পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

প্রিয়ংকণার গানে ত্রিকোণ প্রেমের গল্প, জুটিতে ধ্রুবজ্যোতি-অঙ্কিতা - Chal Haatta Dhar Song - CHAL HAATTA DHAR SONG

Music Album Release: দোরগোড়ায় পুজো মানেই নতুন নতুন গান উপহার পেতে থাকেন শ্রোতারা ৷ মুক্তি পেল নতুন গান 'চল হাতটা ধর'। গানটি গেয়েছেন প্রিয়াংকণা।

Music Album Release
মুক্তি পেল নতুন গান 'চল হাতটা ধর' (PR Handout)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 17, 2024, 7:37 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর: মিউজিক ভিডিয়োতে জুটি বাঁধলেন ধ্রুবজ্যোতি সরকার ও অঙ্কিতা মজুমদার। মুক্তি পেয়েছে নতুন গান 'চল হাতটা ধর'। গানটি গেয়েছেন প্রিয়াংকণা। শহরের বুকেই হয়ে গেল সেই গানের আনুষ্ঠানিক প্রকাশ। গানটির ভিডিয়োতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াংকণা শিলাদিত্য, অভিনেত্রী অঙ্কিতা মজুমদার এবং ধ্রুবজ্যোতি সরকার।

গানটি প্রিয়াংকণা শিলাদিত্যর নিজের লেখায় এবং সুরে। পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক সুব্রত শর্মা। প্রত্যেকটা মানুষই ভালোবাসার কাঙাল। সহজ কথায় ভালোবাসাই হল প্রতিটি মানুষের জীবনে বেঁচে থাকার মূল রসদ। কিন্তু সব ভালোবাসা কি পূর্ণতা পায়? মজার কথা হল, মানুষ সেটাই চায় যেটা সে কোনওদিন পাবে না। এক ত্রিকোণ প্রেমের গল্প ফুটে উঠেছে প্রিয়ংকণার এই গানে। পরিচালক সুব্রত শর্মা ৷ গানটির শুটিং হয়েছে এই শহরের বুকেই ।

অভিনেত্রী-গায়িকা প্রিয়াংকণা শিলাদিত্য বলেন, "এই গানে একটা আলাদা গল্প দর্শক উপহার পাবেন। গানের প্রতিটি লাইনে মানুষ নিজেকে খুঁজে পাবেন। আশা করছি গানটা দর্শকদের ভালো লাগবে।" অভিনেতা ধ্রুবজ্যোতি সরকার বলেন, "প্রিয়াংকণা ও অঙ্কিতার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। কলকাতা শহরে নানান জায়গায় শুটিং হয়েছে গানটার। আলাদা একটা ফ্রেশনেস আছে গানটাতে। এটা একটা ভালোবাসার গান। বহুদিন পর এমন একটা গানে কাজ করলাম।"

অন্যদিকে অভিনেত্রী অঙ্কিতা মজুমদার জানান, "এই গানটি তিনজন মানুষের জীবনের গল্প বলবে। পরিচালক সুব্রত শর্মা গানটার গল্প দারুণভাবে সাজিয়েছেন। প্রিয়াংকণার সুরে এই গানটা ভীষণ ভালো লাগছে। খুব তাড়াতাড়ি উপহার দেব আমরা এই গানটি দর্শকদের।" পরিচালক সুব্রত শর্মা বলেন, "এর আগে নানান ভালোবাসার গান তৈরি হয়েছে। কিন্তু এই গানটার মধ্যে আলাদা একটা ভাবনা রয়েছে। মানুষ নিজেদের কে রিলেট করতে পারবেন।" গানটি মুক্তি পেয়েছে প্রযোজক বিশ্বজিৎ পালের প্রযোজনাতে 'প্রিয়াংকণা অ্যান্ড বিশ্বজিৎ মোশান পিকচার্স'-এর ব্যানারে।

ABOUT THE AUTHOR

...view details