ETV Bharat / technology

নজরকাড়া রঙে বাজার দখলে নতুন স্পোর্টস বাইক - 2025 KAWASAKI NINJA 500

Kawasaki India ভারতীয় বাজারে লঞ্চ করেছে 2025 Kawasaki Ninja 500 ৷ নতুন আপডেটেড মডেল আকর্ষণীয় রঙের বিকল্পে লঞ্চ করেছে এটি ৷

Kawasaki Ninja 500
2025 Kawasaki Ninja 500 (ছবি Kawasaki India)
author img

By ETV Bharat Tech Team

Published : Jan 21, 2025, 11:37 AM IST

হায়দরাবাদ: প্রিমিয়াম মোটরসাইকেল নির্মাতা কাওয়াসাকি ইন্ডিয়া ভারতীয় বাজারে তার 2025 কাওয়াসাকি নিনজা 500 লঞ্চ করেছে। কোম্পানি এই মোটরসাইকেলটি 5.29 লক্ষ টাকা (এক্স-শোরুম, শহরভেদে ভিন্ন)। এই স্পোর্টস বাইকটি 2025 আপডেট মডেলে রঙের অপশনে পরিবর্তন করা হয়েছে । যান্ত্রিকভাবে, এই মোটরসাইকেলটি পুরানো নিনজা 500 এর মতো।

নতুন Suzuki Access 125-এ ডিসপ্লেতে ভেসে উঠবে আবহাওয়ার খবর

Kawasaki Ninja 500 এর বৈশিষ্ট্য
2025 এর জন্য এর বৈশিষ্ট্য তালিকায় কোনও পরিবর্তন করা হয়নি। কোম্পানি Ninja 500 ভারতে স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টে পেশ করেছে এবং টপ-স্পেক SE ভেরিয়েন্টে নয় ৷ বাইকটিতে ব্লুটুথ সংযোগ-সহ এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে ৷ মোবাইলে কোনও নোটিফিকেশন এলে এই এসসিডি ক্লাস্টারে রিফ্লেক্ট করবে ৷ পাশাপাশি চালককে গিয়ার পজিশন পরির্বতনের নির্দেশ দেবে এই ডিসপ্লের মাধ্যমে ৷ অন্যান্য ফিচার ছাড়াও এতে রয়েছে এলইডি হেডলাইট এবং ডুয়াল চ্যানেল এবিএস।

Kawasaki Ninja 500 ডিজাইন
2025 Kawasaki Ninja 500 মডেল নতুন রঙে বাজারে এসেছে । এই মোটরসাইকেলের ফেয়ারি সবুজ রঙের ভ্যেরিয়েন্টে লঞ্চ করেছে ৷ Ninja 500 হল Ninja 400 এর আপডেটেড ভার্সন । এটির ফ্রন্ট-এন্ড আপডেট করা কাওয়াসাকির অন্যান্য মডেলের মতোই ৷

পেট্রল নয় সিএনজি-তে চলবে TVS Jupiter, কমবে খরচ

Kawasaki Ninja 500-এর Powertrain
Ninja 500-এ 451cc, সমান্তরাল-টুইন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ৷ যা 44.3bhp শক্তি এবং 42.6Nm সর্বোচ্চ টর্ক উৎপাদন করে ইঞ্জিনকে শক্তি জোগায় । এই ইঞ্জিনটি স্লিপ-অ্যাসিস্ট ক্লাচ-সহ 6-স্পীড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত । এই ইঞ্জিনটি ইতিমধ্যেই এলিমিনেটর 500 ক্রুজারের পাশাপাশি কাওয়াসাকির নিনজা 7 হাইব্রিড মোটরসাইকেলে ব্যবহৃত হয়েছে ।

2025 Kawasaki Ninja 500 মূল্য
কোম্পানি নতুন নিনজা 500 এর দাম 5,000 টাকা বাড়িয়েছে ৷ নতুন দাম 5.29 লক্ষ টাকা (এক্স-শোরুম) । বাইকের দামে এই বৃদ্ধির কয়েক সপ্তাহ পরে Kawasaki Ninja 500-এ মডেলে বাইকে 15 হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিয়েছে ৷

