হায়দরাবাদ, 21 জুলাই: কিছুদিন আগেই শুভ মহরৎ হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্যের নতুন ছবির ৷ সোশাল মিডিয়ায় সেই ছবি ও ভিডিয়ো সামনে আসে ৷ কলকাতার নামী প্রযোজনা সংস্থার তরফে সেই খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওয়া হয় ৷ জানানো হয় দশম অবতার ছবির পর এই জুটিকে পর্দায় দর্শক পেতে চলেছেন পুজোয় ৷ কিন্তু তারপরেই বিপত্তি ৷ ফেডারেশনের নিয়ম ভেঙেছেন পরিচালক রাহুল মুখোপাধ্যায় ৷ এই অভিযোগে আগামী তিন মাস পরিচালক শুটিং করতে পারবেন না বলে জানানো হয়েছে ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার তরফে ৷
এই বিষয়ে পরিচালক রাহুলকে ফোন করা হলে তিনি উত্তর দেননি ৷ একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজের শুটিং তিনি ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার নিয়ম না মেনে করেছেন। সেই কারণে 20 জুলাই অর্থাৎ শনিবার থেকে আগামী 19 অক্টোবর পর্যন্ত শুটিং করতে পারবেন না 'দিলখুশ', 'কিশমিশ' খ্যাত পরিচালক ৷ ফেডারেশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে লেখা হয়, "চিরন্তন মুখোপাধ্যায় (রাহুল, ইউনিক কার্ড নং-35) ফেডারেশনের নিয়ম বিরুদ্ধ কাজ করেছে ৷ সেই সূত্রে ডিএইআই তাঁকে তিন মাসের জন্য শুটিং সংক্রান্ত কাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে ৷ এই কর্মবিরতির সময়সীমা 20-07-2024 থেকে অক্টোবর মাসের 19 তারিখ পর্যন্ত বলবৎ থাকবে ৷"