কলকাতা, 15 নভেম্বর: মুক্তির আগেই বড় প্রাপ্তি হল শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের 'আমার বস' ছবির।ভারতীয় প্যানোরামা গোয়া (আইএফএফআই)-এ নির্বাচিত হয়েছে ছবিটি। 'আমার বস'-এর সঙ্গে 'ভূতপরী' ও 'অঙ্ক কী কঠিন' ছবি দু'টিও জায়গা করে নিয়েছে এই তালিকায়।
এর আগে সামাজিক মাধ্যমে জানানো হয়েছিল, 55তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ইন্ডিয়াতে দুটি ভারতীয় সিনেমা ও 7টি আন্তর্জাতিক ছবির সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে বাংলা ছবি আমার বস ৷ মূলত, আইসিএফটি-ইউনেস্কো গান্ধি মেডেল জয়ের প্রতিযোগিতায় রয়েছে এই বাংলা সিনেমা ৷ এর সঙ্গে রয়েছে আসামিজ ছবি 'জুঁইফুল' ও হিন্দি সিনেমা 'শ্রীকান্ত' ৷
'আমার বস'-এর হাত ধরেই অনেকদিন পর রাখি গুলজার ফিরেছেন বাংলা ছবিতে। তবে, ছবিটি কবে নাগাদ মুক্তি পেতে পারে তা এখনও জানায়নি প্রযোজনা সংস্থা উইন্ডোজ। এই ছবির মাধ্যমেই প্রথমবার বড়পর্দায় অভিষেক হতে চলেছে শ্রুতি দাসের। আর প্রথম ছবিতেই রাখি গুলজারের মতো অভিনেত্রীর পাশে দাঁড়াতে পারার জন্য নিজেকে ধন্য মনে করছেন শ্রুতি।