কলকাতা, 30 মে: রেশন দুর্নীতি কাণ্ডে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী 5 জুন টলি অভিনেত্রীকে সল্টলেক সিজিও কমপ্লেক্সে হাজিরর নির্দেশ দেওয়া হয়েছে । তবে এটাই প্রথম নয় ৷ এর আগে 2019 রোজভ্যালি চিটফান্ড কান্ডে ইডি'র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় টলিপাড়ার অভিনেত্রীকে ৷ তবে ইডির নোটিসের বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঋতুপর্ণার তরফে।
ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতি মামলার একাধিক তথ্য প্রমাণ এবং একাধিক অভিযুক্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে তদন্তকারীরা ঋতুপর্ণা সেনগুপ্তের নাম পেয়েছেন। সেই সব লেনদেনের সঙ্গে অভিনেত্রীর যোগসূত্র কী, তা জানতেই টলিপাড়ার ব্যস্ত অভিনেত্রীকে ডাকা হয়েছে ৷ জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরে অভিনেত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়েছে ইডির হাতে আসা অভিযুক্তদের অ্যাকাউন্ট থেকে ৷
রোজভ্যালি থেকে লাভবান লকেট ! ইডিতে অভিযোগ তৃণমূলের, পালটা চ্যালেঞ্জ সাংসদের
এছাড়াও আধিকারিকদের দাবি, রেশন দুর্নীতি কাণ্ডে একাধিক অভিযুক্তের সঙ্গে ভিন্ন সময় যোগাযোগ রেখেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ফলে এই বিষয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর জানার জন্যই সল্টলেক সিজিও কমপ্লেক্সে অভিনেত্রী ডেকে পাঠিয়েছে ইডি। রেশন দুর্নীতি কাণ্ডের তদন্ত নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা প্রথমে উত্তর 24 পরগনার বাকিবুর রহমান নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ জোগাড়ের পর দুর্নীতি কাণ্ডে উঠে আসে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। এরপর গ্রেফতার হন তিনিও ৷
ঘটনার তদন্তে উঠে আসে সন্দেশখালির শেখ শাহাজাহানেরও নামও। 5 জানুয়ারি ন্যাজাট থানার অন্তর্গত সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান করতে যায় ইডি। সেই সময় শাহজাহানের অনুগামীরা কেন্দ্রীয় তদন্তকারীদের উপর হামলা চালায় বলে অভিযোগ। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি ৷ গ্রেফতার হয় শেখ শাহজাহান ৷ এখন এবার তদন্তে নতুন নাম হিসাবে উঠে এল ঋতুপর্ণা সেনগুপ্তের নাম ৷
রাজনৈতিক প্রভাব খাটিয়ে 261 কোটির মালিক শেখ শাহজাহান! চার্জশিটে দাবি ইডির