা করতে পছন্দ করেন ৷ 2000 সালে তামিল ছবি 'তাজমহল'-এ অভিনয় করেন তিনি ৷ বলিউডে পা রাখেন 2001 সালে ন চন্দ্রার ছবি স্টাইল দিয়ে ৷ এর আগে তিনি অক্ষয় খান্নার বিপরীতে 'লাভ ইউ হামেশা'-তে অভিনয় করেন ৷ তবে সেই ছবি অনেক দেরিতে মুক্তি পায় ৷ 'ঝংকার বিটস' ছবি রিয়া সেনকে আলাদা পরিচিতি এনে দেয় ৷ এরপরেই হিন্দির পাশাপাশি দক্ষিণী ছবিতে অভিনয়ের মাধ্যমে রিয়া সেন নিজস্ব জায়গা তৈরি করে নেন ৷

Last Updated : Apr 7, 2024, 5:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details