পশ্চিমবঙ্গ

west bengal

রাহুলকে ব্য়ান করা নিয়ে বির্তক জারি, মুখোমুখি বৈঠকের দাবি ফেডারেশনের - Rahool Mukherjee

By ETV Bharat Bangla Team

Published : Jul 27, 2024, 11:01 PM IST

Rahool Mukherjee Controversy: রাহুল মুখোপাধ্য়ায়কে ব্যান করা নিয়ে তর্ক যেন প্রতি মুহূর্তে মাথাচাড়া দিয়ে উঠছে ৷ গিল্ড ও ফেডারেশন কিছুতেই এক সিদ্ধান্তে আসতে পারছে না ৷ শনিবার বিকেলের পর পরিচালক হিসেবে রাহুলকে বয়কট করছেন কলাকুশলীরা ! এদিকে তাঁকে ঘিরে ফের সিদ্ধান্তের আগে মুখোমুখি বৈঠক চাই ৷ দাবি ফেডারেশনের ৷

Rahool Mukherjee Controversy
বাঁ-দিক থেকে পরিচালক রাহুল মুখোপাধ্য়ায় ও হাতে কাগজ নিয়ে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস (ইটিভি ভারত)

কলকাতা, 27 জুলাই:ডিরেক্টর্স গিল্ড পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেও সিদ্ধান্তে অনড় ফেডারেশন ৷ তাদের বক্তব্য, ডিরেক্টর্স গিল্ডকে রাহুলকে নিয়ে ফের কোনও সিদ্ধান্ত নিতে হলে ফেডারেশনের সঙ্গে আলোচনা করতে হবে, তাও মুখোমুখি বসে ৷ তবেই সমাধান হবে ৷ তার আগে নয় ৷ ঠিক যেভাবে বৃহস্পতিবার আলাপ-আলোচনার মাধ্যমে ঠিক হয় যে রাহুল এসভিএফ-এর 'প্রোডাকশন নম্বর 171'-এর ক্রিয়েটিভ প্রোডিউসার থাকবেন ৷

মুখোমুখি বৈঠকের দাবি ফেডারেশনের (ইটিভি ভারত)

শনিবার বিকেলে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের ডাকে টেকনিশিয়ান্স স্টুডিয়োতে হাজির হন কয়েক হাজার কলাকুশলী। সকলের একটাই দাবি, রাহুল বা চিরন্তন মুখোপাধ্যায় এসভিএফ-এর আগামী ছবিটির পরিচালক হলে তাঁরা কাজ করতে নারাজ ৷ তিনি ক্রিয়েটিভ প্রোডিউসার থাকলে তাঁদের কোনও সমস্যা নেই ৷ কেননা বাংলাদেশের ছবিটির কাজ কলকাতায় অর্ধেক করেই তিনি সেদেশে চলে যান ছবিটির কাজ সম্পূর্ণ করতে ৷ তাতে টেকনিশিয়ানদের ক্ষতি হয় ৷

রাহুলের সঙ্গে কাজ করতে নারাজ কেন ?

অভিযোগ, সেই সময় টেকনিশিয়ানদের দিয়ে অতিরিক্ত সময় পর্যন্ত কাজ করান রাহুল ৷ বলা হয়েছিল ওয়েব সিরিজ তৈরি হচ্ছে ৷ কিন্তু ওয়েব সিরিজের জন্য শুটিংয়ে একদিনের জন্য সময় বরাদ্দ 14 ঘণ্টা ৷ সেই জায়গায় রাহুল সময় নেন 19 ঘণ্টা কী তারও বেশি ৷ তাই সেটিকে ওয়েব সিরিজ না-বলে ছবিই বলছেন কলাকুশলীরা ৷

উল্লেখ্য, ফেডারেশনের কাছে রাহুলের উপর থেকে সমস্ত রকমের নিষেধাজ্ঞা তুলে নিয়ে বৃহস্পতিবার রাতেই একটি মেইল পাঠানো হয় ডিরেক্টর্স গিল্ডের তরফে ৷ এরপর ফেডারেশন তাতে মান্যতা না-দিয়ে একটি বিবৃতি পেশ করে শুক্রবার রাতে জানায়, রাহুল মুখোপাধ্যায় ছবির ক্রিয়েটিভ প্রোডিউসার থাকবেন ৷ আর সৌমিক হালদার হবেন পরিচালক, অনিমেষ সিনেমাটোগ্রাফার, যা আগেই ইটিভি ভারতে প্রকাশিত হয়েছে ৷

এরপর শনিবার সকালে ডিরেক্টর্স গিল্ডের সব পরিচালক টেকনিশিয়ান্স স্টুডিয়োতে জমায়েত হন । এদিন এসভিএফ-এর আসন্ন ছবিটির শুটিং থাকলেও আসেননি কোনও কলাকুশলী। মেক-আপ ভ্যানেই বসে থাকতে হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-সহ বাকি অভিনেতাদের। বন্ধ হয় শুটিং ৷ ফেডারেশনের তরফে জানানো হয়েছে, তাঁরা কাজ বন্ধ হোক চান না। রাহুল ক্রিয়েটিভ প্রোডিউসার থাকুন, এই কাজে সেটাই চাই। আর ডিরেক্টর্স গিল্ডের সিদ্ধান্ত বদলাতে হলে এসে ইজিএম করুক। তারপর ফের সিদ্ধান্ত নেওয়া হোক। কলাকুশলীরা রাহুলকে পরিচালক হিসেবে চাইছেন না এই মুহূর্তে ৷

এই প্রসঙ্গে উঠে আসে আরেকটি দিক। সকালে 'গুপি' শুটিং কথাটি নিয়ে প্রতিবাদ ওঠার প্রসঙ্গ টেনে ফেডারেশনের তরফে বলা হয়, রাহুল গুপি শুটিং করেছেন জানিয়ে চিঠি লিখেছেন ও ক্ষমাও চেয়েছেন। গুপি শুটিং না-করলে কেন ক্ষমা চাইবেন তিনি ?...

শনিবার বিকেলের পর এটাই স্পষ্ট রাহুল ছবির ক্রিয়েটিভ প্রোডিউসার। এই পদ নিয়ে রাহুল ছবিটিতে থাকবেন কি না, সেই প্রশ্ন সামনে রেখে তাঁকে যোগাযোগ করা হয় ইটিভি ভারতের তরফে ৷ তবে, কোনও উত্তর আসেনি ৷ শুটিং কবে শুরু হবে, তা নিয়েও প্রশ্ন চিহ্ন বেশ বড় আকারের।

ABOUT THE AUTHOR

...view details