ETV Bharat / entertainment

লাস্যময়ীর সাহসী ভিডিয়ো ঘুরিয়ে দেবে মাথা, চেনেন 'ভোজপুরি সিনেমার রাখি সাওয়ান্ত'কে ? - RAKHI SAWANT OF BHOJPURI CINEMA

তিনি জনপ্রিয় 'ভোজপুরি সিনেমার রাখি সাওয়ান্ত' নামেই ৷ বিতর্ক ও বোল্ড উপস্থিতিতে ঝড় তুলেছেন ৷ সোশাল মিডিয়ার এই সেনসেশনকে চেনেন ?

Rakhi Sawant of Bhojpuri cinema
চেনেন 'ভোজপুরি সিনেমার রাখি সাওয়ান্ত'কে ? (এএনআই)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 1, 2025, 5:09 PM IST

হায়দরাবাদ, 1 জানুয়ারি: বলিউডে কি এবার 'ড্রামা কুইন' রাখি সাওয়ান্তকে টেক্কা দিতে পারবেন এই লাস্যময়ী ৷ সোশাল মিডিয়ায় তিনি যেভাবে নিজের বোল্ড অবতার তুলে ধরেছেন, তা দেখে মনে হবে, এর কাছে রাখি যেন কিছুই নয় ৷

আসলে বিতর্ক আর ড্রামা রাখিকে ছাড়া যেন অচল ৷ স্পষ্টভাষী এহেন অভিনেত্রী কখনও বিতর্কিত মন্তব্য করে আবার কখনও তাঁর ছলাকলার কারণে আসেন খবরের শিরোনামে ৷ এমনই আর এক সুন্দরী রয়েছেন যিনি তাঁর কাজের চেয়ে নিজের উপস্থিতির জন্যই খবরের শিরোনামে বেশি আসেন ৷ তবে তিনি বলিউড বিনোদন জগতের সঙ্গে জড়িত নন ৷ তিনি ভোজপুরি বিনোদন জগতের সেনসেশনাল মহিলা ৷

সাহসী-সেক্সি মহিলা জনপ্রিয় 'ভোজপুরি সিনেমার রাখি সাওয়ান্ত' নামে ৷ চেনেন এই শিল্পীকে ? জানেন কেন তাঁকে তুলনা করা হয় রাখির সঙ্গে ? রাখি সাওয়ান্ত যেমন খবরে আসার ক্ষেত্রে বা সংবাদমাধ্যমের নজর কাড়তে এমন কিছু করে বসেন, যা নিয়ে চর্চা করতেই হয় ৷ তেমন ভোজপুরি দুনিয়ার মেয়ে সোনা পাণ্ডে ৷ যিনি খবরে থাকতে এবং দর্শকদের নজর কাড়তে যা কিছু করতে পারেন।

রাখি সাওয়ান্ত এবং সোনা পাণ্ডে একে অপরকে চেনেন না ৷ দুজনের বিনোদন জগতে বিচরণ ক্ষেত্রও আলাদা ৷ তাও অনুরাগীদের কাছে রাখির সঙ্গে তুলনা টানা হয় সোনার ৷ আসলে তাঁদের সাহসী ব্যক্তিত্ব এবং শিরোনামে আসার জন্য দুঃসাহসিক পদক্ষেপ আর পাঁচটা তারকার থেকে আলাদা করেছে ৷ উভয় সুন্দরীকে যথাক্রমে বলিউড এবং ভোজপুরি সিনেমার 'ড্রামা কুইন' বলা হয়। রাখির স্পষ্টভাষী পাবলিক অ্যাপিয়ারেন্স থেকে শুরু করে সোনার কামুক অবতারে বারবার আত্মপ্রকাশ, হয়ে যায় পেজ থ্রির আলোচনার বিষয়।

সোনা পাণ্ডে ও বিতর্ক

সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনা জানিয়েছেন, গায়ক তুফানি লাল যাদব কাজের বিনিময়ে তাঁকে নোংরা প্রস্তাব দিয়েছিলেন ৷ কিন্তু তিনি তা মানতে অস্বীকার করেন ৷ এরপর নিজেই তা সকলের সামনে আনেন ৷ তিনি সাক্ষাৎকার দেওয়ার সময় একাধিক খারাপ শব্দ ব্যবহার করে জানান, সত্যি কথা বলার ক্ষেত্রে তিনি লজ্জা পান না ৷

এই সাক্ষাৎকারের পরে, কিছু লোক সোনাকে সমর্থন করলেও, কেউ কেউ তাঁর দাবি প্রকাশ্যে আনার জন্য সমালোচনাও করেন। সাক্ষাৎকারের সময়ে সোনা যে সাহসী ভাষা ব্যবহার করেছিলেন তা তাঁকে লাইমলাইটে নিয়ে আসে। এই বক্তব্যের পর তিনি 'ভোজপুরি সিনেমার রাখি সাওয়ান্ত' উপাধি পান। তিনিও রাখির মতোই বিতর্কের মাধ্যমে খবরে থাকেন।

