পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

কেন্দ্রের 'বেটি বাঁচাও, বেটি পড়াও' প্রকল্পে কী লাভ? আরজি কর ঘটনার পর প্রশ্ন তুললেন নীনা গুপ্তা - Kolkata Doctor Rape Murder case

Neena Gupta on RG Kar Incident: মেয়েকে শিক্ষিত করলে সে কাজ করবে ৷ কিন্তু সেই কাজের জায়গা যদি সুরক্ষিত না হয়, তাহলে পড়িয়ে কী লাভ? আরজি কর ঘটনার নিন্দা করে কেন্দ্রের 'বেটি বাঁচাও, বেটি পড়াও' প্রকল্প নিয়ে সরব নীনা গুপ্তা ৷

Neena Gupta on RG Kar Incident
আরজি কর ঘটনার পর প্রশ্ন তুললেন নীনা গুপ্তা (ইটিভি ভারত)

By PTI

Published : Aug 19, 2024, 12:47 PM IST

মুম্বই, 19 অগস্ট: আরজি কর কাণ্ডে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা ৷ দেশের বৃহত্তর সমাজে নারীদের অবস্থান ও নীরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ৷ পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় সরকারের 'বেটি বাঁচাও' প্রকল্প নিয়েও প্রকাশ করলেন নিজের মতামত ৷

উঁচাই অভিনেত্রী সাক্ষাৎকারে বলেন, "এটা জঘন্য অপরাধ ৷ ঘটনার নিন্দা করছি ৷ কিন্তু আমাদের এই সমস্যার সমাধান প্রয়োজন ৷ সেই সমাধানটা কি হবে? আমাদের দেশ বিশাল বড় ৷ প্রত্যেক রাজ্য, জেলা, গ্রামে বিভিন্ন মহিলা কমিটি কাজ করে ৷ তাঁদের উচিত নিজ নিজ ক্ষেত্রে, এলাকায় নজরদারি করা ও একটি রিপোর্ট তৈরি করা ৷"

এরপর অভিনেত্রী আরও বলেন, "মনে করুন, একজন গ্রামের শিক্ষিকাকে কয়েক কিলোমিটার হেঁটে বাড়ি ফিরতে হয় সন্ধ্যেবেলা অথবা রাত্রিবেলা ৷ তিনি যেমন ঝুঁকির মধ্যে রয়েছেন তেমনই আবার যে সকল মহিলা রাতে নিরাপত্তার জন্য নজরদারি করতে যাবেন, তাঁদেরও ঝুঁকি রয়েছে ৷ আমি এই নিয়ে অনেক ভেবেছি ৷ কিন্তু কোনও সমাধান সূত্র পাইনি ৷ এই সমাজে পরিবর্তন আসতে অনেক সময় লাগবে ৷"

এরপরেই অভিনেত্রী নীনা কেন্দ্রীয় সরকারের 'বেটি বাঁচাও, বেটি পড়াও' প্রকল্পের কথা তুলে ধরেন ৷ এই প্রকল্প সরকারের তরফে আনাই হয়েছে মেয়েদের সুরক্ষা ও নারী শক্তির বিকাশের জন্য ৷ সেই নিয়েও অভিনেত্রী প্রশ্ন তোলেন ৷ তিনি বলেন, "এই প্রকল্প আনা হয়েছে মেয়েদের পড়াশোনা শিখিয়ে শিক্ষিত করার জন্য ৷ শিক্ষিত হওয়ার পর সেই মেয়ে অবশ্যই কোনও না কোনও কাজে যোগ দেবেন ৷ কিন্তু সেখানেও তো সেই নারী নিরাপদ নন ৷ তাই প্রশ্ন করতে চাই, সমস্যার সমাধান কীভাবে হবে ৷" এই প্রশ্ন কী সরকারের কানে ঢুকবে? আসবে কোনও সমাধানের পথ তা সময় বলবে ৷

উল্লেখ্য, কিছুদিন আগেই সেরা সহ-অভিনেত্রী হিসাবে জাতীয় পুরস্কার জিতেছেন নীনা গুপ্তা ৷ 2022 সালে মুক্তি পাওয়া 'উঁচাই' ছবির জন্য তিনি দ্বিতীয়বার জাতীয় পুরস্কার পেলেন ৷ এর আগে 1994 সালে 'বো ছোকরি' ছবির জন্য সেরা সহ-অভিনেত্রীর হিসাবে জাতীয় পুরস্কার জিতেছিলেন ৷

ABOUT THE AUTHOR

...view details