হায়দরাবাদ, 25 জুলাই: নীল ত্রিপাঠীকে সরিয়ে ফের একবার কাছাকাছি আসেন রানি আর রিষু ৷ ভালোবাসার জন্য চরম সীমা পর্যন্ত যেতে প্রস্তুত রিষু ৷ কিন্তু তার পরিণতি কী? সেই উত্তর খুঁজে পাবেন দর্শকরা ৷ বৃহস্পতিবার মুক্তি পেল 'ফির আয়ি হাসিন দিলরুবা' ছবির ট্রেলার ৷ আরও একবার রানি-রিষুর প্রেমজীবনে হল তৃতীয় ব্যক্তির প্রবেশ ৷ এবার মরবে কে? রোমাঞ্চকর ট্রেলারে উঠল হাজারো প্রশ্ন ৷
নেটফ্লিক্সের তরফে এদিন ট্রেলার সামনে আনা হয় ৷ ক্যাপশনে লেখা হয়, "ভালোবাসা, ন্যায় আর প্রতিশোধের ব্যবস্থা হয়ে যাক? ফির আয়ি হাসিন দিলরুবা এই রহস্যের সমাধান করতে আসছে 9 অগস্ট, নেটফ্লিক্সে ৷" বিক্রান্ত মেসি, তাপসী পান্নুর সঙ্গে এবার যোগ দিচ্ছেন সানি কৌশল ৷ 'হাসিন দিলরুবা' যেখানে শেষ হয়েছিল সেখান দিয়েই শুরু হচ্ছে ছবির পরবর্তী পার্ট ৷
ট্রেলারে উঠে এসেছে রানি ও রাষুর জীবন ৷ যাঁরা অতীতে যন্ত্রণা ভুলে সামনে এগোনোর চেষ্টা চালাচ্ছে ৷ তাঁদের সুন্দর ভবিষ্যত গড়ার স্বপ্ন আচমকাই ভেঙে যায় ৷ সামনে আসে নতুন চরিত্র অভিমুন্য ৷ যে চরিত্রে দেখা যাবে সানি কৌশলকে ৷ চমক থাকছে জিমি শেরগিলের চরিত্রেও ৷ এই ছবিতে তাঁকে দেখা যাবে অফিসার মৃত্যুঞ্জয়ের চরিত্রে ৷ তাঁর ভূমিকা এই ছবিতে কী, ট্রেলারে এসেছে ছোট্ট ঝলক ৷ বাকিটা জানা যাবে সিনেমা, স্ট্রিমিং প্ল্যাটফর্মে আসার পরেই ৷