হায়দরাবাদ, 12 ডিসেম্বর:সুপারস্টার রজনীকান্তের জন্মদিন বলে কথা ৷ একটু স্পেশাল তো হবেই ৷ বিনোদন জগতে তিনি যেভাবে নানা ভূমিকায় নিজেকে মেলে ধরেছেন তা অনবদ্য ৷ আলাদা করে অবশ্যই বলতে হয় রজনীকান্তের ইউনিক স্টাইলের কথা ৷ ধূমপান হোক বা চোখে চশমা পরা, তিনি যে স্টাইল স্টেটমেন্ট তৈরি করেছেন তা নকল করা মুশকিল ৷
12 ডিসেম্বর অভিনেতা 74 তম জন্মদিন উদযাপন করছেন। এই উপলক্ষে রঞ্জিকান্তকে অভিনন্দন জানিয়েছেন তাঁর অনুরাগীরা ৷ শুভেচ্ছা জানিয়েছেন তারকারাও ৷ দক্ষিণ সুপারস্টার কমল হাসান-সহ অনেক তারকাই থালাইভাকে জন্মদিনে অভিনন্দন জানিয়েছেন। অভিনেতার জন্মদিনে ফিরে দেখা যাক, সেরা 5টি ছবি, যেখানে রজনীকান্তকে একজন পুলিশের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে ৷
ভেট্টাইয়ান
চলতি বছরে মুক্তি পাওয়া ভেট্টাইয়ান ছবিতে পুলিশের ভূমিকায় দেখা গিয়েছে রজনীকান্তকে। 10 অক্টোবর মুক্তি পায় এই ছবি। বক্সঅফিসে এই ছবি সেই ভাবে ব্যবসা করতে না পারলেও অনুরাগীদের মনে দাগ কেটেছে স্টোরি আইডিয়া ও অভিনয় ৷ পাশাপাশি, এই ছবির হাত ধরে অমিতাভ বচ্চনের সঙ্গে 33 বছর পর স্ক্রিন শেয়ার করেন রজনীকান্ত ৷
দরবার
2020 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে রজনীকান্তের চরিত্রের নাম ছিল আদিত্য অরুনাসালাম ৷ সিনেমায় তিনি একজন পুলিশ অফিসার ছিলেন ৷ আমির খানের ‘গজনী’ ছবির পরিচালক এই ছবি পরিচালনা করেছিলেন। স্যাকনিল্কের তথ্য অনুসারে, 200 কোটি টাকার বাজেটে তৈরি দরবার ভারতীয়া বক্স অফিসে 149.60 কোটি টাকা ও বিশ্বব্যাপী 247.80 কোটি টাকা আয় করেছে।