পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

সোনাক্ষী থেকে পরিণীতি, করবা চৌথ পালনে কে কাকে টেক্কা দিলেন ? - KARWA CHAUTH 2024

বিয়ের পর প্রথম করবা চৌথে লাল টুকটুকে বউ সাজলেন সোনাক্ষী ৷ সোনমের মেহেন্দিতে ধরা দিলেন স্বামী-ছেলে ৷ শিল্পা থেকে ভাগ্যশ্রীও কম যান না ৷

Karwa Chauth 2024
বলিউড অভিনেতাদের করবা চৌথ পালন (ছবি সূত্র- এএনআই ও আইএএনএস)

By ETV Bharat Entertainment Team

Published : Oct 20, 2024, 8:50 PM IST

Updated : Oct 21, 2024, 2:29 PM IST

হায়দরাবাদ, 20 অক্টোবর: প্রত্যেক বছর সিনেমার মতো বাস্তব জীবনেও জমজমাট করবা চৌথ পালন করেন বলি সেলেবরা ৷ সারাদিন স্বামীদের জন্য নির্জলা উপোস করে কাটান সোনম কাপুর থেকে শিল্পা শেট্টির মতো নায়িকারা ৷ মেহেন্দি থেকে শাড়ি, তাঁদের সাজ থেকে চোখ ফেরানো দায় হয়ে পড়ে ৷ এবারও তেমনটাই হল ৷

কেউ হাতে-পায়ে পরলেন মেহেন্দি, কেউ সাজলেন টুকটুকে লাল শাড়িতে ৷ কেউ মাথায় লম্বা করে পরলেন সিঁদুর ৷ কেউ নেচে গেয়ে কাটালেন করবা চৌথের দিনটা ৷ বলি সেলেবদের সোশাল মিডিয়ায় উঁকি দিয়ে তেমনটাই হদিশ মিলল ৷ এ বছর পরিণীতি চোপড়া, সোনম কাপুর, শিল্পা শেট্টি, সোনাক্ষী সিনহা এবং ভাগ্যশ্রী-সহ বেশ কয়েকজন অভিনেতা তাঁদের করবা চৌথের প্রস্তুতি, আচার অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানকে ঘিরে সুন্দর মুহূর্তগুলি ইনস্টাগ্রাম পোস্ট করেছেন ৷

পরিণীতি চোপড়ার করবা চৌথের তোড়জোড়

বিয়ের পর স্বামী রাঘব চাড্ডার সঙ্গে পরিণীতি চোপড়া দ্বিতীয় করবা চৌথ এটি ৷ এবারের করবা চৌথ ব্রতর প্রস্তুতির ঝলক শেয়ার করেছেন পরিণীতি ৷ শনিবার তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক ফটো ও ভিডিয়ো পোস্ট করেছেন পরিণীতি ৷ যেখানে তাঁর হাতে দেখা গিয়েছে খুব সিম্পেল হৃদয় আঁকা একটি মেহেন্দি ডিজাইন । সারা বাড়িতে আলোর রোশনাইয়ের ছবি ধরা পড়েছে ৷ সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন " স্বাগত জানানোর সেরা ধরন ।"

পরিণীতি চোপড়ার করবা চৌথ (ছবি সূত্র- ইনস্টাগ্রাম)

বিয়ের পর সোনাক্ষীর প্রথম করবা চৌথ

এ বছরের 23 জুন জাহির ইকবালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন সোনাক্ষী সিনহা ৷ বিয়ের পর প্রথম করবা চৌথ এবার তাঁর ৷ করবা চৌথ উপলক্ষে তাই তাঁকে বেশ উৎসাহিত দেখাচ্ছে ৷ সোনাক্ষী সোশাল মিডিয়া হ্যান্ডেলে বেশ কিছু ছবি শেয়ার করেছেন ৷ যেখানে তিনি করবা চৌথ নিয়ে স্বামীর উদ্দেশে লিখেছেন, "শুভ করবা চৌথ স্বামী জাহির ইকবাল ৷ আজ এবং প্রতিদিন তোমার দীর্ঘায়ু কামনা করি ৷"

সোনাক্ষী সিনহার করবা চৌথের সাজ (ছবি সূত্র- আইএএনএস)

সোনাক্ষীকে লাল টুকটুকে বউ লাগছে ৷ গাঢ় লাল শাড়িতে নিজেকে সাজিয়ে তুলেছেন তিনি ৷ মুখে মৃদু হাসি ৷ সিঁথি ভর্তি সিঁদুর ৷ গলায় লম্বা মঙ্গলসূত্র ৷ কানে ছোট্ট গয়না ৷ আর কপালে লাল টিপ ৷ তাঁর রূপে ঘায়েল অনুরাগীরা ৷

শিল্পা শেট্টির করবা চৌথের প্রস্তুতি

বেশ অনেকবছর ধরে করবা চৌথ পালন করছেন শিল্পা শেট্টি ৷ তিনি ভোরের 'সারগি' আচারের ঝলক অনুরাগীদের সঙ্গে সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন । তাঁর ইনস্টাগ্রাম পোস্টে একটি সুন্দর সাজানো থালা দেখা গিয়েছে ৷ যেটির মধ্যে চালনি, মেহেন্দি, মিষ্টি এবং স্ন্যাকসে ভরা ছিল । সঙ্গে অভিনেতা তাঁর হাতে-পায়ে মেহেন্দির ছবিও শেয়ার করেছেন ৷

শিল্পা শেট্টির করবা চৌথ পালন (ছবি সূত্র- ইনস্টাগ্রাম)

সোনমের মেহেন্দিতে স্বামী ও পুত্র

ফ্যাশন ডিভা সোনম কাপুরও প্রত্যেক বছরের মতো এবারেও মাতলেন করবা চৌথ ব্রত পালনে ৷ করবা চৌথ উদযাপনের বিভিন্ন ছবি শেয়ার করেছেন তিনি ৷ সেখানে তাঁর স্বামী আনন্দ এবং ছেলে বায়ুর নাম-সহ হাতে মেহেন্দি পরতে দেখা গিয়েছে তাঁকে ।

সোনম কাপুরের করবা চৌথের মেহেন্দি (ছবি সূত্র- ইনস্টাগ্রাম)

ভাগ্যশ্রীর করবা চৌথ পালন

অন্যদিকে ভাগ্যশ্রী বন্ধুদের সঙ্গে মেহেন্দি পার্টিতে নাচে-গানে মজেছিলেন ৷ তারই একটি ছোট্ট ভিডিয়ো ক্লিপ শেয়ার করেছেন তিনি ৷ ক্যাপশনে লেখা, "বন্ধুদের সঙ্গে মেহেন্দি পার্টি । ওহ, এটা অনেক মজার দিন ছিল ৷ আমরা খেলাম, আমরা নাচলাম, আমরা খুব মজা করলাম ।"

Last Updated : Oct 21, 2024, 2:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details