পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

পুলিশি ভূমিকায় অনবদ্য থালাইভা রজনীকান্ত, রইল সেরা 5 ছবির তালিকা

দক্ষিণের সুপারস্টার রজনীকান্তকে একাধিক ছবিতে দেখা গিয়েছে পুলিশ অফিসারের ভূমিকায় ৷ থালাইভার জন্মদিনে ফিরে দেখা যাক, অভিনেতার পুলিশের ভূমিকায় সেরা পাঁচটি সিনেমার তালিকা ৷

Rajinikanth 74th Birthday
রজনীকান্ত (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : 5 hours ago

হায়দরাবাদ, 12 ডিসেম্বর:সুপারস্টার রজনীকান্তের জন্মদিন বলে কথা ৷ একটু স্পেশাল তো হবেই ৷ বিনোদন জগতে তিনি যেভাবে নানা ভূমিকায় নিজেকে মেলে ধরেছেন তা অনবদ্য ৷ আলাদা করে অবশ্যই বলতে হয় রজনীকান্তের ইউনিক স্টাইলের কথা ৷ ধূমপান হোক বা চোখে চশমা পরা, তিনি যে স্টাইল স্টেটমেন্ট তৈরি করেছেন তা নকল করা মুশকিল ৷

12 ডিসেম্বর অভিনেতা 74 তম জন্মদিন উদযাপন করছেন। এই উপলক্ষে রঞ্জিকান্তকে অভিনন্দন জানিয়েছেন তাঁর অনুরাগীরা ৷ শুভেচ্ছা জানিয়েছেন তারকারাও ৷ দক্ষিণ সুপারস্টার কমল হাসান-সহ অনেক তারকাই থালাইভাকে জন্মদিনে অভিনন্দন জানিয়েছেন। অভিনেতার জন্মদিনে ফিরে দেখা যাক, সেরা 5টি ছবি, যেখানে রজনীকান্তকে একজন পুলিশের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে ৷

ভেট্টাইয়ান

চলতি বছরে মুক্তি পাওয়া ভেট্টাইয়ান ছবিতে পুলিশের ভূমিকায় দেখা গিয়েছে রজনীকান্তকে। 10 অক্টোবর মুক্তি পায় এই ছবি। বক্সঅফিসে এই ছবি সেই ভাবে ব্যবসা করতে না পারলেও অনুরাগীদের মনে দাগ কেটেছে স্টোরি আইডিয়া ও অভিনয় ৷ পাশাপাশি, এই ছবির হাত ধরে অমিতাভ বচ্চনের সঙ্গে 33 বছর পর স্ক্রিন শেয়ার করেন রজনীকান্ত ৷

দরবার

2020 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে রজনীকান্তের চরিত্রের নাম ছিল আদিত্য অরুনাসালাম ৷ সিনেমায় তিনি একজন পুলিশ অফিসার ছিলেন ৷ আমির খানের ‘গজনী’ ছবির পরিচালক এই ছবি পরিচালনা করেছিলেন। স্যাকনিল্কের তথ্য অনুসারে, 200 কোটি টাকার বাজেটে তৈরি দরবার ভারতীয়া বক্স অফিসে 149.60 কোটি টাকা ও বিশ্বব্যাপী 247.80 কোটি টাকা আয় করেছে।

'মুন্ডুরু মুগাম'

1982 সালে অ্যাকশন ড্রামা তামিল ছবি 'মুন্ডুরু মুগাম'-এ রজনীকান্তকে তিনটি চরিত্রে দেখা যায় ৷ যার মধ্যে একটা ছিল পুলিশ অফিসারের ভূমিকা । ছবিটি পরিচালনা করেছেন এ জগন্নাথ। রজনীকান্তের পুলিশি চরিত্রের নাম ছিল অ্যালেক্স পান্ডিয়ান, যিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেন। রজনীকান্তের সিগনেচার স্টাইল ছবিতে অতিরিক্ত মশালা যোগ করেছে।

ফুল বনে অঙ্গারে

হিন্দি সিনেমায়, রজনীকান্ত অ্যাকশন থ্রিলার ফিল্ম ফুল বন আঙ্গারে (1991) এ একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেন ৷ ছবিতে রেখা, প্রেম চোপড়া, চরণ রাজ, দালিপ তাহিলের অভিনয় আজও মনে রেখেছেন দর্শক ৷ ফুল বন অঙ্গারে জনপ্রিয়তা লাভ করে দর্শক দরবারে ৷ ছবিটির বাজেট ছিল 6 কোটি টাকা ৷ তবে মুক্তির পর তা আয় করে মাত্র 2.15 কোটি টাকা ৷ ছবিটি পরিচালনা করেন কেসি বোকাদিয়া।

জেলর

2023 সালে মুক্তি পাওয়া জেলর ছবি বক্সঅফিসে বোমা ফাটায় ৷ পুলিশের চরিত্রে রজনীকান্তের অভিনয় অনবদ্য ৷ ছবিটি বক্স অফিসে 600 কোটির বেশি আয় করে। রজনীকান্ত এই ছবিতে একজন জেলারের ভূমিকায় অভিনয় করেছিলেন, যা চলচ্চিত্র সমালোচকদের পাশাপাশি দর্শকদের কাছেও প্রশংসিত হয়।

ABOUT THE AUTHOR

...view details