কলকাতা, 30 জুলাই: ফেডারেশন বনাম প্রযোজক-পরিচালক দ্বন্দ্ব মিটতে চলেছে ৷ মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, পরিচালক গৌতম ঘোষ ৷ সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ৷ সন্ধ্যের মধ্যেই মিটে যাবে সমস্যা ৷ এক্স হ্যান্ডেলে ছবি দিয়ে জানালেন অভিনেতা দেব ৷ বুধবার থেকেই টলিপাড়ায় দেখা যাবে লাইট, ক্যামেরা অ্যাকশন ৷
পরিচালক-ফেডারেশন দ্বন্দ্বে মঙ্গলবার স্তব্ধ ছিল স্টুডিয়োপাড়া ৷ সমস্যার সমাধানে বারবার ডিরেক্টর্স গিল্ডের তরফে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের আবেদন করা হয় ৷ এরপর এদিন বিকালে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন দেব-প্রসেনজিৎ, গৌতম ঘোষ ৷ একঘণ্টা বৈঠকের পর বিকেল 4টে নাগাদ তাঁরা বেরিয়ে যান নবান্ন থেকে ৷ এরপরই সামনে আসে দেবের সোশাল মিডিয়া পোস্ট ৷ সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি দিয়ে তাঁকে ট্যাগ করে দেব লেখেন, "ধন্যবাদ দিদি ৷ আশা করছি সন্ধ্যেবেলার মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে ৷ শুধু তাই নয়, আগামীকাল থেকে শুটিং শুরু হবে ৷ ধন্যবাদ সকল টেকনিশিয়ান বন্ধু, প্রযোজক, পরিচালক ও স্টেকহোল্ডারদের ৷"
সূত্রের খবর, এদিন টলিপাড়ার জট কাটাতে মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেন অভিনেতা দেবকে। এরপর সকালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি যান অভিনেতা দেব ও পরিচালক গৌতম ঘোষ ৷ সেখান থেকেই তাঁরা সোজা পৌঁছে যান নবান্নে ৷ অর্থাৎ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই টলিপাড়ায় সমস্যার সমাধান হতে চলেছে বলা যায় ৷ পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে টলিপাড়ায় ফেডারেশনের সঙ্গে শুরু হয় সংঘাত ৷ নিয়ম ভঙ্গের কারণে রাহুলকে তিনমাসের জন্য কর্মবিরতিতে পাঠালে পরিস্থিতি জটিল হতে শুরু করে ৷ এরপর ডিরেক্টর্স গিল্ড শাস্তি তুলে নিলেও অনড় থাকে ফেডারেশন কর্তৃপক্ষ ৷ ধীরে ধীরে পরিস্থিতি খারাপের দিকে যায় ৷ সোমবার সকাল থেকে মিটিং-পালটা মিটিংয়ে মঙ্গলবারও তালা ঝোলে স্টুডিয়ো পাড়ায় ৷
মূলত, সোমবারই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন টালিগঞ্জে শিল্পী কলাকুশলী ও টেকনিশিয়ানদের মধ্যে তৈরি হওয়া জটিলতায় তিনি হস্তক্ষেপ করতে চান না। আশা প্রকাশ করেছিলেন হয়তো যাবতীয় সমস্যা মিটে যাবে। কিন্তু বাস্তবে তা হয়নি। অবশেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে সাক্ষাতের পর সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন অভিনেতা দেব ৷ বুধবার থেকেই শুরু হতে চলেছে সিনেমা-সিরিয়ালের শুটিং ৷
অন্যদিকে, পরিচালক দুলাল দেও পোস্ট করে জানিয়েছেন, বুধবার থেকেই শুট শুরু হচ্ছে । রাহুল মুখোপাধ্যায় পরিচালক হিসাবেই তাঁর পরবর্তী ছবির কাজ করতে পারবেন ৷ ফেডারেশনের নিয়ম কানুন নিয়ে একটা রিভিউ কমিটি হচ্ছে। মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্বাবধানে তিন মাসের মধ্যে নতুন নিয়ম কানুন রিভিউ কমিটির সামনে সাব মিট করতে হবে