কান (ফ্রান্স), 24 মে: আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবে ফের ভারতীয় সিনেমার জয়জয়কার ৷ পায়েল কাপাডিয়ার 'অল উই ইমাজিন অ্যাজ লাইট' প্রিমিয়ারে ঝড় তুলল দর্শক মহলে ৷ তবে শুধুমাত্র দর্শক বললে ভুল হবে, আন্তর্জাতিক ছবির সমালোচকরাও মুগ্ধ ছবির কনসেপ্ট, অভিনয় ও পরিচালনা দেখে ৷ প্রায় 30 বছর পর কোনও ভারতীয় ছবি পাম ডি'অর জয়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আশার আলো জাগিয়েছে ৷
জ্যাক অডিয়ার্ড, ইয়োর্গোস ল্যানথিমোস, ফ্রান্সিস ফোর্ড কপোলা, ডেভিড ক্রোনেনবার্গ, পল শ্রেডার এবং জিয়া জানকে-এর মতো প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতারা রয়েছেন এই পুরস্কার জয়ের প্রতিযোগিতায় ৷ তার মধ্যে কাপাডিয়ার ছবি 23 মে কান স্ক্রিনিংয়ের পরে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে ও কুড়িয়েছে প্রশংসা ৷
এই ছবি শেষ হতেই প্রেক্ষাগৃহে দর্শকরা আসন ছেড়ে উঠে ছবির পরিচালক ও কলাকুশলীদের অভিবাদন জানিয়েছেন, প্রায় 8 মিনিট ধরে ৷ ভারতীয় ছবির জন্য এও তো কম গর্বের নয় !
আরও পড়ুন:কলঙ্ক সিনেমায় আলিয়ার কাজকে স্বীকৃতি অস্কারের, দেখুন ভিডিয়ো