নয়াদিল্লি, 11 মার্চ: লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে রবিবার বসেছিল 96তম বার্ষিক অ্যাকাডেমি পুরস্কার বিতরণের আসর ৷ অস্কারের মঞ্চেও দাপট বজায় রাখল ক্রিস্টোফার নোলান পরিচালিত 'ওপেনহেইমার' ৷ 13টি মনোনয়নের মধ্যে সাতটি পুরস্কার জিতে তালিকার শীর্ষে এই ছবি ৷ এরপরেই রয়েছে 'পুওর থিংস' ৷ 4টি পুরস্কার গিয়েছে এই সিনেমার ঝুলিতে ৷
সিলিয়ান মারফি (সেরা অভিনেতা), রবার্ট ডাউনি জুনিয়র (সেরা সহ-অভিনেতা), হোয়েট ভ্যান হোয়েটেমা (সেরা সিনেমাটোগ্রাফি) এবং জেনিফার লেম (সেরা ফিল্ম এডিটিং)-সহ 'ওপেনহাইমার' ছবির অনেকেরই এটা প্রথম অস্কার জিতলেন ৷ সেরা অভিনেত্রীর অ্যাকাডেমি আওয়ার্ডসটি গেল 'পুওর থিংস'-এর ঘরে ৷ 'কিলার অফ দ্য ফ্লাওয়ার মুন'-এর লিলি গ্ল্যাডস্টোনকে হারিয়ে এই পুরস্কার জিতে নিয়েছেন এমা স্টোন ৷ 2017 সালে 'লা লা ল্যান্ড'-এর পর এমা স্টোনের এটা দ্বিতীয় অস্কার ৷ ওই বছরও তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন ।
বিজয়ীদের সম্পূর্ণ তালিকা:
- সেরা ছবি: ওপেনহাইমার, এমা থমাস, চার্লস রোভেন এবং ক্রিস্টোফার নোলান
- সেরা পরিচালক: ক্রিস্টোফার নোলান, ওপেনহাইমার
- সেরা অভিনেতা: সিলিয়ান মারফি, ওপেনহাইমার
- সেরা অভিনেত্রী: এমা স্টোন, পুওর থিংস
- সেরা সহ-অভিনেতা:রবার্ট ডাউনি জুনিয়র, ওপেনহাইমার
- সেরা সহ-অভিনেত্রী: ডা'ভাইন জয় র্যান্ডলফ, দ্য হোল্ডওভারস
- সেরা আন্তর্জাতিক ছবি: দ্য জোন অফ ইন্টারেস্ট (ইউনাইটেড কিংডম)
- সেরা মৌলিক চিত্রনাট্য:অ্যানাটমি অফ এ ফল, জাস্টিন ট্রিয়েট এবং আর্থার হারারি
- সেরা অভিযোজিত চিত্রনাট্য: আমেরিকান ফিকশন, কর্ড জেফারসন
- সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম: দ্য লাস্ট রিপেয়ার শপ
- সেরা ডকুমেন্টারি ফিচার: 20 ডেস ইন মারিউপোল
- সেরা সিনেমাটোগ্রাফি: হোয়েট ভ্যান হোয়েটেমা ,ওপেনহাইমার
- সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: দ্য ওয়ান্ডারফুল স্টোরি অফ হেনরি সুগার
- সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম: ওয়ার ইজ ওভার! ইন্সপারায় বাই দি মিউডিক অফ জন অ্যান্ড ইয়োকো
- সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র: দ্য বয় অ্যান্ড দ্য হেরন
- সেরা মেকআপ এবং হেয়ারস্টাইলিং: পুওর থিংস, নাদিয়া স্টেসি, মার্ক কুলিয়ার এবং জোশ ওয়েস্টন
- সেরা প্রোডাকশন ডিজাইন:পুওর থিংস, জেমস প্রাইস, শোনা হিথ এবং জুসা মিহালেক
- সেরা কস্টিউম ডিজাইন: পুওর থিংস, হলি ওয়াডিংটন
- সেরা ভিজ্যুয়াল এফেক্ট: গডজিলা মাইনাস ওয়ান
- সেরা চলচ্চিত্র সম্পাদনা: ওপেনহাইমার, জেনিফার লেম
- সেরা সাউন্ড: দ্য জোন অফ ইন্টারেস্ট, টার্ন উইলার্স, জনি বার্ন
- সেরা অরিজিনাল স্কোর: লুডভিগ গোরানসন, ওপেনহাইমার
- সেরা মৌলিক গান: বিলি আইলিশ, ফিনিয়াস ও'কনেল,বারবি সিনেমার হোয়াট ওয়াজ আই মেড ফর
আরও পড়ুন:
- অস্কার এল নোলানের ঝুলিতে, অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ওপেনহাইমারের জয়জয়কার
- অস্কারের মঞ্চে ভারতীয় আর্ট ডিজাইনার নীতীন চন্দ্রকান্ত দেশাইকে শ্রদ্ধাজ্ঞাপন
- আজই বসছে অস্কারের আসর, গাজা-প্রতিবাদ ঠেকাতে তৎপর আয়োজকরা