পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'দঙ্গল' ছবির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে 'পুষ্পা 2', আল্লু অর্জুনকে কোন বার্তা আমিরের? - PUSHPA 2 BOX OFFICE COLLECTION

বছরের শেষেও আয়ের রেশ ধরে রাখল 'পুষ্পা 2' ৷ 5 ডিসেম্বর মুক্তি পাওয়া সিনেমা এখনও সমান জনপ্রিয় দর্শকমহলে ৷ ভাঙবে 'দঙ্গল' ছবির রেকর্ড ?

Pushpa 2 Box Office Collection
আল্লু অর্জুনকে কোন বার্তা আমিরের? (মুভি পোস্টার)

By ETV Bharat Entertainment Team

Published : Jan 1, 2025, 1:26 PM IST

হায়দরাবাদ, 1 জানুয়ারি: নতুন বছরের শুরুতেও দর্শকদের হলে টানছে আল্লু অর্জুনের 'পুষ্পা 2: দ্য রুল' ৷ 31 তারিখ যখন বছর শেষের আনন্দ উদযাপনে ব্যস্ত সকলে তখনও প্রেক্ষাগৃহ ঠাঁসা রইল পুষ্পাপ্রেমীদের নিয়ে ৷ স্যাকনিল্কের মতে, এই দিন 12.50 শতাংশ আয় বেড়েছে ছবির ৷

মুক্তির পর থেকেই বক্সঅফিসে আয়ের সুনামি দেখছে 'পুষ্পা 2' ৷ দেশের বাইরে আন্তর্জাতিক বাজারেও পুষ্পারাজ অব্যাহত ৷ প্রথম তিন সপ্তাহের মধ্যে ছবির পকেটে আসে 1 হাজার 500 কোটি টাকা ৷ 'বাহুবলি 2'-কে পিছনে ফেলে ইতিমধ্যেই ভারতীয় সিনেমার সর্বোচ্চ আয়ের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে 'পুষ্পা 2' ৷ এবার আল্লুর ছবি আমির খানের 'দঙ্গল' ছবির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ৷

পুষ্পা 2 বক্সঅফিস 27তম দিন

27তম দিনে 'পুষ্পা 2' ভারতে আয় করেছে 7.65 কোটি টাকা ৷ ফলে দেশের মধ্যে আয়ের পরিমাণ দাঁড়াল 1 হাজার 171.45 কোটি টাকায় ৷ চতুর্থ সপ্তাহের শুক্রবার ছবি ঘরে তুলেছে 8.75 কোটি টাকা ৷ শনিবার সেই আয় বেড়ে দাঁড়ায় 12.5 কোটি টাকায় ৷ রবিবার সেই পরিমাণ বেড়ে হয় 15.65 কোটি টাকা ৷ তবে সোমবার 57 শতাংশ কম হয় আয় ৷ এই দিন আয় হয় 6.8 কোটি টাকা ৷

উত্তর আমেরিকায় 'পুষ্পা' ঝড়

গ্লোবালি বিভিন্ন জায়গায় পুষ্পা ঝড় অব্যাহত ৷ 'বাহুবলি 2', 'পাঠান', 'আরআরআর', 'জওয়ান' ছবির মতোই 'পুষ্পা' আন্তর্জাতিক দর্শকদের বশ করে নিয়েছে ৷ মনে করা হচ্ছে এই ছবি রণবীর কাপুরের 'অ্যানিম্যাল' (15.02 মিলিয়ন ডলার) ও শাহরুখ খানের 'জওয়ান' (15.23 মিলিয়ন ডলার)-এর আয় অতিক্রম করে যাবে ৷

18 হাজার কোটির ক্লাব

গ্লোবাল বক্সঅফিসে ভারতীয় সিনেমা হিসাবে সর্বোচ্চ আয়ের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে পুষ্পা 2 ৷ ছবি নির্মাতাদের মতে, 25 দিলেন ছবি ওয়ার্ল্ডওয়াইড আয় করেছে 1 হাজার 760 কোটি টাকা ৷ পিছনে পড়েছে প্রভাস অভিনীত 'বাহুবলি: দ্য কলক্লুশন' ছবির আয় ৷ ট্রেড অ্যানালিস্ট মনোবালা বিজয়াবালান সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন ৷ তিনি জানান, আল্লু অর্জুনের ছবি 1800 কোটি ক্লাবে দিকে এগোচ্ছে ৷ ইতিমধ্যেই আয় হয়ে গিয়েছে 1718.15 কোটি টাকা ৷

আগে 'দঙ্গল' পিছনে 'পুষ্পা 2'

2016 সালে মুক্তি পাওয়া 'দঙ্গল' ওয়ার্ল্ডওয়াইড আয় করেছে 2070.3 কোটি টাকা ৷ আন্তর্জাতিক মার্কেটে আয়ের দিক থেকে ভারতীয় সিনেমা হিসাবে প্রথম স্থান দখল করে রেখেছে এই ছবি ৷ পিছনে রয়েছে 'পুষ্পা 2' ৷ আয়ের গতি শ্লথ না হলে ভাঙতে পারে 'দঙ্গল' ছবির রেকর্ড ৷ ইতিমধ্যেই আমির খানের প্রযোজনা সংস্থা অভিনন্দন জানিয়েছে 'পুষ্পা' টিমকে ৷ এক্স হ্যান্ডেলে লেখা হয়, "পুষ্পা 2 টিমের প্রত্যেক সদস্যকে অনেক অভিননন্দন আমির খান প্রযোজনা সংস্থার তরফে ৷ এই সাফল্য আরও বেশি আসুক ৷ ভালোবাসা একেপি ৷"

আমির খান তথা তাঁর প্রযোজনা সংস্থার তরফে শুভেচ্ছা বার্তা পেয়ে চুপ থাকেননি আল্লু অর্জুন ৷ তিনি ও পাল্টা এক্স বার্তায় লেখেন, "এই শুভেচ্ছা বার্তার জন্য অসংখ্য ধন্যবাদ ৷" এরপরেই আমির খানের তরফে এক্স হ্যান্ডেলে তেলুগু ভাষায় লেখা হয়, "ঝুকেগা নেহি শালা ৷" নতুন বছরে একাধিক সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায় ৷ রয়েছে রাম চরণের 'গেম চেঞ্জার'-এর মতো বিগ সিনেমা ৷ 'পুষ্পা'র বিজয়রথ বক্সঅফিসে কতদিন টেকে, দেখাই যাক ৷

ABOUT THE AUTHOR

...view details