পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বাড়ির মধ্যে শয়তানি শক্তির তাণ্ডব! 'অদ্ভুত' সত্য সন্ধানে নওয়াজউদ্দিন - Nawazuddin Siddiqui Adbhut trailer - NAWAZUDDIN SIDDIQUI ADBHUT TRAILER

Adbhut Trailer Released : মুক্তি পেয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত হরর সুপার-ন্যাচারাল সাসপেন্স ছবি 'অদ্ভুত' ট্রেলার। প্রথমবার হরর ছবিতে নওয়াজউদ্দিন একেবারে তাক লাগানো চরিত্রে ৷ দেখেছেন 'অদ্ভুত' ট্রেলার?

Adbhut Trailer Released
প্রকাশ্যে নওয়াজউদ্দিন সিদ্দিকীর 'অদ্ভুত' ট্রেলার (সোশাল মিডিয়া)

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2024, 5:18 PM IST

হায়দরাবাদ, 24 অগস্ট :কোনও জিনিস যদি চোখে দেখা না যায়, তার মানে এই নয় যে সেটা নেই ৷ সেটা দেখা যায় না কারণ সেখানে আলো পৌঁছয় না ৷ সিনে পর্দায় সুপার ন্যাচরাল ছবি বরাবর আলাদা দর্শক তৈরি করে নেয় ৷ ভূত-কুসংস্কার বা অন্ধবিশ্বাসের উপরে উঠে অতিপ্রাকৃত ক্ষমতার আলাদা আকর্ষণ রয়েছে ৷ তেমনই হতে চলেছে 'অদ্ভুত' ছবিও ৷ মুক্তি পেয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকী, রোহান মেহরা, শ্রেয়া ধাওয়ান্তরি ও ডায়ানা পেন্টি অভিনীত 'অদ্ভুত' ছবির ট্রেলার ৷ যা দেখে গায়ে কাঁটা দেবে আপনারও ৷ ছবিতে একজন গোয়েন্দার চরিত্রে দেখা যাবে নওয়াজকে ৷

ছবির ট্রেলার শুরু হয় মুখ্যচরিত্রে থাকা রোহন মেহরা ও শ্রেয়ার সংলাপকে সামনে রেখে ৷ তাঁরা যখন একান্তে কাছাকাছি আসার চেষ্টা করেন তখনই ঘটে অদ্ভুত ঘটনা ৷ আচমকাই দরজা খুলে হাওয়া আসতে শুরু করে ৷ শুরু হয় শয়তানি শক্তির খেলা ৷ ভয় পেয়ে কোনও চার্চে না গিয়ে ঘটনার তদন্ত করার জন্য ডাক পড়ে নওয়াজের ৷ তিনি জানার চেষ্টা করেন, কেন অতিপ্রাকৃতি শক্তি রোহন ও শ্রেয়ার জীবনে এসেছে ? কেন তাঁদের ক্ষতি করার চেষ্টা চালাচ্ছে ? ট্রেলারের শেষে একঝলকে উঠে আসে কীভাবে শয়তানি শক্তি পুরোপুরি বশে করে নেন শ্রেয়াকে ৷ এরপর কী হয়, তা জানার জন্য দেখতে হবে সিনেমা ৷

এদিন ট্রেলার শেয়ার করে ইন্সটাগ্রামে অভিনেতা সিদ্দিকী লিখেছেন, "বিশ্বাসের উপরে থাকে সত্য ৷" একজন গোয়েন্দা তথা সত্যসন্ধানকারীর চরিত্রে নওয়াজের ভূমিকা যে ছবির আসল উপজীব্য তা ট্রেলার দেখে স্পষ্ট ৷ সোনি পিকচার ইন্টারন্যাশনাল প্রোডাকশন্সের ব্যানারে তৈরি হয়েছে এই ছবি। পরিচালক সাব্বির খান ৷ 15 সেপ্টেম্বর রাত 8টায় সিনেমাটি দেখানো হবে দেখবে সোনি ম্যাক্স চ্যানেলে । অর্থাৎ কোনও ওটিটি বা প্রেক্ষাগৃহে নয়, এই ছবির প্রিমিয়ার হবে সোনি ম্যাক্স চ্যানেলে ৷

ABOUT THE AUTHOR

...view details