পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

মুক্তির 10 দিনেই বাজিমাত ! 500 কোটির গণ্ডি পেরল রাজকুমার-শ্রদ্ধার 'স্ত্রী 2' - Stree 2 Box Office Collection - STREE 2 BOX OFFICE COLLECTION

Stree 2 in 500 Crore Club: রেকর্ড-ব্রেকিং সাফল্য ৷ মুক্তির 10 দিনে বিশ্বব্যাপী 500 কোটি টাকার বেশি আয় করে ফেলল রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত 'স্ত্রী 2' ৷ ভারতে কেবল ব্যবসা করেছে 426 কোটি টাকা ৷

Record Breaking Success of Stree 2
500 কোটি টাকার ব্যবসা করল 'স্ত্রী 2' সিনেমা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2024, 8:32 PM IST

Updated : Aug 25, 2024, 8:42 PM IST

হায়দরাবাদ, 25 অগস্ট: 'পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত' ৷ মুক্তির পর সবে 10 দিন ব্যবসা করেছে ৷ আর তাতেই বাজিমাত 'স্ত্রী 2'র ৷ বক্স অফিসে 500 কোটির গণ্ডি পেরল রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত এই সিনেমা ৷ যা মাইলফলক বলাই চলে ৷

রবিবার ম্যাডক ফিল্মস ঘোষণা করেছে, আয়ের নিরিখে বিশ্বব্যাপী ছবিটি 500 কোটি টাকা ছাড়িয়েছে । আর এই খবর সামনে আসতেই উদযাপনে মেতেছেন 'স্ত্রী 2' ছবির কলাকুশলীরা ৷ শ্রদ্ধা কাপুর ইনস্টাগ্রামে পোস্টে সকল দর্শককে ধন্যবাদ জানিয়েছেন ৷ তিনি লেখেন,"বিশ্বব্যাপী 500 কোটির ব্যবসা করেছে 'স্ত্রী 2' ৷ ছবির এই সাফল্যে বাক্যহারা ৷"

ছবির নির্মাতারাও এই সাফল্যকে উপভোগ করছেন ৷ তারা সোশাল মিডিয়ায় লেখে, "মুক্তির পর দ্বিতীয় শনিবারে সবচেয়ে বেশি ব্যবসা করে ইতিহাস তৈরি করেছে স্ত্রী 2 ৷ শনিবারের আয়ের সব রেকর্ড ভেঙে দিয়েছে ৷ আপনাদের ভালবাসা এবং সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ । এখনই আপনারা টিকিট বুক করুন এবং ছবিটি দেখে আসুন ৷"

হরর-কমেডি প্রেক্ষাগৃহে মাত্র 10 দিনে বিশ্বব্যাপী 505 কোটি টাকা আয় করেছে । ভারতে কেবল আয় হয়েছে 426 কোটি টাকা এবং বিদেশী বাজার থেকে 78.5 কোটি টাকা নিজের ঝুলিতে ভরেছে 'স্ত্রী 2' ৷ দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে সিনেমাটি এখনও পর্যন্ত ভালো ব্যবসা করেছে । দ্বিতীয় শনিবারে 33 কোটি টাকা আয় করেছে 'স্ত্রী 2' ৷

2018 সালে মুক্তি পেয়েছিল স্ত্রী ৷ ছবির দ্বিতীয় সিক্যুয়েল রিলিজের অপেক্ষায় ছিল ভক্তকূল ৷ চলতি বছরের 15 অগস্ট মুক্তি পায় 'স্ত্রী 2' ৷ অমর কৌশিক পরিচালিত 'স্ত্রী 2' মুক্তির সঙ্গে সঙ্গে বক্স অফিসে ঝড় তোলে ৷ এই ফিল্মটিতে রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুরের পাশাপাশি রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পঙ্কজ ত্রিপাঠী এবং অপরশক্তি খুরানার মতো অভিনেতারা ৷

প্রথম ছবির গল্পকেই এগিয়ে নিয়ে গিয়েছে 'স্ত্রী 2' সিক্যুয়েল ৷ তবে তার সঙ্গে এই ছবিতে নতুন অনেক কিছু রয়েছে ৷ যা ভয় ও মজাদার পরিবেশ তৈরি করেছে ৷ চলচ্চিত্র নির্মাতা অমর কৌশিক ছবিটির সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন ৷ তিনি বলেছেন, "আমরা আত্মবিশ্বাসী ছিলাম স্ত্রী 2 ভালো ছবি হয়েছে ৷ কিন্তু আমরা এত সাফল্য পাব ভাবতেই করিনি । আমি ঠিক করে ঘুমতে পারছি না ৷ তবে আগামিদিনের জন্য মুখিয়ে রয়েছি ।" সংবাদসংস্থার সঙ্গে সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছেন, 'স্ত্রী 2'-এর স্ক্রিপ্ট তৈরি করতে আড়াই বছর সময় লেগেছে ৷ 16টি খসড়া লেখা হয়েছে । ছবিতে অক্ষয় কুমার এবং বরুণ ধাওয়ানের ক্যামিও রয়েছে ।

Last Updated : Aug 25, 2024, 8:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details