কলকাতা, 1 জুন: শনিবার অষ্টাদশ লোকসভার দশমী ৷ অন্যান্য অনেক তারকাদের সঙ্গে সপ্তম দফা বা শেষ দফা নির্বাচনে ভোট দিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব ও হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার বুথ থেকে বেরিয়ে বাঁ-হাতের তর্জনী উঁচিয়ে ভোটদানের নিশান দেখান অভিনেতা দেব ৷ অন্যদিকে ভোট দিয়ে প্রার্থী হিসেবে আত্মপ্রকাশে জয় নিয়ে আশার কথা শোনালেন রচনা ৷
ভোট কেন্দ্রে দেব-রচনা (নিজস্ব প্রতিনিধি) শনিবার সকালে সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে ভোট দিতে আসেন দেব ৷ পরনে ছিল হালকা বেগুনি-নীল প্রিন্টেড শার্ট, কালো প্যান্ট ৷ সঙ্গে ম্যাচিং কালো টুপি ৷ ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে ভিকট্রি সাইনও দেখান অভিনেতা-সাংসদ ৷ তাঁর অভিব্যক্তিই বুঝিয়ে দিচ্ছিল ঘাটালে বিজেপি প্রার্থী হিরণকে হারিয়ে টানা তৃতীয়বার সংসদ হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী তিনি ৷
মিমি-নুসরত থেকে কোয়েল-শুভশ্রী, ভোট দিলেন টলি সেলেবরা
অন্যদিকে, হুগলিতে লকেট বনাম রচনা, দুই দিদি রয়েছেন সম্মুখ সমরে ৷ এদিন একদিকে যেমন ভোট কেন্দ্র দমদমে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন লকেট চট্টোপাধ্যায় তেমনি আরবানা সংলগ্ন একটি স্কুলে ভোট দেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন অভিনেত্রী রচনা জানান, দুপুরেই ভোট দিতে এসেছেন কারণ সেই সময়ে একটু ফাঁকা থাকে। পাশাপাশি, দিদি সবসসময় নম্বর ওয়ান-ই থাকবেন, কখনও টু হবেন না ৷
ভোট দিয়ে লকেট জানান, তিনি জয় নিয়ে আশাবাদী ৷ সকলেই বিজেপিকে ভোট দিয়েছেন ৷ পশ্চিমবঙ্গে তিরিশের বেশি আসন পাবে বিজেপি ৷ অনেক তৃণমূল প্রার্থীও দলে থেকে অসন্তুষ্ট ৷ তিনি আরও জানান, ছাব্বিশের আগেই পড়তে পারে মমতার সরকার ৷ আগে চব্বিশের ফলাফল আসুক, তাহলেই সব স্পষ্ট হয়ে যাবে ৷ পাশাপাশি, তিনি ভোট সন্ত্রাস নিয়েও কথা বলেন ৷ লকেট জানান, ভোট শান্তিতে করার জন্য কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট পরিমাণে মোতায়েন করা হয়েছিল ৷ মমতা এত গণতন্ত্রের কথা বলেন কিন্তু পশ্চিমবঙ্গেই সেই গণতান্ত্রিক ব্যবস্থা তিনি রাখেননি বলে অভিযোগ করেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ৷
ইভিএমে বিশেষ চিহ্ন দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, সরব রেখা