পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

অন্ধ্রের ইয়াগন্তি মন্দিরে শুরু শুটিং, পুষ্পা 2 নিয়ে কী বললেন রশ্মিকা ? - Rashmika Mandanna on Pushpa 2

Rashmika Mandanna: অন্ধ্রপ্রদেশের ইয়াগন্তি মন্দিরে পুষ্পা 2 ছবির শুটিং করলেন রশ্মিকা মন্দানা ৷ সেখানে শুটিংয়ের অভিজ্ঞতা সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন তিনি ৷ চলতি বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি ।

Rashmika Mandanna
Rashmika Mandanna

By ETV Bharat Bangla Team

Published : Mar 20, 2024, 3:06 PM IST

Updated : Mar 20, 2024, 4:13 PM IST

হায়দরাবাদ, 20 মার্চ:পুষ্পা 2 ছবির শুটিংয়ে ব্যস্ত রশ্মিকা মান্দানা ৷ অনুরাগীদের জন্য শেয়ার করলেন শুটিয়ের ঝলক ৷ সম্প্রতি অন্ধ্রপ্রদেশের ইয়াগন্তি মন্দিরে ওই ছবির শুটিং সারেন তিনি ৷ সেখানকার ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন অ্যানিমেল খ্যাত অভিনেত্রী ৷ সঙ্গে লেখেন, "আজকের মতো শুটিং শেষ ৷ আজকে আমরা ইয়াগন্তি মন্দিরে শুটিং করেছি । এই জায়গাটির চমৎকার ইতিহাস রয়েছে ৷ এখানে শুটিং করতে গিয়ে অনেক ভালোবাসা পেয়েছি ৷ মানুষ ও জায়গা দুটিই খুব ভালো । এই মন্দিরে সময় কাটাতে পেরে খুব ভালো লাগছে ।"

Rashmika Mandanna

গত বছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছে অ্যানিমেল ৷ রণবীর কাপুরের সঙ্গে তাঁর জুটি মন কেড়েছে অনুরাগীদের ৷ অ্যানিমেলের সাফল্যের পর এই মুহূর্তে জনপ্রিয়তার শিখড়ে রশ্মিকা মান্দানা ৷ বলিউড ও দক্ষিণী সিনেমায় দাপিয়ে বেড়াচ্ছেন তিনি ৷ নিঃসন্দেহে ক্যারিয়ারের সবচেয়ে ব্যস্ততম সময় চলছে এই 'ন্যাশনাল ক্রাসে'র ৷ অ্যানিমেলের পর চলতি বছরের স্বাধীনতা দিবসে মুক্তি পেতে চলেছে তাঁর পরবর্তী সিনেমা পুষ্পা 2 ৷ এই ছবির অপেক্ষায় রশ্মিকার অনুরাগীরা ৷

এর আগে ছবির শুটিং নিয়ে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, "দারুণ মজা করে শুটিং চলছে । আমরা 50 দিনের বেশি ধরে সিনেমাটির শুটিং করছি ৷ এখনও অনেক কিছু করার আছে ৷ তবে আমি দর্শককে দেওয়া প্রতিশ্রুতি রাখব, এই ছবিটি আগেরগুলির থেকে বড় হবে । সকলে ফিল্মটির জন্য কঠোর পরিশ্রম করছে ৷ সেইসঙ্গে ছবিটির খুঁটিনাটি বিষয়ে মনোযোগ দেওযা হচ্ছে । যত্ন সহকারে প্রতিটি চরিত্রকে দুর্দান্তভাবে ফুটিয়ে তোলা হচ্ছে ।"

এক সাক্ষাৎকারে রশ্মিকা জানিয়েছিলেন, পুষ্পা 2 ছবিটির ডিস্ট্রিবিউশন অন্যরকম হবে ৷ পাশাপাশি জাপানে ছবিটি মুক্তির বিষয়েও জানান তিনি ৷ তাঁর কথায়, "বিশ্বের অন্যান্য জায়গার পাশাপাশি একই দিনে জাপানেও পুষ্পা 2 মুক্তি পেতে পারে ৷ আমরা সেই বিষয়ে আলোচনা করছি ৷" পুষ্পা 2 ছবিতে তাঁর চরিত্রে অনেক মোড়ক রয়েছে বলেও তিনি জানান ৷

আরও পড়ুন:

  1. 'এমন ইমেজে শক্তিমান হওয়া যায় না', রণবীরকে খোঁচা দিয় পোস্ট করে পরে ডিলিট মুকেশ খান্নার
  2. রয়্যাল হোটেলে খুনি খুঁজতে গিয়ে ধন্দে পঙ্কজ ত্রিপাঠি, রোমাঞ্চ-রহস্যে মোড়া 'মার্ডার মুবারক'
  3. কপালে ভালোবাসার চুম্বন, নতুন অধ্যায় শুরু পুলকিত-কৃতির
Last Updated : Mar 20, 2024, 4:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details