পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'কেউ যদি কিছু বলে...' পরমব্রতর সামনে যেন মনের খাতা খুললেন পিয়া - PARAMBRATA PIYA

কলকাতার বুকে শুরু হয়েছে ‘আমি আর্টস ফেস্টিভ্যাল’। অনুষ্ঠানের শুভ সূচণায় পরমব্রত-পিয়ার যুগলবন্দি মন কাড়ল দর্শকদের ৷

Ami arts festival
গিটারে পরম, কণ্ঠে পিয়া (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 22, 2024, 5:40 PM IST

কলকাতা, 22 নভেম্বর: শীত মানেই শহরের বুকে নানা রঙের সাংস্কৃতিক অনুষ্ঠান। সেরকমই এক অনুষ্ঠানের নাম ‘আমি আর্টস ফেস্টিভ্যাল’। নাচ, গান, প্রদর্শনী, থিয়েটার সবকিছু নিয়ে ফেস্টিভ্যালে বিপুল আয়োজন। তবে দর্শকদের মন কাড়ল পরম-পিয়ার যুগলবন্দি ৷

বৃহস্পতিবার সন্ধ্যায় আনন্দপুরের 'কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি'তে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই শিল্পকর্মের শুভ সূচনা হয়েছে। যার প্রধান আকর্ষণ ছিল পরমব্রত চট্টোপাধ্যায় এবং তাঁর সহধর্মিণী পিয়া চক্রবর্তীর নিবেদন। কবিতা, গল্প, সুরে- উদ্বোধনেই শ্রোতাদের মন মাতালেন পরমপিয়া। প্রথম বার দর্শকের দরবারে সঙ্গীত পরিবেশন করলেন তাঁরা। পিয়ার 'যেন কিছু মনে কোরো না কেউ যদি কিছু বলে...' গানটির সঙ্গে গিটারে যোগ্য সঙ্গত পরমব্রতর।

পরমব্রত-পিয়ার যুগলবন্দি (ইটিভি ভারত)

পরমব্রত বলেন, "কলকাতাকে আমরা শিল্প, সাহিত্যের শহর বলি। কিন্তু কোথাও যেন তা নির্দিষ্ট পরিধি বা গণ্ডিতে আটকে ছিল এতদিন। এখন শহরের বুকে বিভিন্ন স্থানে যে ভাবে তা ছড়িয়ে পড়ছে, তার একটা বড় মাহাত্ম্য রয়েছে। এ দেশের বিভিন্ন জায়গায় এমন ধরনের উৎসব-অনুষ্ঠান হয়ই। বিশ্বের নানা প্রান্তেও হয়। সেই মানচিত্রে যদি কলকাতার কোথাও উঠে আসে, সেটা হবে সবচেয়ে বড় প্রাপ্তি ।"

শুরু হয়েছে ‘আমি আর্টস ফেস্টিভ্যাল’। (PR Handout)

এদিন প্রদীপ জ্বালিয়ে উৎসবের শুভ সূচনা করেন কেসিসি-র চেয়ারপার্সন রিচা আগরওয়াল। উপস্থিত ছিলেন, নৃত্যশিল্পী অলকানন্দা রায়, ইতিহাসবিদ রুদ্রাংশু মুখোপাধ্যায়, অভিনেত্রী তথা চলচ্চিত্র পরিচালক সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহ, সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র-সহ আরও অনেকে।

রিচা বলেন, "বছর ছয়েক আগে 21 নভেম্বর দিনটিতে শিল্পের প্রসারের তাগিদে পথ চলা শুরু করেছিল কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি। এই দিনেই পঞ্চম বারের জন্য ‘আমি আর্টস ফেস্টিভ্যাল’-এর সূচনা হল। কোনও একটা জায়গায় নয়। শহরের বিভিন্ন স্থানে আগামী এক মাস ধরে এই শিল্পকর্ম চলবে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, ভারতীয় জাদুঘর, জিডি বিড়লা সভাঘর, কেসিসি, টেকনো ইন্ডিয়া, প্রিয়া সিনেমা রয়েছে সেই সব জায়গার তালিকায়।"

জানা গিয়েছে, দেশ-বিদেশের 250 জন শিল্পী এতে অংশ নেবেন। চিত্র প্রদর্শনী, সঙ্গীতানুষ্ঠান, নাটক— সমস্ত কিছুরই আয়োজন থাকছে। ভারতীয় জাদুঘরে এক সপ্তাহ ধরে পালন করা হবে ‘বিশ্ব ঐতিহ্যবাহী সপ্তাহ’। 22-29 ডিসেম্বর সেখানে বিভিন্ন শিল্পীর হাতের কাজ দেখা যাবে। শুধু দেখা নয়, কেনারও সুযোগ থাকবে। 11-17 ডিসেম্বর আয়োজন করা হচ্ছে বিশেষ মেলার। যার উদ্দেশ্য শিল্পকে নাগালের মধ্যে এনে দেওয়া। এরই নাম দেওয়া হয়েছে ‘অ্যাফর্ডবেল আর্ট ফেয়ার’, জানালেন রিচা আগারওয়াল।

প্রসঙ্গত, প্রায় হারিয়ে যেতে বসা বাদ্যযন্ত্রের সংগ্রহে সেজে উঠেছে কেসিসি-র আর্ট গ্যালারি। বিভিন্ন জেলা, শহরের শিল্পীদের হস্তশিল্প, পোশাক-সহ বিভিন্ন রকম জিনিস বিক্রির ব্যবস্থা নিচ্ছে ‘কারিগরি’। 19-22 ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলাটি। মেলার পাশাপাশি শহরের আর এক প্রান্তে আয়োজন করা হয়েছে সঙ্গীতানুষ্ঠানের। 14-21 ডিসেম্বর 10টি ব্যান্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করবে বলে জানা গিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details