কলকাতা, 26 সেপ্টেম্বর: ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন (ইমপা) এবং ফেডারেশনের বার্ষিক বৈঠক সম্পন্ন হয়েছে বুধবার। এর পর সাংবাদিক সম্মেলনে সর্বসমক্ষে ইমপার কাছে ফেডারেশনের তরফে যে তিনটি প্রস্তাব রাখা হয় সেগুলি ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যম সরগরম। কারণ এদিনের বৈঠকে ফেডারেশন সভাপতি যে প্রস্তাবগুলি রাখেন তা সকলে মানতে নারাজ ৷ তাঁদেরকে গোটা বিষয়টা বুঝিয়ে বলতে একটি ভিডিয়ো শেয়ার করেছেন ইমপার প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত।
তিনি বলেন, "ফেডারেশন বার্ষিক বৈঠকে প্রস্তাব রেখেছে। এখনও সিদ্ধান্ত হয়নি। তাই সিদ্ধান্ত হওয়ার আগে মন্তব্য করার মানে নেই। " তিনি আরও বলেন, "আমরাও তো মুখ্যমন্ত্রীর কাছে কত প্রস্তাব দিই ইন্ডাস্ট্রির স্বার্থে, সবকিছুর কি ছাড়পত্র পাই? একটা দুটো পাই।" পিয়া সেনগুপ্ত আরও বলেন, "আমরা প্রযোজকদের সঙ্গে কথা না বলে কখনই কোনও সিদ্ধান্তে আসব না। কিংবা হঠাৎ করে তাঁদের উপর এককালীন 5 লাখ টাকার বোঝা চাপিয়ে দেব না। তাঁদের সঙ্গে আলোচনা করেই সব ঠিক হবে।"
কাজের সময়সীমা প্রসঙ্গে তিনি বলেন, "এটা ঠিক অনেক পরিচালক অনেকক্ষণ কাজ করিয়ে নেন ছবির শুটিংয়ে। কিন্তু এটাও ঠিক ছবির ক্ষেত্রে সময় কম। কিন্তু ধারাবাহিকে শুটিং লাগাতার চলে। তাই সময় পাওয়া যায়। ছবির ক্ষেত্রে সেই সময় পাওয়া যায় না। সেই দিকটাও আমরা আলোচনার মাধ্যমেই স্থির করব। এখনও কোনও সিদ্ধান্তই নেওয়া হয়নি।"
পিয়া আরও বলেন, "এরপর ছবির বাজেট 30 লাখের কম হলে কম টেকনিশিয়ান নিয়েও কাজ করা যাবে। কিন্তু সেটা খতিয়ে দেখা হবে। অনেক সময়েই অনেক টেকনিশিয়ান নিয়ে কাজের দরকার পড়ে না। কিন্তু এতদিন তা করতে হত ৷ এরপর থেকে সেই জায়গাতেও সংশোধন করা হবে। এই সবই প্রস্তাব। সবটাই আলোচনার সাপেক্ষে স্থির হবে।" এদিন ভিডিয়োর মাধ্যমে সকলকে অযথা ভুল কথা না বলার অনুরোধ জানিয়েছেন ইমপার সভাপতি। এখন প্রশ্ন হল ইমপা ফেডারেশনের তিনটি প্রস্তাব মেনে নেবে নাকি বাতিল করবে? আর যেটাই করুক সেটা ঘোষণা কবে হবে? জানার অপেক্ষায় রয়েছে টলিপাড়া। তবে, পিয়া সেনগুপ্ত গোটা বিষয়টা বুঝিয়ে বলার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিচালক অনিন্দ্য সরকার।