রাখির মতো, সোনা পাণ্ডেও মিউজিক ভিডিয়ো এবং শর্ট ফিল্মে কাজ করেছেন ৷ যদিও এখনও বিনোদন জগত থেকে সেই পরিচিতি বা খ্যাতি পাননি ৷ সোশাল মিডিয়ায় সোনা যেভাবে নিজেকে জাহির করেন সে কারণেই তাঁর কাজের চর্চা কম হয় আর বোল্ড ভিডিয়োর চর্চা বেশি হয় ৷ আসলে রাখির মতো সোনারও ফলোয়ার সংখ্যা বেশ ভালো ৷ সত্যি ও স্পষ্ট কথা বলার জন্য, অনুরাগীদের কাছে প্রিয় পাত্রী রাখি-সোনা দুজনেই ৷

হায়দরাবাদ, 1 জানুয়ারি: বলিউডে কি এবার 'ড্রামা কুইন' রাখি সাওয়ান্তকে টেক্কা দিতে পারবেন এই লাস্যময়ী ৷ সোশাল মিডিয়ায় তিনি যেভাবে নিজের বোল্ড অবতার তুলে ধরেছেন, তা দেখে মনে হবে, এর কাছে রাখি যেন কিছুই নয় ৷

আসলে বিতর্ক আর ড্রামা রাখিকে ছাড়া যেন অচল ৷ স্পষ্টভাষী এহেন অভিনেত্রী কখনও বিতর্কিত মন্তব্য করে আবার কখনও তাঁর ছলাকলার কারণে আসেন খবরের শিরোনামে ৷ এমনই আর এক সুন্দরী রয়েছেন যিনি তাঁর কাজের চেয়ে নিজের উপস্থিতির জন্যই খবরের শিরোনামে বেশি আসেন ৷ তবে তিনি বলিউড বিনোদন জগতের সঙ্গে জড়িত নন ৷ তিনি ভোজপুরি বিনোদন জগতের সেনসেশনাল মহিলা ৷

সাহসী-সেক্সি মহিলা জনপ্রিয় 'ভোজপুরি সিনেমার রাখি সাওয়ান্ত' নামে ৷ চেনেন এই শিল্পীকে ? জানেন কেন তাঁকে তুলনা করা হয় রাখির সঙ্গে ? রাখি সাওয়ান্ত যেমন খবরে আসার ক্ষেত্রে বা সংবাদমাধ্যমের নজর কাড়তে এমন কিছু করে বসেন, যা নিয়ে চর্চা করতেই হয় ৷ তেমন ভোজপুরি দুনিয়ার মেয়ে সোনা পাণ্ডে ৷ যিনি খবরে থাকতে এবং দর্শকদের নজর কাড়তে যা কিছু করতে পারেন।

রাখি সাওয়ান্ত এবং সোনা পাণ্ডে একে অপরকে চেনেন না ৷ দুজনের বিনোদন জগতে বিচরণ ক্ষেত্রও আলাদা ৷ তাও অনুরাগীদের কাছে রাখির সঙ্গে তুলনা টানা হয় সোনার ৷ আসলে তাঁদের সাহসী ব্যক্তিত্ব এবং শিরোনামে আসার জন্য দুঃসাহসিক পদক্ষেপ আর পাঁচটা তারকার থেকে আলাদা করেছে ৷ উভয় সুন্দরীকে যথাক্রমে বলিউড এবং ভোজপুরি সিনেমার 'ড্রামা কুইন' বলা হয়। রাখির স্পষ্টভাষী পাবলিক অ্যাপিয়ারেন্স থেকে শুরু করে সোনার কামুক অবতারে বারবার আত্মপ্রকাশ, হয়ে যায় পেজ থ্রির আলোচনার বিষয়।

সোনা পাণ্ডে ও বিতর্ক

সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনা জানিয়েছেন, গায়ক তুফানি লাল যাদব কাজের বিনিময়ে তাঁকে নোংরা প্রস্তাব দিয়েছিলেন ৷ কিন্তু তিনি তা মানতে অস্বীকার করেন ৷ এরপর নিজেই তা সকলের সামনে আনেন ৷ তিনি সাক্ষাৎকার দেওয়ার সময় একাধিক খারাপ শব্দ ব্যবহার করে জানান, সত্যি কথা বলার ক্ষেত্রে তিনি লজ্জা পান না ৷

এই সাক্ষাৎকারের পরে, কিছু লোক সোনাকে সমর্থন করলেও, কেউ কেউ তাঁর দাবি প্রকাশ্যে আনার জন্য সমালোচনাও করেন। সাক্ষাৎকারের সময়ে সোনা যে সাহসী ভাষা ব্যবহার করেছিলেন তা তাঁকে লাইমলাইটে নিয়ে আসে। এই বক্তব্যের পর তিনি 'ভোজপুরি সিনেমার রাখি সাওয়ান্ত' উপাধি পান। তিনিও রাখির মতোই বিতর্কের মাধ্যমে খবরে থাকেন।

রাখির মতো, সোনা পাণ্ডেও মিউজিক ভিডিয়ো এবং শর্ট ফিল্মে কাজ করেছেন ৷ যদিও এখনও বিনোদন জগত থেকে সেই পরিচিতি বা খ্যাতি পাননি ৷ সোশাল মিডিয়ায় সোনা যেভাবে নিজেকে জাহির করেন সে কারণেই তাঁর কাজের চর্চা কম হয় আর বোল্ড ভিডিয়োর চর্চা বেশি হয় ৷ আসলে রাখির মতো সোনারও ফলোয়ার সংখ্যা বেশ ভালো ৷ সত্যি ও স্পষ্ট কথা বলার জন্য, অনুরাগীদের কাছে প্রিয় পাত্রী রাখি-সোনা দুজনেই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.