হায়দরাবাদ, 20 অক্টোবর: প্রত্যেক বছর সিনেমার মতো বাস্তব জীবনেও জমজমাট করবা চৌথ পালন করেন বলি সেলেবরা ৷ সারাদিন স্বামীদের জন্য নির্জলা উপোস করে কাটান সোনম কাপুর থেকে শিল্পা শেট্টির মতো নায়িকারা ৷ মেহেন্দি থেকে শাড়ি, তাঁদের সাজ থেকে চোখ ফেরানো দায় হয়ে পড়ে ৷ এবারও তেমনটাই হল ৷
কেউ হাতে-পায়ে পরলেন মেহেন্দি, কেউ সাজলেন টুকটুকে লাল শাড়িতে ৷ কেউ মাথায় লম্বা করে পরলেন সিঁদুর ৷ কেউ নেচে গেয়ে কাটালেন করবা চৌথের দিনটা ৷ বলি সেলেবদের সোশাল মিডিয়ায় উঁকি দিয়ে তেমনটাই হদিশ মিলল ৷ এ বছর পরিণীতি চোপড়া, সোনম কাপুর, শিল্পা শেট্টি, সোনাক্ষী সিনহা এবং ভাগ্যশ্রী-সহ বেশ কয়েকজন অভিনেতা তাঁদের করবা চৌথের প্রস্তুতি, আচার অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানকে ঘিরে সুন্দর মুহূর্তগুলি ইনস্টাগ্রাম পোস্ট করেছেন ৷
পরিণীতি চোপড়ার করবা চৌথের তোড়জোড়
বিয়ের পর স্বামী রাঘব চাড্ডার সঙ্গে পরিণীতি চোপড়া দ্বিতীয় করবা চৌথ এটি ৷ এবারের করবা চৌথ ব্রতর প্রস্তুতির ঝলক শেয়ার করেছেন পরিণীতি ৷ শনিবার তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক ফটো ও ভিডিয়ো পোস্ট করেছেন পরিণীতি ৷ যেখানে তাঁর হাতে দেখা গিয়েছে খুব সিম্পেল হৃদয় আঁকা একটি মেহেন্দি ডিজাইন । সারা বাড়িতে আলোর রোশনাইয়ের ছবি ধরা পড়েছে ৷ সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন " স্বাগত জানানোর সেরা ধরন ।"
বিয়ের পর সোনাক্ষীর প্রথম করবা চৌথ
এ বছরের 23 জুন জাহির ইকবালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন সোনাক্ষী সিনহা ৷ বিয়ের পর প্রথম করবা চৌথ এবার তাঁর ৷ করবা চৌথ উপলক্ষে তাই তাঁকে বেশ উৎসাহিত দেখাচ্ছে ৷ সোনাক্ষী সোশাল মিডিয়া হ্যান্ডেলে বেশ কিছু ছবি শেয়ার করেছেন ৷ যেখানে তিনি করবা চৌথ নিয়ে স্বামীর উদ্দেশে লিখেছেন, "শুভ করবা চৌথ স্বামী জাহির ইকবাল ৷ আজ এবং প্রতিদিন তোমার দীর্ঘায়ু কামনা করি ৷"