মুম্বই, 1 মে: সলমন খানের বাড়ি লক্ষ্য করে গুলি চালনার ঘটনায় বন্দি এক অভিযুক্তের আত্মহত্যার চেষ্টায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ কমিশনারেট জেলে ৷ তড়িঘড়ি অভিযুক্তকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ মৃত অভিযুক্তের নাম অনুজ থাপান (32) ৷ তাকে অবিলম্বে সংলগ্ন জিটি হাসপাতালে ভর্তি করা হয় ৷ অভিযুক্তের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ডেপুটি কমিশনার দত্তা নালাওয়াদে ৷
সলমন খানের বাড়ি লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালানোর ঘটনায় দুই অভিযুক্তের ক্রাইম ব্রাঞ্চ হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক ৷ অ্যাসিসট্যান্ট পুলিশ কমিশনার দত্তাত্রেয়র পর্যবেক্ষণে ক্রাইম ব্রাঞ্চের 9 নম্বর ঘরে অভিযুক্তের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল ৷ মূল অভিযুক্ত ভিকি গুপ্তা (24), সাগর পাল (21) ও অনুজ থাপন (32)কে 8 মে পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দেয় বিশেষ আদালত ৷ অন্যদিকে, তথ্য প্রমাণের অভাবে অভিযুক্ত সনু কুমার বিষ্ণোইকে পাঠানো হয় বিচারবিভাগীয় হেফাজতে ৷
পুলিশ সূত্রে খবর, অনুজ কুমার থাপান ও সনু কুমার বিষ্ণোই নাকি সাগর পাল ও ভিকি গুপ্তাকে পিস্তল দিয়ে সাহায্য করেছিল বলে তদন্তে উঠে আসে ৷ এদিকে, মুম্বই পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং তার ছোট ভাই আনমোল বিষ্ণোইকে 'ওয়ান্টেড' হিসাবে ঘোষণা করেছে। আনমোল বিষ্ণোইয়ের নামে লুকআউট সার্কুলার জারি করা হয় ৷ অভিযুক্ত শুটার ভিকি গুপ্তা (24) এবং সাগর পাল (21) উভয়ই বিহারের বাসিন্দা ৷ এদিকে সোনু কুমার, সুভাষ চন্দ্র বিষ্ণোই (37) এবং অনুজ থাপানকেও (32) গ্রেফতার করা হয়েছে ৷ যারা তাদের দু'টি পিস্তল এবং কার্তুজ সরবরাহ করেছিল বলে অভিযোগ ৷ উল্লেখ্য, গত 14 এপ্রিল ভোরের দিকে সলমন খানের বাসভবন বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে দুই বাইক আরোহী গুলি চালায় ৷ ইতিমধ্যেই অভিযুক্তদের পুলিশ ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা 307 (খুনের চেষ্টা) এর অধীনে এফআইআর দায়ের করে ৷