পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'স্ট্রবেরি ক্রিম আর ভালোবাসা', আলকারাজের জয়ে সেরা উইকেন্ড কাটল 'রাগনীতি'র - RAGNEETI ATTENDS WIMBLEDON FINAL - RAGNEETI ATTENDS WIMBLEDON FINAL

Parineeti Chopra And Raghav Chadha: সবাই যখন অম্বানি পরিবারের বিয়ের উৎসবে মেতে তখন নিজেদের উইকেন্ড একটু আলাদা করে কাটালেন আপ সাংসদ রাঘব চাড্ডা ও বলি ডিভা পরিণীতি চোপড়া ৷ রবিবার উইম্বলডন ফাইনালে আলকারাজ ও জকোভিচের লড়াই তারিয়ে উপভোগ করলেন রাজনীতি ও বিনো দুনিয়ার দুই তারকা ৷

Parineeti Chopra And Raghav Chadha
রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 15, 2024, 8:34 PM IST

লন্ডন, 15 জুলাই:ব্যাক-টু-ব্যাক উইম্বলডন জয়ে ঘাসের কোর্টে সেরা হয়েছেন স্প্যানিশ তারকা আলকারাজ ৷ কার্লোস আলকারাজের এই জয়ের সাক্ষী রাঘব চাড্ডা ও পরিণীতা চোপড়া হয়েছেন অল ইংল্যান্ড ক্লাবের গ্যালারি থেকে ৷ আর রবিবার উইম্বলডনে কাটানো উইকেন্ড 'সেরা উইকেন্ড' বলে জানিয়ে দিলেন 'রাগনীতি' জুটি ৷ স্ট্রবেরি ক্রিম খেতে খেতে ঘাসের কোর্টের গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল চুটিয়ে উপভোগ করলেন দু'জনে ৷

তাঁদের এই মুহূর্ত ক্যামেরাবন্দি করে সেলেব জুটি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ স্বামী-স্ত্রী দু'জনেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একাধিক ছবি শেয়ার করেছেন ৷ ক্যাপশনে লিখেছেন, "উইম্বলডন ফাইনাল, স্ট্রবেরি এবং ক্রিম, এবং আমার ভালবাসা … সেরা উইকেন্ড ৷" সেইসঙ্গে উইম্বলডনের পরপর দু'বারের চ্যাম্পিয়ন আলকারাজকেও অভিনন্দনও জানিয়েছেন রাঘব ও পরিণীতি ৷ অল ইংল্যান্ড ক্লাবে মেগা ফাইনালে আপ নেতার পরনে ছিল সাদা রংয়ের শার্ট, মানানসই টাই আর বাদামি রঙের কোর্ট। চোখে কালো সানগ্লাস। পরিণীতি পরেছিলেন সাদা রঙের ওভারকোট।

ইনস্টা স্টোরি অনুযায়ী ম্যাচের ফাঁকেই স্ট্রবেরি ক্রিমের স্বাদও নিয়েছেন তারকা দম্পতি। ছবির পাশাপাশি একটি ভিডিয়ো শেয়ার করেছেন দম্পতি ৷ সেখানে রাঘব হেঁটে চলেছেন ৷ পিছন পিছন হাতে জুতো জোড়া নিয়ে নিয়ে হাঁটলেন 'ইশকজাদে' গার্ল ৷ তবে তাঁর কি জুতো ছিঁড়েছে নাকি হাই হিলের সমস্যা? সে সম্পর্কে যদিও কিছু জানাননি অভিনেত্রী।

2023 সালের সেপ্টেম্বর মাসে গাঁটছড়া বেঁধেছিলেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। রাজস্থানের উদয়পুরের লীলা প্যালেসে পারিবারিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়ে সারেন তাঁরা। ওয়েডিং ডেস্টিনেশনে হাজির হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, আদিত্য ঠাকরে, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানে, মণীশ মালহোত্রা, হরভজন সিং থেকে সানিয়া মির্জার মতো সেলেবরা।

ABOUT THE AUTHOR

...view details