চলছে গাড়ি মেলা, 1হাজারে বুকিংয়ের সুযোগ একলাখি স্কুটারের

হায়দরাবাদ: প্রিমিয়াম মোটরসাইকেল নির্মাতা কাওয়াসাকি ইন্ডিয়া ভারতীয় বাজারে তার 2025 কাওয়াসাকি নিনজা 500 লঞ্চ করেছে। কোম্পানি এই মোটরসাইকেলটি 5.29 লক্ষ টাকা (এক্স-শোরুম, শহরভেদে ভিন্ন)। এই স্পোর্টস বাইকটি 2025 আপডেট মডেলে রঙের অপশনে পরিবর্তন করা হয়েছে । যান্ত্রিকভাবে, এই মোটরসাইকেলটি পুরানো নিনজা 500 এর মতো।

নতুন Suzuki Access 125-এ ডিসপ্লেতে ভেসে উঠবে আবহাওয়ার খবর

Kawasaki Ninja 500 এর বৈশিষ্ট্য
2025 এর জন্য এর বৈশিষ্ট্য তালিকায় কোনও পরিবর্তন করা হয়নি। কোম্পানি Ninja 500 ভারতে স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টে পেশ করেছে এবং টপ-স্পেক SE ভেরিয়েন্টে নয় ৷ বাইকটিতে ব্লুটুথ সংযোগ-সহ এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে ৷ মোবাইলে কোনও নোটিফিকেশন এলে এই এসসিডি ক্লাস্টারে রিফ্লেক্ট করবে ৷ পাশাপাশি চালককে গিয়ার পজিশন পরির্বতনের নির্দেশ দেবে এই ডিসপ্লের মাধ্যমে ৷ অন্যান্য ফিচার ছাড়াও এতে রয়েছে এলইডি হেডলাইট এবং ডুয়াল চ্যানেল এবিএস।

Kawasaki Ninja 500 ডিজাইন
2025 Kawasaki Ninja 500 মডেল নতুন রঙে বাজারে এসেছে । এই মোটরসাইকেলের ফেয়ারি সবুজ রঙের ভ্যেরিয়েন্টে লঞ্চ করেছে ৷ Ninja 500 হল Ninja 400 এর আপডেটেড ভার্সন । এটির ফ্রন্ট-এন্ড আপডেট করা কাওয়াসাকির অন্যান্য মডেলের মতোই ৷

পেট্রল নয় সিএনজি-তে চলবে TVS Jupiter, কমবে খরচ

Kawasaki Ninja 500-এর Powertrain
Ninja 500-এ 451cc, সমান্তরাল-টুইন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ৷ যা 44.3bhp শক্তি এবং 42.6Nm সর্বোচ্চ টর্ক উৎপাদন করে ইঞ্জিনকে শক্তি জোগায় । এই ইঞ্জিনটি স্লিপ-অ্যাসিস্ট ক্লাচ-সহ 6-স্পীড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত । এই ইঞ্জিনটি ইতিমধ্যেই এলিমিনেটর 500 ক্রুজারের পাশাপাশি কাওয়াসাকির নিনজা 7 হাইব্রিড মোটরসাইকেলে ব্যবহৃত হয়েছে ।

2025 Kawasaki Ninja 500 মূল্য
কোম্পানি নতুন নিনজা 500 এর দাম 5,000 টাকা বাড়িয়েছে ৷ নতুন দাম 5.29 লক্ষ টাকা (এক্স-শোরুম) । বাইকের দামে এই বৃদ্ধির কয়েক সপ্তাহ পরে Kawasaki Ninja 500-এ মডেলে বাইকে 15 হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিয়েছে ৷

চলছে গাড়ি মেলা, 1হাজারে বুকিংয়ের সুযোগ একলাখি স্কুটারের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.