পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

কঠোর পরিশ্রমে অনুপ্রেরণা, যশ-বিরাট-রোনাল্ডোদের নিয়ে ভিডিয়ো পোস্ট রশ্মিকার - Rashmika shares motivational video - RASHMIKA SHARES MOTIVATIONAL VIDEO

Rashmika shares motivational video: কঠোর পরিশ্রমে অনুপ্রেরণা জোগাতে স্যান্ডালউড তারকা যশ, ক্রিকেট তারকা বিরাট কোহলি, এক্স-এর মালিক ইলন মাস্ক এবং জনপ্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে ভিডিয়ো পোস্ট করলেন রশ্মিকা মন্দানা ৷

ETV BHARAT
ভিডিয়ো পোস্ট রশ্মিকা মন্দানার (ছবি: ইনস্টাগ্রাম)

By ETV Bharat Bangla Team

Published : Jun 26, 2024, 4:30 PM IST

হায়দরাবাদ, 26 জুন:এই প্রজন্মের অন্যতম সফল অভিনেত্রী রশ্মিকা মন্দানা তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে একটি অনুপ্রেরণামূলক ভিডিয়ো শেয়ার করেছেন ৷ সেই ভিডিয়ো ক্লিপে দেখা গিয়েছে স্যান্ডালউড তারকা যশ, ক্রিকেট তারকা বিরাট কোহলি, এক্স-এর মালিক ইলন মাস্ক এবং জনপ্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে । নিজ নিজ ক্ষেত্রের কিংবদন্তিদের এই ভিডিয়োয় নিজের 'কঠোর পরিশ্রম'-এর কথা তুলে ধরতে দেখা গিয়েছে ৷

রশ্মিকা সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে যে ভিডিয়োটি শেয়ার করেছেন, সেখানে বিরাট কোহলি, যশ, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং অন্যান্যদের সাফল্যের উপলব্ধি নিয়ে আলোচনা করা হয়েছে ৷ অ্যানিম্যাল অভিনেত্রীর আপলোড করা ভিডিয়োতে যশকে তাঁর কঠোর পরিশ্রম এবং কীভাবে সাফল্য অর্জন আরও উপভোগ্য হয়ে ওঠে, তা নিয়ে আলোচনা করতে শোনা যায় ৷ ভিডিয়োর ক্যাপশনে রশ্মিকা লিখেছেন, 'THIS' অর্থাৎ এটাই ৷ তিনি যে অন্যান্য তারকাদের কথার সঙ্গে সম্পূর্ণ একমত তা বোঝাতে চেয়েছেন অভিনেত্রী ৷

ভিডিয়োটি যশ দিয়ে শুরু হয়েছে ৷ তারপরে একে একে এসেছেন বিরাট, রোনাল্ডো, ইলন মাস্ক এবং অবশেষে হলিউড সুপারস্টার টম ক্রুজ ৷ তাঁর সবাই মেনে নিয়েছেন যে, তাঁরা কঠোর পরিশ্রম উপভোগ করেন । ভিডিয়োটি প্রমাণ করে যে, কঠোর পরিশ্রমের কোনও বিকল্প নেই এবং এই সফল ব্যক্তিরা তার জীবন্ত উদাহরণ ।

পেশাদার ফ্রন্টে, চি লা সো-এর রাহুল রবীন্দ্রণ পরিচালিত দ্য গার্লফ্রেন্ডে দীক্ষিত শেট্টির বিপরীতে দেখা যাবে রশ্মিকা মন্দানাকে ৷ ধনুশ অভিনীত কুবের চলচ্চিত্রও রয়েছে রশ্মিকার হাতে । এরপর 28 বছর বয়সি অভিনেত্রী আল্লু অর্জুনের পুষ্পা 2: দ্য রুল-এ অভিনয় করবেন । পুষ্পার সিক্যুয়েল 15 অগস্ট মুক্তি পাওয়ার কথা থাকলেও তা 6 ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে । এছাড়াও হিস্টোরিক্যাল ড্রামা ছাওয়াতে ভিকি কৌশলের সঙ্গে দেখা যাবে রশ্মিকাকে ৷ এআর মুরুগাদোস পরিচালিত সিকন্দরে প্রথমবার তাঁকে সলমন খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে ৷

ABOUT THE AUTHOR

...view details