পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বাংলা ধারাবাহিকে 'পুষ্পা 2' ছবির সংলাপ ! টার্গেট টিআরপি ? - KOTHHA BENGALI SERIAL

বাংলা ধারাবাহিকে 'পুষ্পা 2: দ্য রুল' ছবির সংলাপ ৷ টিআরপি বাড়াতে দক্ষিণী স্টাইল অনুসরণ করছেন বাংলার এই পরিচালক ?

kothha Bengali serial
'কথা ধারাবাহিক' (PR Handout)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 30, 2024, 12:50 PM IST

কলকাতা, 30 ডিসেম্বর: বাংলা সিনেমার পাশাপাশি এবার ধারাবাহিকেও কি দক্ষিণী ছবির প্রভাব পড়ছে ? সম্প্রতি সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে অভিনীত জনপ্রিয় 'কথা' ধারাবাহিকে ধরা পড়ল 'পুষ্পা 2: দ্য রুল' ছবির সংলাপ ৷ তা হলে কি বাংলা ধারাবাহিকও টিআরপি বাড়াতে দক্ষিণী স্টাইলে হাঁটতে শুরু করবে এবার ?

ঘটনার সূত্রপাত ধারাবাহিকের এক দৃশ্যকে ঘিরে ৷ সিরিয়ালের ভিলেনের সাগরেদকে তাঁর ওস্তাদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, "ওস্তাদ প্রতিশোধ তো আমরা নেবই, 'রাপপা রাপপা করে নেব'.. "। এরপরেই ধারাবাহিকে দক্ষিণী সংলাপের ব্যবহার নিয়ে প্রশ্ন ওঠে ৷ ইটিভি ভারত যোগাযোগ করে 'কথা' ধারাবাহিকের পরিচালক সুমন দাসের সঙ্গে।

তিনি বলেন, "প্রথমত বলব, স্ক্রিপ্টে 'দফা রফা' লেখা ছিল। যিনি সংলাপটা বলেছেন তিনি তো প্রফেশনাল আর্টিস্ট নন। তাই হয়ত উনি ভুল করে 'রাপপা রাপপা' বলেছেন। তবে, আরও একবার টেক নিলে ওটা ঠিক হয়ে যেত। কিন্তু খুব চাপের মধ্যে আমাদের কাজ হয়। তার উপরে মহা পর্বের ঝক্কি ছিল। ফলে, আর টেক নেওয়া হয়নি। রেখে দেওয়া হয়েছিল।"

মূল প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুমন দাস বলেন, "আমি ভারতবর্ষে বিশ্বাসী। আলাদা করে দক্ষিণ, উত্তর, পশ্চিম বা পূর্ব নিয়ে আমি ভাবি না। তবে, দক্ষিণের কিংবা মুম্বইয়ের কাছ থেকে যদি আমরা ভালো কিছু নিই ক্ষতি কী? দর্শক ভালোবাসলে না দেখানোর কোনও কারণ নেই। আমি এর মধ্যে কোনও খারাপ কিছু দেখতে পাই না।"

তিনি আরও বলেন, "প্রায়ই আমরা অ্যাকশনে মুম্বই কিংবা দক্ষিণের ছাপ রাখি। যেমন কদিন আগে 'কথা'-তে সাহেব চট্টোপাধ্যায়কে পা দিয়ে চেয়ার তুলতে দেখা গিয়েছে। সেখানেও খানিকটা দক্ষিণী স্টাইল ছিল। প্রত্যেকটা ধারাবাহিকেই বাঙালির বারো মাসে তেরো পার্বণ দেখানো হয়। ক্রিস্টমাস সেলিব্রেশনও থাকে তাতে। অবাক হব না যদি কখনও ছট পুজো বা ওনাম দেখায়। বাংলা সিরিয়ালে আজ হিন্দি গানই বেশি ব্যবহার করা হয়।"

সুমন দাস এরপর যোগ করেন, "যদি মানুষ দক্ষিণী ভাষা জানত তা হলে দক্ষিণী গানও থাকত। অনেক হিন্দি সিরিয়াল যেমন বাংলায় আসছে তেমনি অনেক বাংলা সিরিয়ালও হিন্দিতে চুটিয়ে চলছে। সুতরাং কোনওটার প্রভাব কোনওটাতে থাকলেই সমস্যা নেই। বিষয়বস্তু ভালো হলে লোকে দেখবে। আসল হল বিনোদন। আমাদের দেখতে হবে দর্শক কোনটা দেখে আনন্দ পাচ্ছে। সেই অনুযায়ী তাদের কাছে সবটা তুলে ধরতে হবে। আর আমি কাজে বিশ্বাসী। টিআরপি'র কাঁটায় নয়। সেটা আজ আছে কাল নেই।"

মূলত, টেলিভিশনের পর্দায় ধারাবাহিক 'কথা' দর্শক মনে ছাপ ফেলেছে ৷ কথা ও অভির অনস্ক্রিন জুটিকে ভালবাসছে দর্শক ৷ মহাপর্বে এভি কথার কাছে ভালোবাসার অভিব্যক্তি জাহির করেছেন ৷ এর পর কোন দিকে মোড় নেবে গল্প, নজর সেই দিকেই ৷

ABOUT THE AUTHOR

...view details