ETV Bharat / sports

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আইসিসি'র শাস্তির কোপে তিন পাক ক্রিকেটার - PAKISTAN CRICKETERS FINED

আইসিসি টুর্নামেন্টের আগে শাস্তির খাঁড়া তিন পাক ক্রিকেটারের ৷ দক্ষিণ আফ্রিকা ক্রিকেটারদের সঙ্গে অসংযত আচরণের কারণে এই শাস্তি তাঁদের ৷

THREE PAKISTAN CRICKETERS FOUND GUILTY
আফ্রিদি-সহ তিন পাক ক্রিকেটারের শাস্তি (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : Feb 14, 2025, 12:45 PM IST

হায়দরাবাদ, 14 ফেব্রুয়ারি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের ম্য়াচে অভব্য আচরণের শাস্তি ৷ ফাইনালের আগে তিন পাকিস্তান ক্রিকেটারকে শাস্তি দিল বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডি আইসিসি ৷ পেসার শাহিন শাহ আফ্রিদি, ব্যাটার সাউদ শাকিল এবং কামরান গুলামকে জরিমানা করার পাশাপাশি তিনজনের নামেই একটি করে ডিমেরিট পয়েন্টে যোগ করেছে আইসিসি ৷ বুধবারের ম্যাচে তিন পাক ক্রিকেটার আইসিসি কোড অব কন্ডাক্টের লেভেল ওয়ান উল্লঙ্ঘন করেছেন বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ৷

ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে বুধবার প্রথমে প্রোটিয়া ব্য়াটার ম্যাথু ব্রিৎজকে'র সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন আফ্রিদি ৷ দক্ষিণ আফ্রিকা ইনিংসের 28তম ওভারে দক্ষিণ আফ্রিকা ব্যাটার রান নিতে উদ্যত হলে ইচ্ছাকৃতভাবে মাঝপথে চলে আসেন পাক পেসার এবং তাঁকে ধাক্কা দেন ৷ যা নজর এড়ায়নি ম্যাচ অফিসিয়ালদের ৷ এই ঘটনায় আফ্রিদি আইসিসি কোড অব কন্ডাক্টের 2.12 ধারা লঙ্ঘন করেছেন ৷ ফলস্বরূপ তাঁর ম্যাচ ফি'র 25 শতাংশ কেটে নিয়েছে আইসিসি ৷

ঠিক পরের ওভারেই দক্ষিণ আফ্রিকা অধিনায়ক তেম্বা বাভুমা রানআউট হতেই অশোভনীয় উল্লাসে ফেটে পড়েন দুই পরিবর্ত ফিল্ডার সাউদ শাকিল এবং কামরান গুলাম ৷ প্রোটিয়া অধিনায়কের মুখের সামনে গিয়ে উচ্ছ্বাস করায় ম্যাচ ফি'র 10 শতাংশ কাটা গিয়েছে দু'জনের ৷ অনুপযুক্ত ভঙ্গিমার জন্য এই দুই পাক ক্রিকেটার কোড অব কন্ডাক্টের 2.5 ধারা ভঙ্গ করেছেন বলে জানিয়েছে আইসিসি ৷ তিন ক্রিকেটারেরই নামে একটি করে ডিমেরিট যোগ হলেও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার পথে তা কোনওভাবেই বাধা হবে না ৷

উল্লেখ্য, সলমন আঘা ও অধিনায়ক মহম্মদ রিজওয়ানের দুর্ধর্ষ শতরানে দক্ষিণ আফ্রিকাকে সেই ম্য়াচে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছয় পাকিস্তান ৷ ওডিআই ক্রিকেটে সর্বাধিক রান (353) তাড়া করে জয় পায় চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজকরা ৷ পরবর্তীতে জিও নিউজ'কে দেওয়া সাক্ষাৎকারে ব্রিৎজকে'র সঙ্গে ঝামেলা প্রসঙ্গে আফ্রিদি বলেন, "উইকেট পেতে আমি ওকে (ম্য়াথু ব্রিৎজকে) লাগাতার উত্যক্ত করে যাচ্ছিলাম ৷ তবে মাঠে যেটা হয়েছে সেটা মাঠেই রেখে এসেছি ৷ ম্য়াচের পর আমি এবং ম্যাথু বন্ধুর মত দেখা করেছি এবং হ্য়ান্ডশেক করেছি ৷"

