পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

হাস্যরসের ঝুলি ও মারকাটারি অ্যাকশন নিয়ে ওটিটির পর্দায় আসছে 'পঞ্চায়েত সিজন 3' ও 'বাহুবলি: ক্রাউন অফ ব্লাড' - Panchayat and Baahubali Series - PANCHAYAT AND BAAHUBALI SERIES

New Series on OTT Platform: বিনোদনের পসরা নিয়ে আসছে জনপ্রিয় দুটি ওটিটি প্ল্যাটফর্ম ৷ একটিতে আসছে 'পঞ্চায়েত সিজন 3' ৷ অন্যদিকে আসছে এসএস রাজামৌলির অ্যানিমেটেড সিরিজ 'বাহুবলি: ক্রাউন অফ ব্লাড' ৷

New Series on OTT Platform
আসছে 'পঞ্চায়েত সিজন 3' ও 'বাহুবলি: ক্রাউন অফ ব্লাড' (SOURCE- INSTAGRAM)

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2024, 8:40 PM IST

হায়দরাবাদ, 2 মে: প্রথম ও দ্বিতীয় সিজনের সাফল্যের পর ফের পর্দায় আসছেন অভিষেক ত্রিপাঠী, মঞ্জু দেবি দুবে, ব্রিজ ভূষণ দুবে ৷ 28 মে আসছে 'পঞ্চায়েত' সিরিজের তৃতীয় ভাগ ৷ বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় জানানো হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিয়োর তরফে ৷

জীতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, ফয়জল মালিক, চন্দন রায় ও সনভিকা অভিনীত এই সিরিজ গেঁথে যায় সিনেমপ্রেমীদের মনে ৷ সিরিজটি পরিচালনার দায়িত্বে সামলেছেন দীপক কুমার মিশ্রা ৷ চিত্রনাট্য লিখেছেন চন্দন কুমার ৷ হিন্দির পাশাপাশি এই সিরিজ দর্শকরা দেখতে পাবেন তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড় ভাষায় ৷

সিরিজের কাহিনী মূলত গড়ে উঠেছে অভিষেক ত্রিপাঠীকে (জীতেন্দ্র কুমার) কেন্দ্র করে ৷ ইঞ্জিনিয়ারিং পাশ হওয়া সত্ত্বেও চাকরি না মেলায় উত্তরপ্রদেশের অখ্যাত ফুলেরা গ্রামে পঞ্চায়েত অফিসে কাজ শুরু করে ৷ তারপর থেকেই এগোয় সিরিজের চিত্রনাট্য ৷ হাস্যরসে মোড়া জীবনের অনেক কঠিন সত্য পরিচালক তুলে ধরেছেন সাদামাটা পর্দায় ৷ এবার 28 মে আসতে চলেছে এই সিরিজের তৃতীয় ভাগ ৷

অন্যদিকে, এই মাসেই আসতে চলেছে ব্লকব্লাস্টার সিনেমা 'বাহুবলি'র প্রিকুয়েল ৷ এসএস রাজামৌলি পরিচালিত অ্যানিমেটেড সিরিজের নাম 'বাহুবলি: ক্রাউন অফ ব্লাড' ৷ রাজামৌলির সঙ্গে অ্যানিমেটেড এই সিরিজে সহযোগিতা করেছেন 'দ্য লেজেন্ড অফ হনুমান' খ্যাত পরিচালক শরদ দেবারজন ৷ প্রভাস, রানা ডাগ্গাবুট্টি, অনুষ্কা শেট্টি, সত্যরাজ ও তমান্না ভাটিয়া অভিনীত এই ছবি তৈরি করে ইতিহাস ৷ 2015-তে মুক্তি পায় 'বাহুবলি: দ্য বিগিনিং' ৷

এরপর 'কাটাপ্পানে বাহুবলি কো কিউ মারা ?'-এই প্রশ্নের উত্তর জানতে দর্শককে অপেক্ষা করতে হয় 2017 পর্যন্ত ৷ মুক্তি পায় 'বাহুবলি: দ্য কনক্লুশন' ৷ মহিশমতি সাম্রাজ্যকে কীভাবে বাঁচালেন বাহুবলি, উঠে আসে গল্প ৷ আবারও সেই এপিক অ্যাডভেঞ্চারের সাক্ষী থাকতে চলেছেন দর্শক ৷ 17 মে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে আসছে 'বাহুবলি: ক্রাউন অফ ব্লাড' ৷

আরও পড়ুন

1. আবার শুরু পুষ্পা রাজ, শ্রীজাতর লেখনীতে 'দ্য রুলে'র প্রথম গান মুক্তি বাংলাতেও

2.পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ সিং, কেন?

3.'তিনি ঈশ্বরের আশীর্বাদধন্য'! অরিজিৎ সিংয়ে মুগ্ধ মাহিরা

ABOUT THE AUTHOR

...view details