পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

অশান্ত বাংলাদেশে সংখ্যালঘুদের পাশে দাঁড়ালেন প্রীতি জিন্টা - Preity Zinta - PREITY ZINTA

Bangladesh Unrest: অশান্ত বাংলাদেশ নিয়ে সরব হলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা ৷ শনিবার সোশাল মিডিয়ায় সংখ্যালঘুদের পাশে দাঁড়ালেন অভিনেত্রী ৷

Bangladesh Unrest
বাংলাদেশে সংখ্যালঘুদের পাশে দাঁড়ালেন প্রীতি জিন্টা (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Aug 10, 2024, 5:32 PM IST

Updated : Aug 10, 2024, 5:39 PM IST

হায়দরাবাদ, 10 অগস্ট: ছাত্রদের কোটা আন্দোলনকে ঘিরে অশান্ত বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার ৷ নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের নেতৃত্বে ওপার বাংলায় হয় পালাবদল ৷ কিন্তু তাতেও যে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে তা বলা যায় না ৷ এই অবস্থায় আদিল হুসেন, রবিনা ট্যান্ডনের পর মুখ খুললেন অভিনেত্রী প্রীতি জিন্টা ৷ শনিবার সোশাল মিডিয়ায় তিনি জানান বাংলাদেশের ঘটনায় তিনি মর্মাহত, বিধ্বস্ত ৷

এদিন এক্সহ্যান্ডেলে প্রীতি লেখেন, "বাংলাদেশের ঘটনায় মন ভেঙে গিয়েছে ৷ বিধ্বস্ত লাগছে ৷ সেখানকার সংখ্যালঘুদের সঙ্গে যে ধরনের ঘটনা ঘটছে তা দেখে মর্মাহত ৷ মানুষকে হত্যা করা হচ্ছে ৷ অনেকে ঘর হারিয়েছেন ৷ প্রার্থণাস্থল ভাঙচুর করা হয়েছে ৷ আশা করছি নতুন সরকার এই হিংসা রোধে হস্তক্ষেপ করবেন এবং সাধারণ মানুষদের রক্ষা করবেন ৷ যাঁরা এই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, তাঁদের জন্য রইল প্রার্থণা ৷"

কয়েকদিন আগেও অভিনেতা আদিল হুসেন বাংলাদেশে হিংসার ঘটনার প্রতিবাদ করেছেন এক্স হ্যান্ডেলে ৷ তিনি লেখেন, "বাংলাদেশ থেকে যে ধরনের ভিডিয়ো আসছে তা হৃদয় বিদারক ৷ সংখ্যালঘু সম্প্রদায় ও সাধারণ মানুষের উপর অত্যাচারের ছবি দেখে মর্মাহত ৷ ভারতের সেই সকল মানুষদের রক্ষা করার জন্য কিছু করা উচিত ৷" তিনি আরও লেখেন, "যাঁরা সেখানে নির্যাযনের শিকার তাঁদের পাশে আছি ৷ যাঁরা হিংসা ছড়াচ্ছেন তাঁদের কাছে অনুরোধ করছি এই সব বন্ধ করুন ৷ এই সকল ঘটনা যাঁরা ঘটাচ্ছেন তাঁদের লজ্জায় মাথা নত করা উচিত ৷"

প্রসঙ্গত, অশান্ত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছেন এপার বাংলার শিল্পীরাও ৷ পরমব্রত চট্টোপাধ্যায় থেকে রাজ চক্রবর্তী, সুদেষ্ণা রায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্র সকলে ওপার বাংলায় শান্তি ফেরানোর অনুরোধ জানিয়েছেন ৷

Last Updated : Aug 10, 2024, 5:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details