হায়দরাবাদ, 13 ডিসেম্বর: আল্লু অর্জুন-রশ্মিকা মন্দানার ছবি 'পুষ্পা 2: দ্য রুল' প্রেক্ষাগৃহে একসপ্তাহ কাটিয়ে ফেলেছে ৷ মাত্র 8 দিনে 'পুষ্পা 2' ভারত ও বিশ্বব্যাপী বক্সঅফিসে একাধিক রেকর্ড ভেঙেছে আবার তৈরিও করেছে। আয়ের দিক থেকে, 'কল্কি 2898 এডি', 'স্ত্রী 2', 'জওয়ান', 'পাঠান'-এর মতো ব্লকবাস্টার সিনেমাকে পিছনে ফেলেছে। একই সঙ্গে হিন্দি বক্স অফিসে নতুন ইতিহাস তৈরি করেছে সুকুমার পরিচালিত ছবিটি।
এখন তার চোখ অস্কার জয়ী ছবি 'আরআরআর'-এর দিকে। এসএস রাজামৌলি পরিচালিত এই ছবিটিকে গ্লোবাল বক্সঅফিসে হারানোর ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গিয়েছে পুষ্পা 2 ৷ একই অবস্থা ভারতীয় বক্সঅফিসের ক্ষেত্রেও ৷ মনে করা হচ্ছে, নবম দিনেই ভারতে 'আরআরআর'কে পিছনে ফেলতে পারে আল্লু অর্জুনের ছবি ৷
পুষ্পা 2 বক্সঅফিস কালেকশন (অষ্টম দিন)
স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, 'পুষ্পা 2' এখনও পর্যন্ত ভারতের সমস্ত ভাষায় 726.26 কোটি টাকা আয় করেছে। নির্মাতাদের মতে, ছবিটি এখন পর্যন্ত বিশ্বব্যাপী 1,086 কোটি টাকা আয় করেছে। প্রথম সপ্তাহান্তে, ছবিটি 529 কোটি টাকা আয় করে একাধিক রেকর্ড ভেঙেছে। যদিও তারপরে অনেকটা কমে যায় ছবির বক্সঅফিস কালেকশন ৷ সোমবার ছবির আয় হয়েছে 64.45 কোটি টাকা, মঙ্গলবার 51.55 কোটি টাকা এবং বুধবার সমস্ত ভাষায় 43.35 কোটি টাকা আয় করেছে। স্যাকনিল্কের মতে, দ্বিতীয় বৃহস্পতিবার অর্থাৎ মুক্তির অষ্টম দিনে, 'পুষ্পা 2' ভারতে 37.9 কোটি টাকা আয় করেছে।
দিন | ভারতে নেট কালেকশন |
প্রথম দিন | 164.25 কোটি টাকা |
দ্বিতীয় দিন | 93.8 কোটি টাকা |
তৃতীয় দিন | 119.25 কোটি টাকা |
চতুর্থ দিন | 141.05 কোটি টাকা |
পঞ্চম দিন | 64.45 কোটি টাকা |
ষষ্ঠ দিন | 51.55 কোটি টাকা |
সপ্তম দিন | 43.35 কোটি টাকা |
অষ্টম দিন | 37.9 কোটি টাকা |
মোট | 726.26কোটি টাকা |