পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

অমিতাভকে নিয়ে মনের কথা প্রকাশ্যে আনলেন রেখা, বললেন 'আমার মনে আছে...' - REKHA ON AMITABH BACHCHAN

আগামী সপ্তাহে কপিল শর্মার শোয়ে অতিথি হয়ে আসছেন রেখা ৷ অমিতাভ বচ্চনকে নিয়ে খুল্লাম খুল্লা কথা অভিনেত্রীর ৷ ভাইরাল ভিডিয়ো ৷

Rekha Reveals Her Love for Amitabh Bachchan KBC
রেখা-অমিতাভ বচ্চন (এএনআই)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 2, 2024, 1:44 PM IST

হায়দরাবাদ, 2 ডিসেম্বর:'দিল চিজ ক্যায়া হ্যায় আপ মেরি জান লিজিয়ে...' রূপ ও অভিনয়ে যে তারকা আজও দর্শক মনে রাজ করছেন তিনি রেখা ৷ আগামী সপ্তাহে 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'য়ে-অতিথি হয়ে মঞ্চে আলো ছড়াতে আসছেন বলিউডের উমরাওজান রেখা ৷ অনুষ্ঠানের ছোট্ট ঝলকে ধরা পড়েছে অমিতাভ বচ্চনের গেম শো 'কৌন বনেগা ক্রোড়পতি' (কেবিসি)-তে রেখার অভিজ্ঞতার কথা ৷

হিন্দি সিনেমা জগতে এই জুটি উপহার দিয়েছে একাধিক হিট ছবি ৷ শুধু তাই নয়, বিগবি ও তাঁর শোয়ের প্রতি রেখার ভালোবাসাও এই ঝলকে ধরা পড়েছে ৷ পাশাপাশি, রেখা-অমিতাভ বচ্চন, যে নামের সঙ্গে জুড়ে রয়েছে দর্শকদের হাজারো কৌতুহল ৷ নামের সঙ্গে জুড়ে রয়েছে অনেক বিতর্কও ৷ এবার কি সেই সব প্রশ্নেরও উত্তর দেবেন রেখা কপিলের শোয়ে? আগ্রহী হচ্ছেন অনুরাগীরা ৷

অমিতাভের সঙ্গে রেখা একাধিক আইকনিক ছবিতে কাজ করেছেন ৷ তিনি অনুষ্ঠানে জানান, কেবিসি দেখতে তিনি ভীষণ পছন্দ করেন ৷ শোয়ের ঝলকে ধরা পড়েছে কপিল শর্মা অমিতাভ বচ্চনের মিমিক্রি করছেন কেবিসির শো অনুকরণ করে ৷ প্রশ্ন করেন "দেবী জি, কি খেয়ে জন্ম দিয়েছেন?" সঙ্গে সঙ্গে রেখা উত্তর দেন, "ডাল-রুটি ৷" এরপর রেখা বলেন, "আমাকে প্রশ্ন করুন না, এক একটা সংলাপ মনে রয়েছে ৷" এই দেখে স্পষ্ট অমিতাভ বচ্চন ও তাঁর শোয়ের প্রতি রেখার ভালোবাসা কীরকম ৷

রেখা-অমিতাভ একসঙ্গে 9টি ছবিতে কাজ করেছেন ৷ তার মধ্যে উল্লেখ্যযোগ্য, 'দো আনজানে' (1976), 'আলাপ' (1977), 'মুকাদ্দর কা সিকন্দর' (1978) ও 'মিঃ নটবরলাল' (1979) ৷ তাঁদের অনস্ক্রিন উপস্থিতি বলিউডে চর্চার অন্যতম বিষয় ছিল ৷ সাত-আটের দশকে জুটির সিজলিং কেমিস্ট্রি অনস্ক্রিন-অফস্ক্রিন প্রেমের গুজবে ঘি ঢেলেছিল ৷ এরপর 1981-এ মুক্তি পায় যশ চোপড়া পরিচালিত 'সিলসিলা' ৷ আইকনিক ছবি হিসাবে বলিউডে যা আজও জায়গা দখল করে রেখেছে ৷ রেখা-জয়া বচ্চন-অমিতাভ বচ্চনের মধ্যে ত্রিকোণ প্রেমের কাহিনী ধরা পড়ে ছবির মাধ্যমে ৷ সেই সময় শোনা গিয়েছিল, আসলে কোথাও না কোথাও, তিন তারকার জীবন ধরা পড়েছে ছবির গল্পে ৷

তারপর এই জুটিকে আর দেখা যায়নি একসঙ্গে ৷ তবে রেখা-অমিতাভের ভালোবাসার কাহিনী নিয়ে নানা কথা আজও শোনা যায় দর্শকদের মুখে মুখে ৷ যার সত্যতা জানেন না কেউই ৷ অন্যদিকে 2000 সাল থেকে 'কৌন বনেগা ক্রোড়পতি' রিয়েলিটি শো সঞ্চালনা করে আসছেন অমিতাভ বচ্চন ৷ বর্তমানে 16তম সিজনেও এই শো সমান জনপ্রিয় দর্শক দরবারে ৷

ABOUT THE AUTHOR

...view details