আরও পড়ুন:

হায়দরাবাদ, 14 ফেব্রুয়ারি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের ম্য়াচে অভব্য আচরণের শাস্তি ৷ ফাইনালের আগে তিন পাকিস্তান ক্রিকেটারকে শাস্তি দিল বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডি আইসিসি ৷ পেসার শাহিন শাহ আফ্রিদি, ব্যাটার সাউদ শাকিল এবং কামরান গুলামকে জরিমানা করার পাশাপাশি তিনজনের নামেই একটি করে ডিমেরিট পয়েন্টে যোগ করেছে আইসিসি ৷ বুধবারের ম্যাচে তিন পাক ক্রিকেটার আইসিসি কোড অব কন্ডাক্টের লেভেল ওয়ান উল্লঙ্ঘন করেছেন বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ৷

ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে বুধবার প্রথমে প্রোটিয়া ব্য়াটার ম্যাথু ব্রিৎজকে'র সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন আফ্রিদি ৷ দক্ষিণ আফ্রিকা ইনিংসের 28তম ওভারে দক্ষিণ আফ্রিকা ব্যাটার রান নিতে উদ্যত হলে ইচ্ছাকৃতভাবে মাঝপথে চলে আসেন পাক পেসার এবং তাঁকে ধাক্কা দেন ৷ যা নজর এড়ায়নি ম্যাচ অফিসিয়ালদের ৷ এই ঘটনায় আফ্রিদি আইসিসি কোড অব কন্ডাক্টের 2.12 ধারা লঙ্ঘন করেছেন ৷ ফলস্বরূপ তাঁর ম্যাচ ফি'র 25 শতাংশ কেটে নিয়েছে আইসিসি ৷

ঠিক পরের ওভারেই দক্ষিণ আফ্রিকা অধিনায়ক তেম্বা বাভুমা রানআউট হতেই অশোভনীয় উল্লাসে ফেটে পড়েন দুই পরিবর্ত ফিল্ডার সাউদ শাকিল এবং কামরান গুলাম ৷ প্রোটিয়া অধিনায়কের মুখের সামনে গিয়ে উচ্ছ্বাস করায় ম্যাচ ফি'র 10 শতাংশ কাটা গিয়েছে দু'জনের ৷ অনুপযুক্ত ভঙ্গিমার জন্য এই দুই পাক ক্রিকেটার কোড অব কন্ডাক্টের 2.5 ধারা ভঙ্গ করেছেন বলে জানিয়েছে আইসিসি ৷ তিন ক্রিকেটারেরই নামে একটি করে ডিমেরিট যোগ হলেও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার পথে তা কোনওভাবেই বাধা হবে না ৷

উল্লেখ্য, সলমন আঘা ও অধিনায়ক মহম্মদ রিজওয়ানের দুর্ধর্ষ শতরানে দক্ষিণ আফ্রিকাকে সেই ম্য়াচে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছয় পাকিস্তান ৷ ওডিআই ক্রিকেটে সর্বাধিক রান (353) তাড়া করে জয় পায় চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজকরা ৷ পরবর্তীতে জিও নিউজ'কে দেওয়া সাক্ষাৎকারে ব্রিৎজকে'র সঙ্গে ঝামেলা প্রসঙ্গে আফ্রিদি বলেন, "উইকেট পেতে আমি ওকে (ম্য়াথু ব্রিৎজকে) লাগাতার উত্যক্ত করে যাচ্ছিলাম ৷ তবে মাঠে যেটা হয়েছে সেটা মাঠেই রেখে এসেছি ৷ ম্য়াচের পর আমি এবং ম্যাথু বন্ধুর মত দেখা করেছি এবং হ্য়ান্ডশেক করেছি ৷"

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.